![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলোমেলো পাহাড়ের দেশে,
সমুদ্র পাড় ঘেষা বাঁধের কিনারে,
লোনা পানির বুক চিরে নৌকোর চৌকিতে,
আমি দিন কাটাবো, কাটাবো রাত, কাটাবো দিন!
এভাবে যুগ হবে পার,
কাগজের মলাটে যদি কভু নাম উঠে,
যদি তার চোখে পড়ে ওই নাম খানি,
জানি তিক্ত ঘৃণায় বয়ে যাবে ভর্ৎসনার প্রলাপ!
তবু আমি বেঁচে রবো,
আমি দিন কাটাবো, কাটাবো রাত, কাটাবো দিন।
যেখানে চলবে না তুলনা,
কেউ চোখ মুছবে না হারিয়ে স্বপ্ন সুখ।
যেখানে ভালবাসা থাকবে যার যার, তার তার!
আর আমি তখন দিন কাটাবো,
রাত কাটাবো, কাটাবো দিন!
জানি তা নয় সমীচীন!!!
©somewhere in net ltd.