নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

এখন আর চশমা পরিনা, ল্যাসিক করিয়ে নিয়েছি...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২



ভীষণ মন খারাপ নিয়ে অর্নকের অভিযোগ, মানুষ কত স্বার্থপর হতে পারে আপনার কোনো ধারনা আছে? আজ ৩৪৪ দিন হয়ে গেল অদিতি আমাকে একটা ফোন দেয়ার প্রয়োজন বোধ করলো না! অথচ আমি কি না করেছি ওর জন্য। ওর সবথেকে খারাপ সময়ে ধৈর্য্য ধরে পাশে থেকেছি। প্রতিদিন বোঝাতাম। একই বিষয় নিয়ে প্রতিদিন ওকে বোঝাতাম!

- অর্নক বিষয়টা স্বার্থপারতা নয়, হবে স্বার্থ সচেতনতা। তুই বিনিময়ে কিছু পাবি বলে করেছিস তো তাই কষ্ট পাচ্ছিস। এটা মানুষের মনের অন্ধকার দিকের পরিচয়। প্রত্যেক দু’জন মানুষের নিজস্ব একটা পৃথিবী থাকে। সেখানে থাকে অনেক অনেক গল্প কথা। থাকে বর্তমানের চাওয়া-পাওয়া। আর অনাগত দিনের রঙ্গীন স্বপ্ন। শুদ্ধ-আশুদ্ধ মুহুর্ত। অপেক্ষা থাকে, উপেক্ষা থাকে। দেখা না-দেখা বিকেল থাকে। রাখা আবদার, না-রাখতে পারার অনুতাপ। সেই সব আবেগের অনুবাদ জানে কেবল তারাই।

আচ্ছা একটা ঘটনা বলি শোন, তোর ভাইয়াকে চমকে দেবো বলে বলিনি, চশমা নিয়েছি। যথারীতি সে এসে অবাক হলো, তুমি চশমা নিয়েছো? আমিও ভাব ধরলাম দূরে দেখতে সমস্যা হচ্ছে। তারপর অভ্যাস না থাকলে যা হয়, পাঁচ মিনিটের মাথায় চশমা হাতে তারপর ঘাসের উপর ফেলে চলে এলাম। পরে সেই-ই সেই চশমা খুঁজে দিয়েছি্লো। দ্বিতীয় বার রেস্টুরেন্টের টেবিলে রেখে চলে আসছিলাম। ওয়েটার ডেকে ফেরালো, ম্যাডাম আপনারা বোধহয় কিছু ফেলে যাচ্ছেন। তৃ্তীয় বার দেখা, আমি চশমা খুলে হাতে নিতেই তোর ভাইয়া সেটা চেয়ে নিলো। নিয়ে বুক পকেটে রেখে দিলো। বললো, আর হারানো যাবে না। পরো না যখন তখন সাথে আনো কেন? আমি বলেছিলাম তুমি কাছে থাকলে আমার দূরে দেখার দরকার কি।

আমাদের বিচ্ছেদের পর আমি নিয়মিত চশমা হারাতাম। তোর ভাইয়ার প্রতি আস্থা ছিলো, আমার প্রেমের অভ্যাস। নিয়মিত চশমা হারানোর ঝামেলা থেকে মুক্তি পেতে এখন ল্যাসিক করিয়েছি। তার মানে কি আমি তাকে ভুলে গেছি? না। অভ্যাস থেকে মানুষ এত দ্রুত বের হতে পারে না। ভুলে যেতে একটা জীবন লাগে। মনে করতে হয় না, বরং অকারনেই মনে পড়ে যায়। "কেউ কেউ থেকে যায়, বুকে নিয়ে ব্যাকুল আগুন"।

আমাকে প্রথম শাড়ী পরা দেখে তোর ভাইয়া বললো, শাড়ী পরলে তোমাকে অন্য রকম লাগে। বিয়ের পর শাড়ী মাস্ট। সালোয়ার কামিজ পর চলবে না। আমিও বলে ফেললাম, তাহলে তো জানালায় ডাবল পর্দা মাস্ট! আমার হাতে এই যে কাচের চুড়ি গুলো দেখছিস সেগুলো আমার হাতেই ছিলো, যেদিন তোর ভাইয়ার সাথে আমার শেষ বার দেখা হয়। রেখে দিয়েছি। মাঝে মধ্যে বের করে হাতে পরি। আজ অনেক দিন বাদে পরলাম। স্মৃতিকে জয় করা, ত্যাগ করে এগিয়ে যাওয়া নিদারুন কঠিন, কষ্টকর একটা কাজ।

মনে রাখা কিংবা ভুলে যাওয়া মানুষের খুব সহজাত একটা বিষয়। যার জন্য আজ আক্ষেপ করছিস। একদিন ঠিক-ই সেগুলোকে উপেক্ষা করতে শিখে যাবি। কেউ যদি ভুলে গিয়ে ভালো থাকে তাহলে আক্ষেপ করতে নেই। স্মৃতি নিয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের তা যদি তুই জানতিস!

সম্পর্ক শেষ করা-ই বরং সহজ..................
সম্পর্কদের বাঁচিয়ে রাখতে হয়,
সম্পর্ক গুলো বেঁচে থাক !!

পুনশ্চঃ শুভ কামনা প্রত্যেক দু’জন মানুষের জন্য। সুখ-দুঃখ একসাথে নিয়ে পাশাপাশি ভালো থাকুক।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১

ক্লে ডল বলেছেন: সুন্দর!

সম্ভবত আগে একবার পোষ্ট করেছিলেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!!

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: ভুলে যেতে একটা জীবন লাগে ........... ঠিক বলেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)
ধন্যবাদ !!!!!

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ !!

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

আনিসা নাসরীন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

নান্দনিক নন্দিনী বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ আনিসা,
ভালো থাকবেন ....... অনেক- অনেক !!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ !!

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

নান্দনিক নন্দিনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :)

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

সাহসী সন্তান বলেছেন: এখন আর আপনার পোস্টে মন্তব্য করতে ভাল লাগে না, কারণ প্রতিউত্তরে আগের সেই জোশটা আর পাই না! হুট করেই আপনি যেন অনেকখানি বদলে গেছেন! এটার যে কি কারণ আমি জানি না, তবে সত্যিটা বলে ফেললাম; আশাকরি কিছু মনে নিবেন না!

যাহোক লেখটা ভাল ছিল! কেমন আছেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

নান্দনিক নন্দিনী বলেছেন: মন্তব্যটা পড়ে অনেকক্ষণ ভাবলাম ........
খুব কাছের মানুষরাই পরিবর্তন গুলো ধরতে পারেন এবং আপনি সেটা পেরেছেন।
আশেপাশের কোনো কিছু-ই ঠিক নাই। কিছছু না।

"কেমন আছেন" প্রশ্নটার অনেক বড় একটা উত্তর দিতে ইচ্ছে করছে। কিন্তু সেটা আজ না। আরেক দিন, কোনো একদিন, নিশ্চয় দিবো।

আমি কিছু মনে করিনি। বরং আমার ভালো লেগেছে।
ক্যারিয়ারের খরা কাটিয়ে খুব তাড়াতাড়ি ফর্মে ফিরছি, ইনশাআল্লাহ।

অনেক অনেক ভালো থাকবেন সাহসী সন্তান (এই নামে একটা বাংলা সিনেমা আছে!) :) :)

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

আরজু পনি বলেছেন:
গল্পটা পড়ে কেমন যেনো ভোতা অনুভূতি পেয়ে বসেছে আমায়। লিঙ্কটা নিজের কাছে সেভ করে রাখলাম পরে আবার পড়বো আশায়।

আপনার ভালো থাকার চেষ্টা সফল হোক...এবং একসময় দেখবেন ভোতা অনুভুতিগুলোতে পাশ কাটিয়ে আপনি ঠিকই ভালো আছেন।

অনেক শুভকামনা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

নান্দনিক নন্দিনী বলেছেন: আরজু আপু,
আমি ব্যক্তিগত বিষয়াদি নিয়ে বিক্ষিপ্ত নই, বরং সমষ্টিগত কিছু বিষয়ে হতাশ। এতো আনরেষ্ট সিচুয়েশন আর ভাল লাগছে না। প্রত্যাশা অনুযায়ী কিছুই হচ্ছে না। কেবল মরীচিকা !!

আলহামদুলিল্লহা, অনেক অনেক ভাল আছি।
শুভ কামনার জন্য ধন্যবাদ আপু। আপনিও ভাল থাকবেন :)

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

আনু মোল্লাহ বলেছেন: আমার কাছে ভাল লেগেছে :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

নান্দনিক নন্দিনী বলেছেন: গল্প, পাঠকের ভালো লাগলেই লেখকের পরিশ্রম সার্থক হয়।
ধন্যবাদ আনু মোল্লাহ ভাই।
ভালো থাকবেন।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২১

আলোরিকা বলেছেন: 'শুভ কামনা প্রত্যেক দু’জন মানুষের জন্য। সুখ-দুঃখ একসাথে নিয়ে পাশাপাশি ভালো থাকুক ' ---- :) একাকী যারা তারাও তাদের মত ভাল থাকুক :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: আলোরিকা, জানেন বোধহয়
"ঈশ্বর শুদ্ধ, কেননা ঈশ্বর নিঃসঙ্গ"।

আপনি যেহেতু চাইছেন তবে তাই হোক, থাকুক ভালো!!

অনেক দিন বাদে আপনার দেখা পেলাম। কেমন আছেন?

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

নীল-দর্পণ বলেছেন: স্মৃতি নিয়ে বেঁচে থাকা সত্যিই খুব কষ্টকর !
ভাল লাগল অণুগল্প

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

নান্দনিক নন্দিনী বলেছেন: অনেক ধন্যবাদ নীল-দর্পন !!!

প্রোফাইল ফটোর এই গুল্লু-মুল্লু পিচ্চিটা কি আপনি? :)

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

রাতু০১ বলেছেন: পৃথিবীকে আমি ভাসা ভাসা দৃষ্টিতে দেখেছি
জীবন গ্রন্থের কয়েকটি পাতা উল্টিয়েছি।
সুন্দর মনখারাপ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

নান্দনিক নন্দিনী বলেছেন: একটু কষ্ট করে, গভীর অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে ভালো হয়না? :)

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!!!

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: নান্দনিক নন্দিনী ,



অদ্ভুত সুন্দর একটা গল্পের ছলে জীবনের কিছু কিছু সত্য তুলে ধরেছেন ।

নিটোল একটি সত্য --- ভুলে যেতে একটা জীবন লাগে। তবে যদি তেমন কেউ হয় ।

সম্পর্কদের বাঁচিয়ে রাখতে হয়............ এ হলো তেমন এক জীবনবোধ । সবার এরকম বোধ হয় কিনা জানিনে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

নান্দনিক নন্দিনী বলেছেন: আহমেদ জী এস,
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ!
নিটোল সত্যের সাথে যে, তবে "টুকু" যুক্ত করে দিয়েছেন সেটাই মানুষজনকে মনে রাখার পূর্বশর্ত ।

জীবনবোধ গুলো-ই তো জীবনের আলোকবর্তিকা। সবার না হলেও কারো কারো তো এরকম বোধ হয় নিশ্চয়!!

ভালো থাকবেন :)

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২

এডওয়ার্ড মায়া বলেছেন: লাইন টা দারুন ;)

পরো না যখন তখন সাথে আনো কেন? আমি বলেছিলাম তুমি কাছে থাকলে আমার দূরে দেখার দরকার কি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ এডওয়ার্ড মায়া!
ভালো থাকবেন :)

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

মেহরাব হাসান খান বলেছেন: এটা কি জীবন থেকে নেয়া?!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: পাঠকের কী ধারনা?

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩

মেহরাব হাসান খান বলেছেন: এটা কি জীবন থেকে নেয়া?!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:২৭

নীল-দর্পণ বলেছেন: হুম গুল্লু মুল্লু পিচ্চিটা আমি। :``>>

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৯

নান্দনিক নন্দিনী বলেছেন: মাশ আল্লাহ , অনেক কিউট !!

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩২

কল্পদ্রুম বলেছেন: ভালো লাগলো।

'সম্পর্ক শেষ করা-ই বরং সহজ..................
সম্পর্কদের বাঁচিয়ে রাখতে হয়,
সম্পর্ক গুলো বেঁচে থাক !!'

সকল ভালো লাগার সম্পর্কগুলো বেঁচে থাক।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪১

নান্দনিক নন্দিনী বলেছেন: থাক তবে !!

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩

মিহাল রাহওয়ান বলেছেন: ৬৮০ কোটি মানুষের ১৩৬০ কোটি মুখোশ!

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: আমাকে এবং আপনাকে, দু'জনকেই গুনেছেন তো ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.