![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।
বটগাছ বেশিরভাগ সময়ই বিশাল হয়ে থাকে । সে নিঃসার্থ ভাবেই ছায়া দিয়ে যায় দিনের পর দিন । এর বিনিময়ে কখনওই কিছু চায় না । বটগছের ধর্মই তো হল এভাবে অকাতরে ছায়া বিলিয়ে যাওয়া । প্রতিটি মানুষেরই এক টি করে বটগাছ থাকে । সেই বটগাছ সকল ঝড়তুফানে আগলে রাখে মানুষ কে নিজের বিশাল শাখা-প্রশাখা দিয়ে । বটগাছ অনেক বিশাল এবং অনেক ক্ষমতা কিন্তু তাই বলে সারাজীবন বটগাছের তলায় বসে থাকলে চলবে না । মাথার উপর ছোট ছাতা মেলে বটগাছের তলা থেকে বেরিয়ে আসতে হবে ।
সকল ঝড়তুফান মোকাবেলা করে নিজেকেই একটি বটগাছ রূপে প্রতিষ্টিত করতে হবে ....
১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
নোবেল হোসেন সাজিদ। বলেছেন: আজকের ছোটো ছাতাই আগামীদিনে বড় ছাতা হিসেবে রুপান্তরিত হবে যদি সেটা মাথার উপরে মেলে ধরে পথচলা শুরু করি ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:৩২
ডরোথী সুমী বলেছেন: ছাতা ছোট হলে অসুবিধা নেই তাইনা? সেতো আমারই। শুভ কামনা রইলো।