![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫২র ভাষা আন্দোলন শুধু জাতির বিভেদ নয় বরং ভাষার ব্যাপারটা ছিল মূখ্য । আমরা বাংলা ভাষায় কথা বলি মনের ভাব বিনিময় করি। আজ বিশ্বটা গ্লোবাল ভিলেজে পরিনত হয়েছে প্রযুক্তির দিন-দিন উন্নতির ফলে। নিত্য নতুন প্রযুক্তি বলতে গেলে আজ সবার হাতে হাতে। সোস্যাল মিডিয়ার অবদানে দূর প্রবাসের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ খবরাখবর আদান প্রদান সহজতর হয়েছে। একটি কথা অত্যন্ত দুখের সাথে বলতে হয় যে সকল কর্মউদ্যোমি তরুণ যাদের মাঝে কিছুর করার সাহস ও শক্তি রয়েছে তারা আজ ইন্টােরনেট,ফেইসবুক আর অন্যান্য সফটওয়ার নিয়ে প্রয়োজনের চেয়ে অধিক সময় অপচয় করছে। অথচ বাংলা ভাষার বানান রীতিতে যত্মের যথেষ্ট উদাসীনতা পরিলক্ষিত হয়। কিস্তু কেন আমরা যে বাংলাভাষী এ ভাষার সৌধ রচিত হয়েছে শহীদদের তাজা খুনে। ভাষার বানানে উদাসিনতা আর শহীদ মীনারে ফুল দেয়া প্রকৃত পক্ষে কি শ্রদ্ধার প্রকাশ?
আসুন এ ভাষার মাসে প্রতিজ্ঞাবদ্ধ হই। আজ হতে বিশুদ্ধ বানান ও সঠিক উচ্চারণ হবে আমদের ভাব প্রকাশের নিত্যসঙ্গী। ভাষাশহীদ সহ সকল শহীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করছি।
©somewhere in net ltd.