নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যান্বেষী, সত্যভাষী, মনে যা আসে তাই লিখি। তবে কাউকে কষ্ট দিয়ে নই

শাহজাহান নবীন

শাহজাহান নবীন › বিস্তারিত পোস্টঃ

প্রাচীণ ঘরের কবিতা!

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৩৭

ঘুটঘুটে,
আটোসাটো
ঘন জঙ্গল বিশিষ্ট,
বাগানের মধ্যে একটা
নির্জন বাড়ি খুব মিস করছি।
সদ্য বৃষ্টি শেষ হওয়ায় গাছের পাতা
চুয়ে টুপটুপ পানি পড়বে ঝরে পড়া শুকনো
পাতার উপর। নির্জনতায় বৃষ্টির শব্দে মন হারাবে
অদৃশ্য সুরের মুর্ছনায়। হারিকেনের টিমটিমে আলোয়
মৃদু স্বচ্ছ হবে ঘরের দেয়াল। ঝিঁঝিঁ পোকার করুণ ডাকে
বিব্রত হবে কর্ণজোড়া। খুলে রাখা দক্ষিণের এক পাল্লার জানালা
দিয়ে অতিথি হয়ে ঘরে আসবে শীতল বাতাস। যে পরশ বুলাবে গায়ে,
শিরশির করে উঠবে শরীর হালকা হিম বায়ুতে। উত্তরীয় টেনে উঞ্চতাকে
করবো আলিঙ্গন। দুর থেকে ভেসে আসবে অভুক্ত শেয়ালের চিৎকার। শুনবো
শেয়ালের ডাকের প্রতিবাদে বেওয়ারিশ কুকুর গুলোর দম্ভ ভরা হাকডাক। অপলক
চেয়ে রবো সদর দরজা খুলে। এই বুঝি বৃষ্টি নামবে, ফের ভিজে যাবে জারুল ফুলের মুকুল
দেখবো, জলে ভিজে যাওয়া স্যাঁতসেঁতে উঠোন ফুঁড়ে বেরিয়ে আসা কেঁচো যত। চেয়ে রবো অধির
হয়ে, আধো ভেঁজা হয়ে তুমি আসবে ছুটে। আসবে তুমি, হাসেব মৃদু। বিনয়ের সুরে বলবে, অনেকের ঘরেই
তো যেতে হয়, তাই একটু দেরী হয়ে গেল। আর এমন হবে না, কথা দিলাম। সত্যিই তুমি আসলে, তুমি এসেছো
কবিতা। আমার না লেখা সহস্র কবিতা। তুমি এসেছো...........সদ্য চুন লাগানো আমার এই `প্রাচীণ ঘরে`!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.