নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা শুনতে হয়! মনই হচ্ছে ঈশ্বর ! !

ভাবতেসি!

পাপী

আমি ভাঙ্গার জন্যই গড়ি, গড়ার জন্য ভাঙ্গি ।। নিয়ম আমার জন্যে না, আমি নিয়মের জন্যও না ।। ---------------------------------- Follow Me- http://facebook.com/saifimam http://twitter.com/saifimam

পাপী › বিস্তারিত পোস্টঃ

...::{লুকিয়ে : অর্নব}::....

২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৯









শীতের সন্ধ্যায়, আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা

তারার নিচে, বাতাস বয়ে যায়, আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা

সময় কি আমাদের স্বপ্ন দেখাবে, নাকি নিয়ে যাবে আরও দূরে

চল ভাবি এই আশাতে একসাথে হাত ধরে

সেই রোদ জ্বলা মিষ্টি শীতে ভোরে বিকেলে.....।



আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা

আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা



এত কিছু কি আমাদের আজ হওয়ার কথা

ভাবছি যা, সময় তা নিয়ে যায় অযথা



সময় কি আমাদের স্বপ্ন দেখাবে, নাকি নিয়ে যাবে আরও দূরে

চল ভাবি এই আশাতে একসাথে হাত ধরে

সেই রোদ জ্বলা মিষ্টি শীতে ভোরে বিকেলে.....।



- অর্নব



[গানটা আমার ভালো লাগে তাই সবার সাথে শেয়ার করলাম, গিটারের কর্ড দেয়া আছে, বাজিয়েও দেখতে পারেন। ডাউনলোড]



B………F#..B……….F#................E…………B

শীতের সন্ধ্যায়, আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা

B……..F#..B……E………………F#.................E………..B

তারার নিচে, বাতাস বয়ে যায়, আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা

B…………F#....E……F#..B………F#....E…F#

সময় কি আমাদের স্বপ্ন দেখাবে, নাকি নিয়ে যাবে আরও দূরে

B…………..F#..........E……..F#

চল ভাবি এই আশাতে একসাথে হাত ধরে

B…………F#........E….F#......B..F#..E

সেই রোদ জ্বলা মিষ্টি শীতে ভোরে বিকেলে.....।



B…………F#..........E………B

এত কিছু কি আমাদের আজ হওয়ার কথা

B…………..F#........E…..B

ভাবছি যা, সময় তা নিয়ে যায় অযথা



মন্তব্য ১৬ টি রেটিং +৮/-১

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১০

লিপিকার বলেছেন: এই গানটা খুব খুব খুব ভালো লাগে.......অসাধারণ সুর গানটার :)

২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১২

পাপী বলেছেন: কি-বোর্ডের হাল্কা একটা সুর আছে। খুবই ভালো লাগে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৪

টুশকি বলেছেন: এটা কোন অ্যালবামের গান???

২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৭

পাপী বলেছেন: "ডুব" এলবামের।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬

জোহান বলেছেন: অ্যালবামের সব গান ভাল না তয় এইটা ভাল

২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪১

পাপী বলেছেন: দশ নং ট্র্যাকের চাই শিরোনামের গানটিও ভালো

৪| ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩২

নিঃসঙ্গ বলেছেন: অর্নবের গান মোটামোটি সবই ভালো লাগে :)

২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৫

পাপী বলেছেন: অর্নব কে ভালা পাই! :) ও "ফাইট্টা যায়" গাইলেও ভালো লাগবে। অন্ধ ভক্ত।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০১

পুংটা বলেছেন: গত হপ্তায় একখান ঢেল ল্যাপট্যাপ কিনছি কাজ কামের সুবিধার লাই। গতকাল গ্রামের ফোন লইছি নেটের কারনে। এমনি পাইপে পানি নাই তারপর দেখি আবার সামুর ইংরেজী লেখা বক্স দেখায়। ল্যাপট্যাপ আমার লগে পুংটামি করতাছে। গানের কর্ডগুলান বাক্সে বাক্সে বন্দি হইয়া আছে। মেজাজ খারাপ। সংগ্রহে রাখলাম। পরে উদ্ধার করমু। চালাইয়া যাও, থামবা না।

২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩

পাপী বলেছেন: ব্যাপার না। উদ্ধার অভিযানে নামেন। গানের কর্ড আরও আসিবেক। থামিবেক নহে ;)

৬| ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২

পুংটা বলেছেন: হালায় অহন দেখি প্রিয়কেও রাখতে দিতাছে না। ওকে, নরকের পাপি- পরে দেখা হবে।

২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৬

পাপী বলেছেন: ওখে! ছি ইউ ছুন!! ;)

৭| ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭

রাস্তার ছেলে বলেছেন: শোনা হয়নি।

২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

পাপী বলেছেন: শুনে দেখেন। ডাউনলোডের লিঙ্কতো দিলামই। ভাল লাগবে আশা করি।

৮| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৫

নুশেরা বলেছেন: শুভ নববর্ষ নপা!
নতুন বছরে নরকে স্বর্গীয় পরিবেশ বিরাজ করুক :D

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭

পাপী বলেছেন: নরকে স্বর্গীয় পরিবেশ? হা হা চে প গে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.