![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরুন, আপনার স্ত্রী তার বাপের বাড়ি যাবারঅনুমতি চাইলো।
আপনি যদি না করেন, স্ত্রী বলবে," আমাকে তুমি চাকরাণী পাইছ সারাজীবন সংসারের কাজকর্ম করেই যাচ্ছি। একদিন বাপের বাড়ি যেতে চাইলে, এটাও না করবে। পাইছো টা কি তুমি?"
আর অনুমতি চাওয়া মাত্রই, আপনি যদি হাসিমুখে অনুমতি বউ বলবে,
"ও… আমি চলে গেলে, তুমি খুব খুশি। তাই না? এমন একটা ভাব
করছো যে, আমি বাপেরবাড়ি গেলেই তুমি বাঁচো!"
আপনার বউকে নিয়ে কোথাও যদি বেড়াতে না যান,
বউ বলবে,"আচ্ছা, আমাকে কি তোমার মানুষ মনেহয় না? আমারওতো ইচ্ছা হয়, মাঝে মাঝে বেড়াতেযাই,কোথাও থেকে ঘুরে আসি!"
আর আপনি যদি নিজে থেকেই বউকে নিয়ে বেড়াতে যাবার কথা বলেন, বউ বলবে," তুমি ভাবছো, আমি কিছু বুঝি না? পার্কে, বিচে বেড়াতে গেলেই তো ওইখানে সুন্দরসুন্দর মেয়ে দেখতে পাবে।এজন্যই
বেড়াতে যাবার জন্য এত পাগল হইছো!"
আপনার স্ত্রী খুব সুন্দরকরে সাজগোজকরলো।
আপনি যদি কোন মন্তব্য না করেন,স্ত্রী বলবে,"আমার দিকে তোমার কোননজরই নেই! আমার বয়স কি খুববেশিহয়ে গেছে?"
স্ত্রীর সাজগোজ দেখে যদি বলেন, "ওয়াও!
তোমাকে আজকে বোম্বের নায়িকা জরিনার চেয়েও সুন্দর লাগছে! আকাশের পরীরাও তোমাকে দেখলে লজ্জা পাবে! আমার কি সৌভাগ্য!" স্ত্রী বলবে "হয়েছে,হয়েছে, আর ন্যাকামি করতে হবে না! সারা দিন খোঁজ খবর নাই।
এখন আসছে ন্যাকামি করতে!"
আপনার বউ ৩ ঘন্টা ধরে স্টার জলসা দেখছে। আপনি খবর দেখার কথা মুখেও আনতে পারছেন না।
আপনি হাসিমুখে বললেন,"ভালো, ভালো,
দেখতে থাকো। আমি বাইরে থেকে ঘুরে আসি।" স্ত্রী বলবে"তুমি আমাকে টিচ্ কর, রিমোট নাও। আর কোন দিন টিভির সামনে আসবো না!"
আর আপনি যদি বউকে বলেন,"দাও তো, খবরটা দেখি।" বউ বলবে, "সারাদিন সংসারের কাজ করি। এখন একটু টিভি দেখছি! এটাও তোমার সহ্য হচ্ছে না।"
(collected from fb)
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪
অপরিচিত অতিথি বলেছেন: শুভ নববর্ষ
২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
শ্রাবণ জল বলেছেন: অপ্রিয় সত্য
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪
অপরিচিত অতিথি বলেছেন:
৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২
সোহাগ সকাল বলেছেন: হেহেহে! তা যা বলেচেন দাদা!
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫
অপরিচিত অতিথি বলেছেন: খাটি কথা
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৬
অপরিচিত অতিথি বলেছেন:
৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৭
অদৃশ্য বলেছেন:
হাহ হাহ হাহ... ভালো লিখছেন... সত্য কথা যেমন তিতা তেমন মিঠাও বটে...
শুভকামনা...
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৬
অপরিচিত অতিথি বলেছেন: ধন্যবাদ । আপনাকেও শুভকামনা।
৬| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪
শেখ আজিজুর রহমান বলেছেন:
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৭
অপরিচিত অতিথি বলেছেন:
৭| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
উদদিন বলেছেন: বেশ মজার গল্প এবং আমার ধারনা "আপনি সত্যি ও বাস্তব-ঘটনা-টা"ই তুলে ধরেছেন" , এই ..চ.ু যু ...প ..... আমার স্ত্রী আসছে !
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪
অপরিচিত অতিথি বলেছেন: আমি কি ভয় পামু নি ভাই?
৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্য সব সময় তিতা হয়। অর্ধযুগ পেরিয়ে গেল নতুন পোস্ট দিবেন না ?
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ