![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই রাত্রিকে একপাশে ফেলে অলিতে গলিতে
নেমে আসে প্রাণান্ত বাতাস।
মৃত্যুঘুম বুকের ভেতর গুচ্ছ গুচ্ছ আঁধারের ফোয়ারা,
তবু ইচ্ছে হয় কঠিন কুটিল পাহাড় ভেঙে উঠে আসি
রাশিরাশি সাহসের কনভয়।
আবেশে আশরীর গলিয়ে দেই বালুচরি হিমের ভেতর।
সমস্ত জানালায় উদ্বাহু পাখিদের জায়মান স্বর।
সেই উৎস স্রোতে দুলে ওঠে রহস্য কিঙ্খাব।
ভোর থেকে ভোর, আলোভূক আকাশে চলে নিয়ত ভাসান।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
একজন আরমান বলেছেন:
অনেক ভালো লাগলো মেহেদী ভাই।
কেমন আছেন? চিনতে পেরেছেন আমায়?