নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোবেল হোসেন সাজিদ।

স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।

নোবেল হোসেন সাজিদ। › বিস্তারিত পোস্টঃ

“সৃষ্টির পেছনের মানুষ”

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১



না, তার এখন ও অখ্যাত থেকে বিখ্যাত হয়ে ওঠা হয় নি । ছেলেটাকে অনেকদিন ধরেই চিনি। সেই ছোটোবেলা থেকেই নাকি তার আঁকাআঁকির শখ। এই বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও তা করা হয়ে ওঠেনি। আপন মনেই সে এঁকে চলেছে সেই শৈশব থেকে । ছেলেটার ফটোগ্রাফির হাতও বেশ ভালো। তার তোলা ছবি গুলো নাকি বিক্রিও হচ্ছে অনলাইন মার্কেটপ্লেস গুলোতে । খুঁত ধরার বিষয়েও দেখলাম ছেলেটা বড় ওস্তাদ। কে কোথায় কি ভুল করলো, কোন ছবিতে আর কি থাকলে বা না থাকলে আরো বেশি ভালো হত সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করে । কয়েকদিন ধরে ছেলেটা কিছুটা ফুরফুরে মেজাজে আছে, তবে তার মেঘে ঢাকা আকাশটা নাকি পুরোপুরি পরিষ্কার হবার নয় । এক বড় শিল্পীর আঁকা ছবির প্রদর্শনী চলছে, সেখানে নাকি ছেলেটারও কিছু ছবি আছে । তবে সেটা সেই বড় শিল্পীর নামেই প্রদর্শিত হচ্ছে । এতেই সে অনেক খুঁশি। নিজের সৃষ্টির কিছুটা হলেওতো মানুষের কাছে পৌঁছেছে। মানুষ ছবিগুলো দেখে মুগ্ধ হচ্ছে, হোক না সেটা অন্য কারো নামে, তাওতো মনে কিছুটা হলেও প্রশান্তি এনে দিচ্ছে ।

বিঃ দ্রঃ - বিষয়বস্তু সম্পূর্ণ কাল্পনিক। তবে এমন যে হয় না তা কিন্তু নয় । ছেলেটার/মেয়েটার সারারাত ধরে না ঘুমিয়ে আঁকা ছবিটাই হয়তো বা চলে যাচ্ছে বড় কোনো শিল্পীর নামে অথবা কারো উদ্ভাবিত কোনো ফর্মূলা হয়তো টাকার বিনিময়ে চলে যাচ্ছে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে । আমরা শুধু সৃষ্টি গুলো দেখেই মুগ্ধ হই সৃষ্টির পেছনের আসল মানুষ গুলোকে আর দেখা হয়ে ওঠে না আমদের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.