নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

মামার মন খারাপ !

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৩

এনায়েত মামার মন খারাপ।কারণ এনায়েত মামার বিয়ে হয়েছে।মামার ইচ্ছে ছিল,বিয়ে করার।ঘটনা ক্রমে তাকে বিয়ে দেয়া হয়েছে। মামা বিস্তর প্রতিবাদ করেছে।বড় প্রতিবাদ স্বরূপ বাসা থেকে লাপাত্তা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি।কনে আর কেউ নয় আমাদের সুমি খালা। এনায়েত মামার খালাত বোন।মামাদের বাসায় আসা যাওয়ার সূত্রে আমাদের সাথে পরিচয়।মামা বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছেন না।আমরাও না।আমরা প্রতিবাদ করছি,আড়ালে আবডালে অভিভাবকদের মুন্ডুপাত করছি।৩দিনে মামার ওজ়ন কমেছে ৩ কেজি।আমাদের কমেছে গ্রাম হিসেবে।এভাবে চলতে থাকলে তো মামা আমার ২মাস ১০ দিনে নাই হয়ে যাবে!! আর আমরা? আমরা তো দুব্বল হয়ে যাবো।মামার শোক বেশি মামা বোন কে বউ বলতে পারছেনা আর আমরা খালা কে মামী তে প্রমোশন দিতে পারছি না, এটা কি কম বড় দুঃখের বিষয়!! অভিভাবকগন এমন মেয়ে বউ হিসাবে পাওয়া ভাগ্যের বিষয়। ভালো কথা। সুপাত্র খুজে এনে বিয়ে দাও। না তা না আমাদের মামাকে ধরে নিয়ে বিয়ে দিলো…………………… মামার মন খারাপ কমানোর একটাই উপায় খুজে বের করা হল………………………… চাদা তুলে মামাকে ঘুরতে পাঠান। এখন ত টিকিট কাটতে হবে ২টা………………… মামার খাতিরে সেটাও মেনে নিলাম……………………………৭দিন পরে, মামা ফিরে এলে বাকি গল্পটা জানা যাবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০০

শহুরে আগন্তুক বলেছেন: দুব্বল শব্দটা সবচেয়ে বেশী ভালো লাগলো =p~ :D :#)

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা, আপনি তো দেখি খুঁজে পেতে বেশ দারুন একটা শব্দ পেয়েছেন। মনোযোগী পাঠক, বোঝা গেল !

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় রসোত্তীর্ণ ছোটগল্প। ভালো লাগলো।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: মামার বাকী গল্পটা কোথায় পাবো?

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

নান্দনিক নন্দিনী বলেছেন: আমি-ই লিখবো, ব্লগেই পাবেন……………… ধন্যবাদ

৪| ১১ ই মে, ২০১৬ দুপুর ১:১০

রুদ্র জাহেদ বলেছেন: কারণ এনায়েত মামার বিয়ে হয়েছে।মামার ইচ্ছে ছিল,বিয়ে করার। :) মাঝে মাঝে এরকমটাই সর্বোত্তম।পরের গল্প পড়ব।লিখেছেন?

১৬ ই জুন, ২০২০ রাত ১:৩৬

নান্দনিক নন্দিনী বলেছেন: না ভাই, এখনো লিখিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.