![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টির শুরু থেকে প্রত্যেকটা জিনিসেই পক্ষে বিপক্ষে মতামত থাকে। কেউ হ্যাঁ, তো কেউ না। এটাই রীতি এটাই নিয়ম। তবে তার ব্যতিক্রম যে নেই তা কিন্তু নয়। বাংলাদেশে রাজনীতি, ধর্ম, বাণিজ্যসহ সব কিছু নিয়েই মানুষ আজ দ্বিধাবিভক্ত। দেশের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের জনগন আজ বিভক্ত। এর পিছনে রাজনৈতিক প্রভাব ব্যাপক ভাবে কাজ করছে। রাজনৈতিক বৈষম্য, প্রভাব বিস্তার, সুবিধা ভোগসহ নানাবিধ কারনে জনগন কয়েকটি ভাগে ছিন্নভিন্ন হয়ে গেছে। ধর্মীয় দিক বিবেচনায়ও মানুষ আজ বিভক্ত। বিশেষ করে মুসলিমদের মধ্যে এই বিভক্তি দৃশমান বেশি। সুন্নী-শিয়া, আলিয়া-কওমী আরো কত যে মত পার্থক্য! এছাড়া ধর্মীয় মৌলিক পার্থক্য তো আছেই। সব থেকে ভয়াবহ বিরোধপূর্ণ অবস্থা সৃষ্টিতে রাজনৈতিক দলের চরমপন্থা বেশ ভাল ভূমিকা পালন করে চলেছে।
তবে এত অনৈক্যের মাঝেও একটা জায়গায় দেশের আপামর জনগন আজ এক ছায়ায়। কোন ভেদাভেদ, রেষারেষি নেই। আছে একসাথে এক মঞ্চে উৎসবের আমেজ। আর সেই আমেজ ফিরে আসে ক্রিকেট মাঠে। টাইগারদের হুঙ্কারে যখন বিশ্ব কেঁপে ওঠে। তখন দেশের হাজার মতের মানুষ এক মঞ্চে উপনীত। আমরাি কি পারিনা আমাদের এই ঐক্যমত দেশ গঠনে, যোগ্য নেতৃত্ব গঠনের কাজে লাগাতে? অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে কি পারিনা ক্রিকেটের এই ঐক্যমতকে পুঁজি করে নতুন ঐক্যমত প্রতিষ্ঠা করতে? সেই অপেক্ষা আর কত দিন????
১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৮
শাহজাহান নবীন বলেছেন: দেশের উন্নয়ণের পিছনে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো যথেষ্ঠ কারণ নয়। বড় ভাই, উন্নয়নের অন্তরায় গুলো আমার আপনার জানা। আর ওই অন্তরায় দুর করতে হলে জাতির ঐক্যমতের বিকল্প নেই। আর এই ঐক্যমতের জন্য একটা স্ট্যান্ড তো দরকার। হোক সেটা ক্রিকেট!
২| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৩
নীল আকাশ ২০১৬ বলেছেন: যেভাবে ক্রিকেটারদের বিজয়ে আলীগ বিএনপি নির্বিশেষে সবাই খুশি হয়, সেভাবেই একজন মুসলিমের সম্মানজনক অর্জন বা বিজয়ে শিয়া সুন্নি নির্বিশেষে সকলেই খুশি হয়। মানব জাতির বড় কোন অর্জনে ধর্ম ও দেশ ছাপিয়ে সকম মানুষই আশান্বিত হয়।
১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:২০
শাহজাহান নবীন বলেছেন: ঠিক বলেছেন। ঐক্যমতের এই ধারা যেদিন রাজনৈতিক ঐক্যে পরিণত হবে। যেদিন এই বাঁধ ভাঙা সারিবদ্ধ জনতা অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়াবে সেদিন দেশ হবে নতুন বাংলা। সেই প্রত্যাশায়....................
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১
হাফিজ রাহমান বলেছেন: ভাইজান ! এখানেও মতবৈচিত্রের উপাদান রয়েছে। অনেকেই বলেন, 'এ ক্রিড়া বিনোদনের পেছনে রাষ্ট্রীয় এত অর্থ বিনিয়োগের লাভ লস কতটুকু তা খতিয়ে দেখা প্রয়োজন। বিশ্বের অতি উন্নত দেশগুলো এ বিনোদনে এতটা মতোয়ারা নয় যতটা মতোয়ারা আমাদের বাংলাদেশ। দেশের উন্নয়নে এ প্রবণতা বাধা কিনা তা বিবেচনা করা প্রয়োজন।' তাদের এ মতামতগুলো আসলে ফেলনা কিনা তা নিয়ে ভাবা প্রয়োজন।