নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল হাওয়া

নদী পাড়ে স্বৃতির পাতা করে আনাগোনা ।

নদীর তীরে

নদী ও বাতাশ , মনে জাগে অপার ভালোলাগা ।

নদীর তীরে › বিস্তারিত পোস্টঃ

‘টয়লেট খাবার জায়গা নয়, টেলিভিশন ফতওয়া দেয়ার জায়গা নয়।’

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩



ব্যাপারটা খুবই ফিকিরযোগ্য। কেননা টয়লেট এ কেউ কখনো খানাপিনা করে না। এমনকি খাওয়া-দাওয়ার সময় টয়লেট এর কথা বলা বা শুনাটাও ঘৃণার উদ্রেক করে। কেউ কেউ এমনও আছে যাদের সামনে টয়লেট এর কথা বললে খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। কাজেই টয়লেট এ খাওয়া-দাওয়া করা যেমন অশোভনীয়, বেমানান ও নোংরামী; তেমনি টেলিভিশনে ফতওয়া দেয়াও অশোভনীয়, বেমানান ও নোংরামী। ফতওয়া হচ্ছে মহান আল্লাহ পাক উনার এবং উনার প্রিয়তম হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আদেশ-নিষধ মুবারক উনার সঠিক প্রচার-প্রসার, কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের বিধানাবলীর সঠিক সমাধান ও দিক-নির্দেশনা। দ্বীন হচ্ছে সবচেয়ে বেশি পবিত্র। সেই পবিত্র বিষয়ের সমাধানদাতা হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম অতঃপর উনাদের ক্বায়িম-মাক্বাম তথা স্থলাভিষিক্ত হচ্ছেন হযরত হক্কানী-রব্বানী আলিমগণ। সেই হক্কানী-রব্বানী আলিম-উলামাগণ সেই পবিত্র বিষয়কে পবিত্রভাবে প্রচার-প্রসার করে থাকেন।

উনাদের সেই কাজকে গতিরোধ করা কিংবা অন্য ধারায় প্রবাহিত করার জন্য ইবলিসের দোসর, ইহুদী-নাছারাদের মদদপুষ্ট উলামায়ে ‘সূ’রা আগাছা-পরগাছার মতো গজিয়ে উঠে। তারা নিজেকে সমাজে প্রকাশ করার জন্য হালাল-হারামের তমীয করে না। জায়িয-নাজায়িযের তোয়াক্কা না করে ছবি, ভিডিও ইত্যাদিসহ তাবৎ নাজায়িয-হারাম কাজের সমাহার পৃথিবীর নিকৃষ্টতম স্থান এমনকি ইস্তিঞ্জাখানার চেয়েও অধিক অপবিত্র স্থান টেলিভিশনে সেই ফতওয়া দানের নিমিত্তে সমবেত হয় ও ফতওয়া দেয়। নাঊযুবিল্লাহ! সেই অপবিত্র ও নিকৃষ্ট স্থান হতে প্রচারিত ফতওয়া কখনোই সঠিক হতে পারে না। যা প্রকাশ পাবে তা হারাম ও নাজায়িয তথা নিকৃষ্ট ও অপবিত্রই প্রকাশিত হবে এটাই মহা সত্য। মহান আল্লাহ পাক তিনি সেটাই ইরশাদ মুবারক করেছেন, “নাপাক থেকে নাপাক ছাড়া অন্য কিছু বের হয় না।”

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

মদন বলেছেন: টিভির থেকে ব্লগ আরো খারাপ জায়গা। আপনার পবিত্র বানিগুলান এইখানে অপবিত্র হয়ে গেলো যে??? :(

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০

নয়ামুখ বলেছেন: আপনি তো ফতোয়া ব্লগে দিয়ে দিলেন।
যান তওবা করে আসেন।

হাত পবিত্র কারার জন্য গো-মুত্র দিয়ে হাত ধুতে ভুলবেননা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.