নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের জন্য

শেষ বিকেলের আলো...........

নকি৬৯

ভালো আছি ভালো থেকো...।

নকি৬৯ › বিস্তারিত পোস্টঃ

আমাকে একটু সাহায্য করেন আমি মানবাধিকারের সংগা ভুলে গেছি।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

ব্লগার ভাইয়েরা আমি আসলেই মানবাধিকারের সংগা ভুলে গেছি। ভুলে গেছি বললে হইতো মিথ্যা বলা হবে, যেই সংগাটা আমি জানি সেইটা মনে হয় এতোদিন ভুল জানতাম। যদি তাই না হয় তাহলে গত কয়েক দিনে বাংলাদেশের বুকে যা ঘটছে তাতে করে বাংলাদেশের ও বিশ্বের মানবাধিকার কর্মীরা নির্লজ্জের মতো চুপ করে থাকতো না। তাদের কার্যক্রম বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল তাই বলে এতোটা ? যেখানে নিষ্পাপ মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। একজনকেউ তো দেখলাম না একটু প্রতিবাদ করতে। অনেক কিছুই বলতে ইচ্ছা করছে কিন্তু কি লাভ বলেন আমার বলাই কার কি আসে যায়। আমি শুধু দেখে যাবে, নইতো কোন এক নির্জন সন্ধায় তাদের জন্য দু ফোটা চোখের পানি ফেলবো, এর চেয়ে আর কি পারবো। হায়দার হোসেনের একটি বিখ্যাত গানের কথা মনে পরলো --কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি? কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি? তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।। আল্লাহ সবার সহায় হন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.