![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান আল্লাহ পাক তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে, “নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আর নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে অবস্থান করবে।” নাঊযুবিল্লাহ!
সম্প্রতি ১৯৭১ সালের চিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর তার সমর্থকরা মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এক জ্বলজ্যান্ত মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করছে। এসব মিথ্যুকরা মিথ্যার পরিণতির কোনোরূপ তোয়াক্কা না করে তাদের দলের নায়িবে আমীর যুদ্ধাপরাধী সাঈদীর ছবি চাঁদের ছবির সাথে লাগিয়ে প্রচার করছে। নাঊযুবিল্লাহ!
এটা তো ওইরকম যেরকম কিছুদিন আগে ইন্টারনেটে প্রচার করা হয়েছিলো তাদের দলের আমীর মাওলানা নিজামী মুখ হা করে ছিলো আর একটা ছেলে দাঁড়ানো অবস্থায় তার মুখে পেশাব করছিলো। নাঊযুবিল্লাহ!
কাজেই, ইন্টারনেটে প্রচারিত বিষয়গুলো বাস্তবতার সাথে কতটুকু মিল রয়েছে, তা চিন্তা-ফিকির করতে হবে। কেননা কম্পিউটারের ফটোশপ গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম দ্বারা এ ধরনের একটি কেন শত শত, হাজার হাজার নিজামী, সাঈদী, মুজাহিদ, কাদের মোল্লা, গো’আযমদের চেহারা শুধু চাঁদ কেন গ্রহে, নক্ষত্রে আকাশে, বাতাসে, পানিতে, এমনকি সূর্যের মধ্যেও ভাসিয়ে রাখা যায়। তাই কান চিলে নিয়ে যাওয়ার মতো হুজুগে মেতে চিলের পিছনে দৌড় দেয়া যাবে না।
বিশেষ করে মুসলমান হিসেবে নিজের পবিত্র ঈমান-আক্বীদা ও পরকালের হিসাব দেয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। ভক্ত বা মুহব্বতকারী হতে হবে মহান আল্লাহ পাক উনার এবং উনার মনোনীত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনাদের মনোনীত যাঁরা ওলী-আউলিয়ায়ে কিরাম উনাদের।
যারা ছবি উঠায়, টিভিতে প্রোগ্রাম করে, বেপর্দা, বেগানা মহিলার সাথে একত্রে মিলে মিশে শরীয়তবিরোধী আন্দোলন করে, ভোট, নির্বাচন, হরতাল, লংমার্চ করে এরা আদৌ হক্কানী-আলিম কিংবা ওলীআল্লাহ নয়। বরং এরা হচ্ছে উলামায়ে ‘সূ’ এবং ওলীউশ শয়তান। এরা জাহান্নামী এবং এদের যারা অনুসারী তারাও জাহান্নামী। নাঊযুবিল্লাহ!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৪১
হাঁড় = ঘাঁড় বলেছেন: ধন্যবাদ