![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।
মৃত্যু নিয়ে আমাদের একেকজনের একেকধরনের ভাবনা । কেও হয়ত অনেক চিন্তায় থাকে তার মৃত্যু নিয়ে কেও বা বিন্দুমাত্র চিন্তাই করে না । জীবনটাকে উপভোগ করাই শ্রেয় মনে করে অনেকে । মৃত্যুর পরের জীবন কেমন হবে তা নিয়েও অনেকের চিন্তার শেষ নেই ।
জন্মগ্রহনের মাধ্যমে পৃথিবীতে আসা এবং মৃত্যুবরণ করেই এক্ সময় চলে যেতে হবে । এটা অবধারিত নিয়ম । এটা ডিঙ্গিয়ে কারো পক্ষে অমরত্ব লাভ করা সম্ভব নয় । তবে মানুষ তার কাজের মাধ্যমে বেঁচে থাকতে পারে হাজার বছর ধরে অন্যদের হৃদয়ের মাঝে ।
অনেকে কল্পনার জগতে মৃত্যু নিয়ে ভাবতে ভাবতে মৃত্যু হবার আগেই মৃত্যু যন্ত্রনায় ভুগতে থাকে । আপনজনরা তাকে মনে রাখবে নাকি ভুলে যাবে, সে কি সারাজীবন আপনজনদের মনে গেঁথে থাকবে নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে, এসব ভেবে ভেবে নিজেকে মৃত্যূ যন্ত্রনা দিতে থাকে, যা একদমই ঠিক নয় ।
মৃত্যুটাকে সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দেয়া উচিত । যখন তিনি চাইবেন তখনই না হয় চলে গেলাম । তার আগে যতদিন বাঁচা যায় ততদিন নিজের কাজ গুলোকে সঠিক ভাবে করে যাওয়া উচিত। অঝথা মৃত্যু নিয়ে ভেবে ভেবে মৃত্যু যন্ত্রনায় ভোগার বিন্দু মাত্র কোনো মানে হয় না ।
©somewhere in net ltd.