নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল হাওয়া

নদী পাড়ে স্বৃতির পাতা করে আনাগোনা ।

নদীর তীরে

নদী ও বাতাশ , মনে জাগে অপার ভালোলাগা ।

নদীর তীরে › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনীতি করার অধিকার নেই’

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছে দেশের বিশিষ্টজনরা। তারা বলেছেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় বার বার বাধা সৃষ্টি করছে জামাত ও ছাত্র শিবির৷ এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থানের বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি৷ বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে সেটাই আমরা আশা করি৷ কিন্তু এ দেশের মুক্তিযুদ্ধের সময় যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার সাথে যারা জড়িত, তাদের তো একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না৷’ অতএব তাদের নিষিদ্ধ করার বিষয় নিয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে বলে তিনি মনে করেন৷

অধ্যাপক আরেফিন সিদ্দিক আরো বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বিচারকাজ চলছে, রায় ঘোষিত হচ্ছে৷ এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে, স্বাভাবিক পরিস্থিতিকে অচলাবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই জামায়েত-শিবির চক্র সারা দেশে তা-ব চালাচ্ছে৷ এটি গ্রহণযোগ্য নয় বলে তিনি মনে করেন৷ কোনো গণতান্ত্রিক দেশেই এই ধরণের তা-বলীলা চলতে পারে না৷ বিশেষ করে আইন-শৃঙ্খলার উপর যখন এ ধরণের আঘাত আসে, যে কোনো দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তার বিরুদ্ধে সঠিক অবস্থান নেয়া৷ সাধারণ মানুষের জীবন, সম্মান, মর্যাদা, সম্পদ রক্ষা করার দায়িত্ব সরকারের৷

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.