নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

জীবনের কাছে আমি জীবনকে চেয়েছি…

১৫ ই জুন, ২০২০ রাত ৮:৩৭



বিবেকানন্দ: আমি অবসর খুঁজে পাচ্ছি না। জীবন আমার জন্য কঠিন হয়ে উঠেছে।
রামকৃষ্ণ: কাজ তোমাকে ব্যস্ত করবে কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে।
বিবেকানন্দ: জীবন এখন কেন এতো জটিল?
রামকৃষ্ণ : জীবনের বিশ্লেষণ বন্ধ করো। এটা জীবনকে আরো জটিল করে তোলে।
বিবেকানন্দ : কেন আমরা অসুখী?
রামকৃষ্ণ : উদ্বেগ তোমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাই তোমরা অসুখী।
বিবেকানন্দ : কেন ভালোমানুষ সবসময় কষ্ট পায়?
রামকৃষ্ণ : ঘর্ষণ ছাড়া হীরা মসৃ্ন করা যায় না। আগুনে না পুড়লে স্বর্ণ বিশুদ্ধ হয় না। ভালোমানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়, তিক্ত নয়।
বিবেকানন্দ : আপনি কি বলতে চাচ্ছেন যে এইরকম অভিজ্ঞতা উপকারী?
রামকৃষ্ণ : হ্যাঁ। সবসময় অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতোন। যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে এবং পরে শিক্ষা দেয়।
বিবেকানন্দ : অনেক সমস্যার কারণে আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি…
রামকৃষ্ণ : যদি তুমি বাইরে তাকাও তাহলে বুঝবে না কোথায় যাচ্ছো। যদি ভেতরটা দেখো, তুমি বুঝতে পারবে তুমি কোথায় যাচ্ছো। চোখ আমাদের দৃষ্টি দেয়, আর হৃদয় দেয় অন্তর্দৃষ্টি।
বিবেকানন্দ : ব্যর্থদের চলার পথ কী বেশি কষ্টদায়ক?
রামকৃষ্ণ : সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ আর সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত।
বিবেকানন্দ : কঠিন সময়ে, কীভাবে আপনি অনুপ্রাণিত থাকেন?
রামকৃষ্ণ : সর্বদা তুমি কতদূর যেতে পেরেছো তা দেখো, কতদূর যেতে পারোনি তা হিসাব করতে যেয়ো না। তোমাকে কারা ভালোবাসে সবসময় তা দেখো, কে ভালোবাসে না তা হিসাব করতে যে্যো না।
বিবেকানন্দ: মানুষের কোন দিকটা আপনার অবাক লাগে?
রামকৃষ্ণ : মানুষ যখন করে তারা অভিযোগ করে ‘এত কষ্ট কেন আমাকে দেওয়া হলো’। কিন্তু তারা যখন সফল হয় তখন তারা কখনো বলে না ‘এই সফলতা কেন আমাকে দেওয়া হলো’।
বিবেকানন্দ : কীভাবে আমি জীবন থেকে সেরাটা পেতে পারি?
রামকৃষ্ণ : তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও। আস্থার সাথে বর্তমানটা যাপন করো। আর ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।
বিবেকানন্দ : একটি শেষ প্রশ্ন। কখনো কখনো আমি মনে করি, আমার প্রার্থনার উত্তর দেওয়া হয় না।
রামকৃষ্ণ : সব প্রার্থনার উত্তর দেওয়া হয়। বিশ্বাস রাখো, ভয় ত্যাগ করো। জীবন কোনো সমস্যা নয় যে, সমস্যার সমাধান করতে হবে। বিশ্বাস করো; যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয় তবে জীবন বিস্ময়কর সুন্দর। পৃথিবী কত সুন্দর এটা যে কেউও তোমাকে বোঝাতে পারবে। কিন্তু এর মধ্যে খুব কম মানুষই তোমাকে বোঝাতে পারবে যে, তুমি পৃথিবীতে কত সুন্দর।

জীবনের হতাশা নিয়ে স্বামী বিবেকানন্দ গেলেন রামকৃষ্ণ পরমহংসদেব’এর কাছে। তাঁদের কথোপকথন অনুসরণ করে উপরের অনুলিপি।

দু’লাইন গান দিয়ে শেষ করি…
কফিকাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন, চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন,
ভালো হয় যদি সঙ্গে আনো দিন যেকোনো রাতে… জানি দেখা হবে।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ রাত ১০:০১

কল্পদ্রুম বলেছেন: স্পেনিশ একটি সিনেমা আছে Euthanasia নিয়ে।Mar adentro। ইংরেজি টাইটেল Sea inside।

১৫ ই জুন, ২০২০ রাত ১০:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: সময় করে অবশ্যই দেখবো।
ধন্যবাদ

২| ১৫ ই জুন, ২০২০ রাত ১০:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! নিয়মিত লিখতে থাকুন। তাহলে আমরা কিছু মানসম্মত লেখা পড়তে পারবো।


ধন্যবাদ নান্দনিক নন্দিনী।

১৫ ই জুন, ২০২০ রাত ১০:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।

চেষ্টা করবো

৩| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:২৫

নেওয়াজ আলি বলেছেন: গুজারিশ ছবিটা অনেক আগে দেখেছি । লেখাটাও অসাধারণ ।

১৫ ই জুন, ২০২০ রাত ১১:২৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!

৪| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: নায়িকা সংবাদ মুভিটা দেখেছি। ভালো মুভি।

১৫ ই জুন, ২০২০ রাত ১১:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: ভালো লেগেছে না?

৫| ১৯ শে জুন, ২০২০ সকাল ১১:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক থটফুল। বয়স হলে মানুষ একা হয়ে যায়। দীর্ঘদিন অসুস্থ থাকলেও। তখন জার্নিটা আর ভালো লাগে না।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: রূপকার্থে জীবনটা একটা নকশীকাঁথা। এখানে জীবনের গল্পগুলো নিখুঁতভাবে সবাই ফুটিয়ে তুলতে পারে না।
একা মানুষেরও একটা নিজস্ব জগৎ থাকে। তাকে অন্তত অন্যের সাথে একত্রে থাকার ভান করতে হয় না।
ভাল থাকবেন মাঈনউদ্দিন মইনুল ভাই।

৬| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: চিন্তার খোরাক পেলাম। লেখাটির জন্য ধন্যবাদ :)

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:২২

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স।
সময় পেলে চলচ্চিত্রগুলো দেখতে পারেন।
ভাল থাকবেন।

৭| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০৯

নীল আকাশ বলেছেন: Around you, eighty percent people do not care about your pain and rest twenty percent are happy for your pain.
Life is single no return journey. All you have to start but fate will take you to multi verse.

১৯ শে জুন, ২০২০ রাত ১০:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: We should train our mind to see the GOOD in every situation.
Thank you!

৮| ২০ শে জুন, ২০২০ রাত ৯:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবনের ভ্রমণকে সবারই উচিত আনন্দদায়ক করার চেষ্টা চালানো। তবে ভ্রমণে সব কিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না এইটা হলও সমস্যা।

২০ শে জুন, ২০২০ রাত ১০:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.