![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরের ভেতর এক ধরনের ম্লান আলোয় ছেয়ে থাকা নীরবতা। টেবিলের ওপর ছড়ানো নানা রকমের কাগজপত্র, একটা ম্যাপ, আর কয়েকটা ছবি। পুরনো আমলের আসবাব, বাতাসে ভাসছে গরম কফির সুগন্ধ।
ড. হামিদ রেজা বসে আছেন এক কোণে। তাঁর রুপালি দাড়ি আর ধবধবে সাদা ব্লেজার দেখে মনে হয় তিনি যেন সময়ের গণ্ডি পেরিয়ে এসেছেন। তাঁর বয়স কত? পঁচাত্তর? আশি? বলা মুশকিল। কিন্তু চোখের ভেতর বয়স নেই। একেবারে কাচের মতো—স্বচ্ছ, আর ঠাণ্ডা।
মেজর ওমর তাকিন একটু অস্থির হয়ে বসে আছে। সাধারণত সে এমনই থাকে, কিন্তু আজ যেন একটু বেশি।
"মোসাদ এখনো গোলমালে পড়ে আছে," ওমর চায়ের চুমুক দিতে দিতে বলে, "ট্রলারের ব্যাপারটা ধরেছে, কিন্তু ডলফিন নিয়ে এখনো কনফিউজড।"
"হুম," হামিদ রেজার উত্তর সংক্ষিপ্ত, কিন্তু ভারী।
"আমি ভাবছি, তারা যদি জেনে যায়, তখন কী করবে?"
"তারা কী জানে, সেটা গুরুত্বপূর্ণ না। তারা কী বিশ্বাস করতে চায়, সেটাই আসল কথা।"
"কী রকম?"
"মানে, তারা একটা গল্প চায়। শত্রুর একটা মুখ চায়, একটা নাম চায়। মোসাদ ফোন ট্যাপ করে, লোক নামায়, ডেটা খোঁজে। কিন্তু ডলফিন দিয়ে আক্রমণ? এটা তাদের গল্পের মধ্যে পড়ে না। এটা তাদের অস্বস্তি দেয়।"
ওমর একটু হেসে ফেলে। "এখন তো তারা সব জায়গায় লোক লাগাচ্ছে। সোমালিয়া, ইয়েমেন, এমনকি লোহিত সাগরের নিচেও নতুন সেন্সর বসাচ্ছে!"
"বসাক," হামিদ রেজা কাঁধ ঝাঁকান, "যারা তাড়াহুড়ো করে, তারাই বেশি ভুল করে।"
কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে বলেন,
"শত্রুর অপ্রস্তুত জায়গায় আঘাত করো, অপ্রত্যাশিত জায়গায় দেখা দাও। সান জু বলেছিলেন। জানো?"
"না। আপনার নিজের কথা মনে হচ্ছে।"
"আমি বলিনি। শুধু মেনে চলেছি।"
দুজনে কিছুক্ষণ চুপ থাকে। বাইরে থেকে ভেসে আসে একটু দূরের কোনো মসজিদের আজানের সুর। খুব স্পষ্ট নয়, তবু মনে হয় যেন সময় একটু থমকে দাঁড়ায়।
"তারা কি আমাদের খুঁজে পাবে?"
"তারা খুঁজবে। মাটির নিচে, সাগরের তলায়, চোখের আড়ালে থাকা সব জায়গায়। কিন্তু একটা কথা মনে রেখো—কিছু জিনিস ধরা যায় না, শুধু টের পাওয়া যায়।"
"তাহলে আমরা অদৃশ্য হয়ে থাকব?"
হামিদ রেজা মৃদু হাসেন, "এটাই তো সবচেয়ে ভালো উপায়, না?"
"তারা প্রতিশোধ নিতে পারে।"
"নেবে। কিন্তু যারা প্রতিশোধ নেয়, তারা প্রায়ই নিজের পায়ে কুড়াল মারে। আমরা তো কিছু করিনি—শুধু তাদের নিজেদের ভুলটা একটু বাড়িয়ে দেখিয়েছি।"
ওমর একটু থেমে বলে, "তাহলে এখন?"
"এখন শুধু অপেক্ষা। নিঃশব্দে।"
"আপনার হাতে ঘড়ি নেই, তবু কখন কী হবে, আপনি জানেন," ওমর একটু হেসে বলে।
"সময় শুধু ঘড়িতে মাপা যায় না, ওমর। কিছু সময় শুধু অনুভব করা যায়।"
০৬ ই মে, ২০২৫ রাত ৮:০৯
নকল কাক বলেছেন: অনেক ধন্যবাদ .........
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০২৫ বিকাল ৫:৪৮
শায়মা বলেছেন: খুব সুন্দর হচ্ছে ......