নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

মিথিলা... - ভার্চুয়াল ক্যারেক্টার?

১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১২:৫২

আমাদের বেশ কয়েকজন ব্লগারের অনুরোধের প্রেক্ষিতে আমরা সমপ্রতি আমাদের ডেটাবেজে একটি সার্ভে চালিয়েছি এই ব্যাপারে। এবং মজার ব্যাপার হল মিথিলা নামক ব্লগারের সব গুলো পোস্ট এবং কমেন্ট এর আইপি অ্যাড্রেস এর লোকেশন হল হংকং। তার মানে আইএসপি হল বাংলাদেশের, একটিও নিউ ইয়র্ক বা ইউএসএর নয়। এর আরেকটি মানে দাঁড়ায় যে মিথিলা বলে আসলে কেউই ছিলনা। সম্ভবত এটি একটি ভার্চুয়াল ক্যারেক্টার।



তার পরেও, আপনারা সবাই পছন্দ করেছেন মিথিলার পোস্ট। সহানুভুতি দেখিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে। একজন প্রিয় ব্লগারের হারিয়ে যাওয়ায় সবার অনুভুতি যা হওয়ার কথা ছিল তাই হয়েছে।



আমরা মিথিলার লিংক স্টিকি থেকে সরিয়ে দিচ্ছি। মাহমুদ হাসান রুবেল, আপনি যদি কিছু বলতে চান এব্যাপারে তাহলে আমরা বলব উপযুক্ত প্রমান ছাড়া আমরা এ ব্যপারে আর কিছু করতে অপারগ। ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১৯৪ টি রেটিং +২৭/-১

মন্তব্য (১৯৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৭

তিমুর বলেছেন: এইটা কী পড়লাম? তর্জমা করে দেন কেউ

২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৯

ম. রহমান বলেছেন: এটা কি কয়???

৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:০৩

ইমটি বলেছেন:

৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:০৪

পিয়াল বলেছেন: What the shit!

৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:০৫

নূর-ই-হাফসা বলেছেন: এইটা কি সম্ভব

৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:০৬

পাগল বলেছেন: অদ্ভূত কান্ড!!!!!!!!!
যত টুকু মন খারাপ হয়েছিল খবরটা শুনে এখন অনুভূতি ঠক তার উলটো টা.........

৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১১

অতিথি বলেছেন: ভাইরে, মাইনষেরে বিশ্বাস করি। এই ভাবে দাগা দিয়েন না। আচ্ছা, আমেরিকায় কোন চীপ সার্ভিস প্রোভাইডার কি হংকঙের আইপি ব্যবহার করতে পারে না?

৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১১

ইমটি বলেছেন: আশা করছি রুবেল পুরো ব্যাপারটার ব্যাখ্যা দেবে। এটা কি একটা জোক ছিলো? মিথিলা যদি সত্যিই ভার্চুয়াল ক্যারেক্টার হয় তাহলে রুবেলের কাছে প্রশ্ন এতোগুলো মানুষের ফিলিংস নিয়ে খেলার সাহস আপনি কোথায় পেলেন?

৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১২

অতিথি বলেছেন: না কি, ও ওর অবস্থান লুকানোর জন্য হংকং না বলে আমেরিকা বলেছে?

১০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১২

অতিথি বলেছেন: না আস্তমেয়ে, করে না

১১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১২

অতিথি বলেছেন: নোটিশবোর্ডের উপস্থাপিত যুক্তিটি আমি সাপোর্ট করছি......রুবেল যদি এই কাজটা করে থাকে...বা যে করেছে তার কল্পনা শক্তি অত্যন্ত প্রখর..... অদ্ভুত!!!!!!!

১২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৩

অতিথি বলেছেন: আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন প্লীজ আর রুবেলের আই পি এডরেসের সাথে কি মিল আছে কি নেই শুধু এত টুকু জানাবেন। আমার আত্মবিশ্বাস ছিল আমি মানুষ চিনি, সেটার জন্যই তলিয়ে দেখা লাগবে।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৪

অতিথি বলেছেন: ....

১৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৬

অতিথি বলেছেন: রুবেলের সাথে যে মিলবে এটা তো বলা বাহুল্য।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৬

পিয়াল বলেছেন: মাশীদ, ইমনের সাথে চ্যাট করলো কে, তাহলে?

১৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৭

অতিথি বলেছেন: কেউ ই তো ভয়েস চ্যাট করেননি, সবাই টেক্সট চ্যাট।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৮

অতিথি বলেছেন: মিথিলা একটা ভাচর্ু্যয়াল ক্যারেক্টার হইবার সকল সম্ভাবণা রাখে। তার অনেক পোস্টেই আবেগের বাড়াবাড়িতে অনেক তথ্য ভুলভাল চইলা আসছে...যেইসব দেখলে মনে সন্দেহ আসতেই পারে এই চরিত্র কি সত্য!! তার আমেরিকা যাওনের দিনের পোস্টটা পড়তে পারেন আপনেরা। তারপর স্বরহীন নিউইয়র্কে তুষার পাত নিয়া তারে সবার সামনেই ধরছিলো সেই পোস্টটাও দেখতে পারেন।

তয় আমি রুবেলের এই খেলাটারে খুব বেশি নেগেটিভ দেখি নাই...বরং তারে একজন মনোচিকিৎসকের সাথে দেখা করনের পরামর্শ দিতে পারি, তারা হয়তো গবেষণার জন্য নতুন একটা কেস পাইয়া যাইতে পারে।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৮

অতিথি বলেছেন: হায় কপাল আমার! মানুষের কী অসাধারণ কল্পনা শক্তি।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৯

অতিথি বলেছেন: মিলছে???? ইন্নালিল্লাহ (আম্মাআআ)

২০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২০

তিমুর বলেছেন: এক্সকিউজ মি, এটা কী হতে পারে না যে একজন মানুষ ইন্টারনেট থেকে প্রক্সি সার্ভার দিয়ে লগইন করছেন যাতে দুনিয়াতে যেখানেই তিনি থাকেন আইপি অ্যাড্রেস একই থাকবে ? (ল্যাপটপে ইনস্টল করা থাকলে?)

আমার ডেস্কটপে আমার এক বন্ধুর দেয়া একটা সফটওয়ার আছে (আমি ব্যাবহার করি না) ওটা অ্যাক্টিভেট করলেই সে নিজে সাধারনত মেক্সিকোর একটা সার্ভারে লগইন করে ।

২১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২২

অতিথি বলেছেন: আর ব্লগের সকল সদস্যের যে সহানুভূতির প্রকাশ দেখলাম, তাতে বাঙালীর একটা সার্বজনীন রূপ পরিলক্ষিত হইলো....এই জাতি মানুষরে ভালোবাসতে জানে!!!

হয়তো একটু বেশি হইয়া গেছে আবেগের প্রকাশ...যেইটা বিরক্তিও উৎপাদন করছে আমার নিজের...যেই কারণে মিথিলার পোস্ট নিয়া সন্দেহ তৈরী হইছিলো মৌসুমের আর আমার নিজের....

২২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৩

অতিথি বলেছেন: আমি শকড! ভীষণ শকড! মহামহা শকড! মহামূল্যবান অশ্রু ফেলেছি, ফেরত দে হারামজাদা!

২৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৪

অতিথি বলেছেন: তাই যেন হয়....

২৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৫

অতিথি বলেছেন: কোন প্রয়োজন ছিল এমন একটা খেলা খেলার?

২৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৬

অতিথি বলেছেন: কী বলছেন আপনি আস্তমেয়ে ...'যেন তাই হয় ....' মানে?

২৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৬

অতিথি বলেছেন: তিমুর মিথিলা তালুকদারের বয়স 18। সে সিলেটে থাকে, তার বাপের অনেক জমি তাই তারা উচ্চ তালুকদার। এক আইপি বানানের বাড়তি ফেটিশ তার থেইকা প্রত্যাশা করতাছেন দেইখা, মনটা আমার ভালো হইয়া গেলো...
মানুষরে বিশ্বাস করনের ব্যাপারটা একটা প্রয়োজনীয় গুণ...আমার নিজের মাঝে মাঝে তাতে ঘাটতি পরে...তয় সংশয়ী অবস্থানের কারনে জীবনে অনেক দূর্ঘটনার থেইকা বাঁচছি...

২৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৭

অতিথি বলেছেন: রাগ ইমন আপু চুপ, আমার ধারণা অধিক শোকে পাথর হয়ে গেছেন। আমি গতকাল গুগল টকে দেখেও, কথা বলেও কেমন আছেন জিজ্ঞাসা করি নি, এত অপ্রস্তুত আর খারাপ লাগছিল। এই খবরটা শোনায় আসলে রাগের চেয়ে মারাত্মক রিলিভড লাগছে, কারণ 'মেয়েটার' মৃত্যুতে আমি কষ্ট পেয়েছিলাম...

২৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৭

নূর-ই-হাফসা বলেছেন: মানুষের মায়ামমতা নিয়ে কেন এত প্রতারনা।

২৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৮

অতিথি বলেছেন: তিমুর - আপনি ঠিক বলেছেন, প্রক্সির অ্যাড্রেস মেক্সিকোর হতে পারে। কিন্তু নিউইয়র্কে বসে হংকং এর প্রক্সি? অবিশ্বাস্য। আর সবাই তো জানে না যে বাংলা দেশের বেশির ভাগ আইএসপি গুলোর ডাটা হংকং হয়ে যায়!

৩০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩১

অতিথি বলেছেন: রুবেল বা মিথিলা কাউকেই খুব আইটি বিশেষজ্ঞ মনে হয় নি। আমি বিশ্বাস করেছিলাম 200%, মৃত্যুতে খারাপ লেগেছিল 300%, এখন খুব মুক্ত মুক্ত লাগছে, অন্তত: কেউ তো মারা যায় নি... আল্লাহ তুমি মহান
ম্যাসেজ করে নিউজ ব্রডকাস্ট করে দিছি

৩১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩১

চিরকালই গাধা বলেছেন: [রং=ঋঋ0000] প্রমাণিত হইল somewhereinblog.net সাইটটিতে ভালো কিছু আশা করা যায় না। যদি ভালো কিছু শেখা, ভালো কিছু জানা, যুব সমাজের ক্যারিয়ার গঠনে সহায়ক হতো, তাহলে সব বিষয় নিয়ে পাগলামি হতো না, । আমি পজিটিভ কোন পোস্ট দেই নি এটা সত্য কিন্তু ফালতু বিষয়গুলো যেন ব্লগে না আসে সে ব্যাপারে সবাইকে একটু ভাবতে শিখানোর চেস্টা করেছিলাম। আর ফালতু বিষয়গুলোর জন্য কর্তৃপক্ষকেই দায়ী করছি আমি। তারা যদি একটু উদ্যোগী হতেন তবে বগল ইউজারদের সময়গুলো কাজে লাগতো। মেজাজটাই খারাপ হয়ে গেল। তবে ভালো লাগছে এজন্য যে, ব্লগাররা আসলেই অন্যের ব্যাথায় বরাবরই পজিটিভ। এটাই শান্তনা।[/রং]

৩২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩২

অতিথি বলেছেন: আস্তমেয়ে, আর কষ্ট পেতে হবে না। সুখবর : মিথিলা ......।

নোটিশবোর্ডআপনার মাথায় এ বুদ্ধিটা আসার জন্য আপনি ধন্যবাদ পাবার যোগ্য।

৩৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩২

তিমুর বলেছেন: জামাল ভাই,

অত জটিলতায় যাই নাই । আমার মনে হয়েছিল মিথিলার মধ্যে কোথায় যেন রুবেলের ইকো আছে । কিন্তু অত তলায়া দেখি নাই । মানুষরে প্রথম দর্শনে সবসময়ে বিশ্বাস না করলেও ওইভাবে অবিশ্বাস করতে নিজের কাছে বিব্রত হই ।

দুইটা না সাতটা নিক বানান, সাত রকম বক্তব্য দিতে থাকেন । কিন্তু এমন ট্র্যাজিক নাটক বানানোর কী দরকার ছিল ?

৩৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৩

আজকাল বলেছেন: মিথিলার মৃতু্যর পোস্ট পড়ার পর আমারো ইচ্ছা হইতেছিল - ঘটনাটা নিয়া সংশয় প্রকাশ করে একটা পোস্ট দিই। কিন্তু, ততক্ষণে হাসিন ভাই শোক পোস্ট স্টিকি করে দিয়েছে। (ভাবছিলাম আই.পি চেক করছে) রাগ ইমন যোগাযোগ শুরু করছে নজমুল আলবাবের লগে। নজমুল কইলো - রুবেলের মোবাইল অফ। হের পর খানিকটা বিশ্বাস করছিলাম। নিজের অবিশ্বাসী মনরে কিছুটা ধিককারও দিছিলাম। বাট, মিথিলা যে ভার্চুয়াল কারেক্টার এইটা আরো কয়েকজন আমারে বলছে।

মিথিলা ও রুবেলকে মোটামুটি একই সময়ে অনলাইন থাকতো। (নোটিশবোর্ড চেক করতে পারেন, যদি সিস্টেমে থাকে)। মিথিলা আমেরিকা যাওনের আগে কইলো না গেলে খুব ক্ষতি অইয়া যাইবো। পরে শুনলাম ক্যান্সার!

এরকম অসুস্থ রোগী কি ইন্টারনেট ইউজ করার পারমিশন পায়?

এগুলান সব আমার অবিশ্বাসী মনের কথা। সত্য সত্য যদি মিথিলা নামের কেউ থাকে, তাইলে রুবেলরে কমু - পরমাণ নিয়া আসেন। সবাইরে বকুব বানায়ে বেশিদিন ঠকানো যায় না।

প্রকৃতি নিজেও কিছু প্রতিশোধ নে...।

৩৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৪

অতিথি বলেছেন: গাধা, দয়া করে এধরনের মন্তব্য করবেন না। আমাদের কাজ সারাক্ষন আইপি অ্যাড্রেস ট্র্যাক করে নয়। কিন্তু যখন কমপ্লেইন এসেছে তখন কিন্তু আমরা পদক্ষেপ নিতে দেরী করিনি

৩৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪০

অতিথি বলেছেন: চিরকালই গাধা আপনের কাছে খারাপ লাগলে চইলা যান...বাইর হইয়া যান...কেউ আপনেরে ধইরা রাখবো না...এই ব্যাপারে আমি নিশ্চিত।

৩৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪১

চিরকালই গাধা বলেছেন: নোটিশ বোর্ড আপনার বক্তব্যের সাথে সহমত পোষন করছি। কিন্তু জামাল ভাস্কর একটু একসেস বলে ফেললেন। এটা কি আপনি পারেন?

৩৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪২

অতিথি বলেছেন: [গাঢ়]যে জিনিষগুলো সন্দেহকে দানা বাধতে সাহায্য করছে : [/গাঢ়]

1.মিথিলার সাথে রুবেল শেষ পর্যন্ত ঢাকায় এসে বিদায় দিয়েছেন। একজন গুরুতর অসুস্থ রোগীর সাথে তার আত্মীয় স্বজন থাকার কথা,মা বাবা থাকার কথা।প্রেমিক নয়। অন্তত সিলেটের কনজারভেটিভ সংস্কৃতিতে তা আরো অসম্ভব,বিশেষ করে টিনএজ প্রেমের ক্ষেত্রে।

2.এতো ঘনিষ্টতা থাকার পরও রুবেল কালকে দাবী করেছেন,'আমার সম্পর্ক ছিলো মিথিলার সাথে,পরিবারের সাথে নয়'।বিশ্বাসযোগ্য নয়,যে পরিবার রুবেলকে বিদায়বেলা পাশে থাকতে সাহায্য করেছেন,তারা তাকে মিথিলার মৃতু্যর পর আপডেট জানাবেন না,তা হয় না।

3. মিথিলার ডায়ালিসিস হচ্ছিল।আমি ধারনা করেছি তার কিডনিতে কোন রোগ। কিন্তু কালকে রুবেলের পোস্টে শুনলাম তার ক্যানসার। ক্যানসারে কখনোই ডায়ালিসিস হওয়ার কথা না।

4. মিথিলার ছবি কারো কাছে নেই। রুবেলও ছবি দিতে আগ্রহী না। কেন?

5.মৃত্যুর আগের দিন পর পর্যন্ত মিথিলা ব্লগে ছিলেন। ক্যানসারের রোগূর পক্ষে তা অসম্ভব। মৃত্যুর দুয়েক দিন আগে থেকে ক্যানসার রোগীরা কোমায় চলে যান এবং অন্তত মাসখানেক আগে থেকে গুরুতর শয্যাশায়ী থাকেন। তাদেরকে ধরে ধরে বিছানায় বসাতে হয়।

[গাঢ়]যে জিনিষ আমার সন্দেহকে দূরে ঠেলে দিয়েছিল: [/গাঢ়]

রাগ ইমন এবং সারিয়া তাসনিম দাবী করেছেন তাদের সাথে মিথিলার কথা হয়েছে। তাদেরকে অবিশ্বাস করার কোন কারন দেখিনি। ধরে নিয়েছি মেয়েটি স্বাভাবিক ভাবে মৃত্যু বরণ করেছে।

৩৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪২

নজমুল আলবাব বলেছেন: আমি এখনই কিছু বলছিনা...
নিজেকে বোকা বোকা লাগছে...
প্রফেশনে আমার সাফল্যে অনেকেই ইর্ষা করে! রুবেলের বাসার ফোন নাম্বার আবিস্কার করায় সেও অবাক হইছিল...

আমি আসলে বড় একটা বেকুব...



৪০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪২

অতিথি বলেছেন: গাধা, বড় বাপ নিকলা, সালা নিজের কাপড় শুকা দে!

৪১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪২

অতিথি বলেছেন: আহা, জামাল ভাষ্কর : আপনি ক্ষেপে যাচ্ছেন যে . .

৪২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৩

তিমুর বলেছেন: নোটিশবোর্ড ধন্যবাদ ।

যা বলছিলাম (একেবারেই হাইপোথেটিক্যাল কথা, বলতে নিজের কাছেই বিরক্ত লাগছে, তবু শেষ করি), এমন হতে পারে কি না যে মিথিলার (যদি চরিত্রটা 'মিথিক্যাল' না হয়!) ল্যাপটপে একটা অটোমেটিক্যালি প্রক্সিসার্ভার অ্যাক্সেস করতে পারে এমন সফটওয়্যার ইন্সটল করা ছিল, এবং তার ল্যাপটপ অন করলেই সেটা অতো লগইন করত, তাহলে দুনিয়ার যেখানেই মিথিলার ল্যাপটপ যাক, আইপি তো একই দেখাবে তাই না ?

সরি, অনেক প্যাঁচাল পাড়লাম ।

৪৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৪

অতিথি বলেছেন: এই গুলা কি দেখতেছি ... !!
সবাই দেখি পলিটিক্স করে ... ?? বিশ্বাস এখন হুমকির মুখে পড়লো ।
বিষয়টা ভালো লাগেনি ... । এই ধরনের ফাইজলামি করার মানে কি ?

৪৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৪

চিরকালই গাধা বলেছেন: [রং=ভভ0000][গাঢ়]কারে মৃতু্য বা জন্ম নিয়ে লীলাখেলা থেকে বিরত থাকতে অনুরোধ সবাইরে[/গাঢ়][/রং]

৪৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৫

অতিথি বলেছেন: একটা লিষ্ট তৈরি করা দরকার: কে কে মিথিলার সাথে কথা বলেছেন? আওয়াজ দিন।

৪৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৬

অতিথি বলেছেন: মিথিলার লিংক না সরানোর জন্য অনুরোধ রইল ।

৪৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৭

অরূপ বলেছেন: হে হে হে!
কে কে রুবেলকে গন দিবেন রেডি হন...

৪৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৮

অরূপ বলেছেন: মানামের সমস্যা কি?

৪৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৯

অরূপ বলেছেন: আমারা জানামতে তিনজন কথা বলেছেন তিন জনই ইয়াহুতে কথা বলেছেন । কেউ ভয়েস চ্যাট বা ফোন কল করেন নি..

৫০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৫১

রাগ ইমন বলেছেন: কয়েকটা জিনিস চোখে পড়লো -

1। যদি ঘটনা সত্যি হয়, আমার কাজ কমে গেল। 2006 সালের এবং ব্লগ নিয়ে প্রকাশিত বইএর জন্য আমার মনোনীত সেরা সাহিত্য - "মিথিলা" । সৃষ্টিকর্তাকে "অস্কার" দিতে চাই ।

2। রুবেলের ব্যাখ্যা না শোনা পর্যন্ত অপেক্ষা করতে চাই। তার আগে কিছু বলবো না।

3। শীতবস্ত্র বা শিশু / নারী িনর্যাতন অথবা বাংলাদেশ নিয়ে পোস্টের চেয়ে "মিথিলা " নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি। এই লক্ষণ ভালো মনে হলো না। তার মানে , অন্য বিষয় গুলো নিয়ে মানুষ হতাশ হয়ে পড়েছে।

4। ব্লগে গালি বা ব্যক্তি আক্রমন করে করা প্রায় "পর্ণোগ্রাফিক " পোস্ট গুলোর ব্যাপারে এত দ্্রুত রেসপনস আশা করছি, যদিও জানি না, কবে থেকে ব্লগাররা মিথিলা আন্দোলনের সূচনা করেছেন।

5। অনেকের আবেগ দলিত হয়েছে । তাদের জন্য আমার আন্তরিক মমতা জানাচ্ছি। কিন্তু আমার মত এত বোধ হয় কেউই কাঁদেন নাই ।

সেই আমিই বলছি, শান্ত থাকেন । প্লিজ শান্ত থাকেন।

আমাকে একটু জানতে দেন, ঘটনা টা কি।

তবে , প্রতারনার শাস্তি আমার কাছে সর্বোচ্চ !

৫১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৫১

অতিথি বলেছেন: ইয়াহুতে কথা বলেছে...>মানে কী বলতে চাইছেন আপনি? চ্যাট করেছে নাকি ভয়েস চ্যাট। কোনটা?

৫২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৩

অতিথি বলেছেন: রুবেল মাদারচোদ টা কোই?

৫৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৩

অতিথি বলেছেন: গাধা আপনে যেমনে শিখানের জন্য আসছিলেন এই ব্লগে, তাতে হতাশা তৈরী হইতেই পারে আপনের, আমি খালি কইছি ব্লগ থেইকা বাইর হওনের দরজা মনে হয়না কতর্ৃপক্ষ আটকাইয়া থুইছে, তার কথা। তার থেইকা আপনে একসেস কি পাইলেন?

৫৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৫

অতিথি বলেছেন: আমি গতকালই ওর পোস্টে কমেন্ট দিসি.. এই ব্যাপারে.... শালা পো....

আর ইমনরে আমি খুবি বুদ্ধিমতি মানতাম। ওতো একটা জেনুইন ফুল।

আনলাইক, আস্ত এন্ড কোং

৫৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০০

রাগ ইমন বলেছেন: কয়েকটা জিনিস চোখে পড়লো -

1। যদি ঘটনা সত্যি হয়, আমার কাজ কমে গেল। 2006 সালের এবং ব্লগ নিয়ে প্রকাশিত বইএর জন্য আমার মনোনীত সেরা সাহিত্য - "মিথিলা" । সৃষ্টিকর্তাকে "অস্কার" দিতে চাই ।

2। রুবেলের ব্যাখ্যা না শোনা পর্যন্ত অপেক্ষা করতে চাই। তার আগে কিছু বলবো না।

3। শীতবস্ত্র বা শিশু / নারী িনর্যাতন অথবা বাংলাদেশ নিয়ে পোস্টের চেয়ে "মিথিলা " নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি। এই লক্ষণ ভালো মনে হলো না। তার মানে , অন্য বিষয় গুলো নিয়ে মানুষ হতাশ হয়ে পড়েছে।

4। ব্লগে গালি বা ব্যক্তি আক্রমন করে করা প্রায় "পর্ণোগ্রাফিক " পোস্ট গুলোর ব্যাপারে এত দ্্রুত রেসপনস আশা করছি, যদিও জানি না, কবে থেকে ব্লগাররা মিথিলা আন্দোলনের সূচনা করেছেন।

5। অনেকের আবেগ দলিত হয়েছে । তাদের জন্য আমার আন্তরিক মমতা জানাচ্ছি। কিন্তু আমার মত এত বোধ হয় কেউই কাঁদেন নাই ।

সেই আমিই বলছি, শান্ত থাকেন । প্লিজ শান্ত থাকেন।

আমাকে একটু জানতে দেন, ঘটনা টা কি।

তবে , প্রতারনার শাস্তি আমার কাছে সর্বোচ্চ !


আরেকটা কথা , মিথিলা মিথ্যা হইলেও হইতে পারে , আমার আবেগ টুকু সত্যি , কান্নাটাও।

আমার মত হাজার মানুষের আবেগকে শ্রদ্ধা জানিয়ে অপেক্ষা করেন।

এত গুলো মানুষের মন নিয়ে "খেলা " হয়ে থাকলে , ওয়েল, ..................জাস্ট ওয়েট।

৫৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০২

অনিক বলেছেন: এরকম ঘটনা ঘটতেই পারে। অবিশ্বাস করার কিছুই নেই। আমার জানা মতে একটা ছেলে নেটে 3 বছর মেয়ে সেজে অনেক ছেলের সাথে প্রেমের অভিনয় করেছে, বন্ধুত্ব করেছে, ঘন্টার পর ঘন্টা চ্যাট করে গেছে। কিন্তু কেউ বুঝতে পারেনি যে সে ছেলে। শেষে একদিন সে ধরা খেলো যখন তাকে ভয়েস চ্যাটে ইনভাইট করা হলো। তখন সে অকপটে স্বীকার করলো তার সব কথা। এটা এক ধরণের মানসিক রোগ। কিছু মানুষ অপোজিট সেক্সের প্রতি ভীষণ দুর্বলতার কারণে সে নিজেই তাকে ওই গোত্রের এলিমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। প্রচন্ড কাল্পনিক শক্তি ও খেয়ালের বশে সে সেটা বাস্তব রূপ দিতে চায়। এখানেও তেমন কিছু ঘটা অস্বাভাবিক কিছু না। তবে এটা পূর্বপরিকল্পিত এবং সুপরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমার মনে হয়। মিথিলার প্রতিটি লেখায় জান কথাটার অতি ব্যবহার এর কিছুটা ইঙ্গিত বহন করে।

৫৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৩

অতিথি বলেছেন: আচ্ছা আমি একটা বিষয় বুঝতে পারছি না। হোলই ভার্চুয়াল। অথবা রুবেলের নিজের তৈরী। নিজেই মিথিলা। তাতে কি আসে যায়। একটা ব্ললগ ছিল ভালো ভালো পোস্ট পাওয়া যেত। পড়তেও ভালো লাগতো। সে নেই। আমরা দুঃখিত ইচ্ছ। তার কি হল সেটা কি মূল্যবান।
তবে এটা সত্য আমরা সবাই পজেটিভ। শোক-দুঃখ-আনন্দে ভোবে পজিটিভরি সাড়া দেই তাতে তা-ই মনে হয়।
আর একটা অনুরোধ ব্যাক্তিগত আক্রমন থেকে বিরত থাকুন। আর অশোভন বাক্য বা শব্দ ব্যবহারে সংযত হোন। এটা খুবই দুঃখজনক।

৫৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৪

অতিথি বলেছেন: রুবেলকে ধন্যবাদ- এমন মনোসিজ ক্যারেক্টার আবিস্কার করার জন্য। যদি সে এটা তৈরী করে।

৫৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৫

অতিথি বলেছেন: শকিং

৬০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৮

অতিথি বলেছেন: অনিক মনে হয় একটু বেশি চিন্তা করেন। মজা করার জন্য এরকন করা যায়। আমার ইয়াবহু আইডি দেখে ম্যাসেনজারে অনেকেই মনে করে এটা মেয়ে। ভালো মন্দ অনেক অফার আসে। একজনতো আমার প্রেমে আত্মহারা। অনেক গিফটও পাঠিয়েছে। কিন্ত আমার কি দোষ। ও হ্যা আইডি কিন্তু আমার নামের অংশ নিয়েই করা।

৬১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৯

অতিথি বলেছেন: [গাঢ়]ব্যাপারটা সত্যি হলে আমি রুবেলকে অভিনন্দন জানাই। অসম্ভব একটা সৃষ্টি করেছে সে। অনেকে যেমন এতে মেন্টাল ডিসঅর্ডারটাইপ সমস্যা দেখছে, আমি তার সাথে একমত নই। তার সৃষ্টিকে সে চমৎকারভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলো। সাধুবাদ।

আরো একটা ভালো দিক আছে। অন্তত কেউ মরে নি![/গাঢ়]

৬২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১০

অতিথি বলেছেন: ঊর্ণিষা : আপনার নিক লিখতে বড্ড কষ্ট। যাই হোক, মূল কথায় আসি।

আপনার সাথে একমত : অশোভন বাক্য বা শব্দ ব্যবহারে সংযত হোন।
কিন্তু এটা কী ঠিক: ভার্চুয়ালী মানুষের আবেগ নিয়ে খেলা করা? হোক না তার পোষ্টগুলো যত ভালো, তাতে কী এসে যায়।

রুবেল এসে আর কী বা বলবে? দেখা যাবে: মিথিলা মতন রুবেল নামেও কোন দিন আর কেউ সাইন-ইন করবে না।

একটা প্রশ্ন : কেউ কী কোনদিন এক সাথে রুবেল আর মিথিলা কে অন-লাইনে দেখেছেন?

৬৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১০

পিয়াল বলেছেন: আসুন, একটু অন্যভাবে দেখি বিষয়টা- মিথিলা কাহিনীর ফল হিসেবে আমরা পেয়েছি অসাধারণ কিছু লেখা- ইমনের এই লেখাটাই পড়ুন না, আমার চোখে পানি এনে দিয়েছিল -
Click This Link

৬৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১২

অরূপ বলেছেন: রাগ ইমনের একটা মন্তব্যে মিথ এর সত্য মিথ্যা নিয়ে কথা ছিল রুবেলকে উদ্দেশ্য করে.. কেউ লিংক দিতে পারবেন কি?

৬৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৩

অতিথি বলেছেন: অরূপ ভাই, আপনের সাথে যোগাযোগ করতে চাই এখন, সম্ভব হবে কি?

৬৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৫

অতিথি বলেছেন: ভাইসব সাবধান থাইকেন রাগইমনরে খ্যাপানোর আগে, হ্যায় কিন্তু মডারেটর।

৬৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৫

অতিথি বলেছেন: রুবেলকে অভিন্দন।
তিনি একটি চরিত্র তৈরী করেছেন .. তাকে রক্তমাংসের আদল দিয়ে সবার কাছে প্রিয় করে তুলেছেন... হয়তো তিনি জানতেন তাকে কখন ফিরিয়ে নিতে হবে.. তিনি তা করেছেনও। আমরা কেদেছি... সেটা একজন মানুষের জন্য.. যেই মানুষের একটা অস্তিত্ব আমাদের মধ্যে তৈরী হয়ছে.. আমরা কখনো তার মুখোমুখি হইনি এবং হয়েছি...
মিথিলা একটা ভার্চূয়াল চরিত্র, আমরা কি তাই না....
ব্লগের নান চরিত্র(মানুষ নয় অথবা মানুষের মতো, কিংবা মানুষ) মিথিলার মৃতু্যতে আর একবার টের পেলো মানুষের অস্তিত্ব .. এটা কি কম। মিথিলার শেষ অনুরোধ সবাইকে নাড়া দিয়েছে এর মূল্য একটাতো আছেই। মিথিলাকে মানুষ হিসেবেই মৃতু্য বরন করলে কি ক্ষতি হতো তা আমার বোধগম্য নয়? এখন মনে হচ্ছে প্রতারনা কিন্তু সেক্ষেত্রে এই ঘটনা আমাদের আবেগকে আন্দোলিত করেছে তার সুন্দর পরিসমাপ্তি ঘটতো এটাই কি সুন্দর ছিল না?
শার্লক হোমসের মৃতু্যতে তাকে বাচিয়ে তোলার জন্য আন্দোলন হয়েছে... আমরা হৈমন্তির জন্য দীর্ঘনিঃশ্বাস ফেলি, গ্রেগর সামসাকে নিজের মনে হয়, গোর্কির মা আমাদের মা হয়ে যান এ কি ভাচর্ূয়াল ক্যারেক্টারের মানবিক অস্তিত্ব নয় ?
আমি সত্যানুসন্ধানে র বিরুদ্ধে বলছি না কিন্তু নোটিশবোর্ড এ কাজটি না করলে এটি আরো সুন্দর হতো মনে হয়।
আমি রুবেলের জন্য সহানুভূতি প্রকাশ করছি একটি সুন্দর খেলা এভাবে শেষ করে দেয়া হলো।
মিথিলার জন্য শোক মনুষের জন্য মানুষের শোকের চিহ্ন হয়ে বেচে থাকুক এ ইচ্ছের কথাই রুবেলকে বলি...

৬৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৬

অতিথি বলেছেন: রুবেল আপনি বলুন।

৬৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৬

অতিথি বলেছেন: অণির্বাণ তাহলে লেখকদের আগে শূলে চড়াতে হবে। কাল্পনিক চরিত্র তৈরী করার অপরাধে। তারা কিন্তু পাঠকদের জন্যই এটা করে।
রাগ ইমনের সাথে একমত। রুবেল বা মিথিলা মিথ্যা হতে পারে কিন্তু আমাদের আবেগ িমিথ্যা?

৭০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৬

অতিথি বলেছেন: তাই নাকি: শমশের আলম সাহেব। মারাত্বক একটা নিউজ দিছেন আপনি

৭১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৯

অতিথি বলেছেন: ঊর্ণিষা : আমি লেখকদের কথা বলছি না। কারণ আমরা যখন লেখকদের লেখা পড়ি, অন্তত বুঝি : এটা লেখকের লেখা, হতে পারে কাল্পনিক অথবা বাস্তব। কিন্তু এখানে আমরা কী করেছি? সেই চরিত্রগুলোর সাথে কথা বলেছি, সেই তথাকথিত চরিত্রগুলো হয়তো আপ নার-আমার পোষ্টে মন্তব্য করে গেছে, অনেকে আবার তাদের সাথে চ্যাটও করেছে...আমি সেই প্রসঙ্গে এ কথা বলেছি, ধন্যবাদ আপনাকে।

৭২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২০

অরূপ বলেছেন: শমশের,
আমি অফিসে! এখানে মেসেঞ্জার ব্যবহার নিষেধ!

৭৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২৩

অতিথি বলেছেন: ঠিক আছে। এ পয়েন্টে আমি এক মত।

৭৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২৬

নুশরাত শারমিন সুমি বলেছেন: এখানে একে অন্যের সাথে মতের মিল নাও থাকতে পারে। এটা স্বাভাবিক। তাই বলে কিছু কিছু ক্ষেত্রে যে আমরা সবাই এক। এটি "প্রাপ্তির" পর "মিথিলা" দেখাল।

আমি বিশ্বাস করতে পারছি না সে ভার্চুয়াল ক্যারেক্টার। যদিও টেকনিকালি বিষয়টি পরিষ্কার। এখন মিথিলা যদি সত্যি সত্যিই ভার্চুয়াল ক্যারেক্টার হয় তবে বলব - মানুষের আবেগ আর ভালবাসা নিয়ে প্রতারণার নাটক মঞ্চায়ন কোনভাবেই ঠিক হয়নি। এটার ক্ষমার অযোগ্য।

রুবেল আপনার কথা শুনতে চাই। প্লীজ যথা শীঘ্র উত্তর দিন।

৭৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪১

পথিক!!!!!!! বলেছেন: রু

৭৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪২

অতিথি বলেছেন: হে হে

৭৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৩

অতিথি বলেছেন: :S

৭৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৪

অতিথি বলেছেন: আমি শকড!!!!

৭৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৬

অনিক বলেছেন: ঊর্ণিষা,
আমি এখনও ভেবে বসে আছি আপনি মেয়ে। নিকটা কিছুতেই আপনাকে পুরুষ ভাবতে দিচ্ছে না। এটা কি আমার দোষ নাকি আমার চিন্তার দোষ?

৮০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৯

রোবট রাজকন্যা বলেছেন: কেনো ভালবাসা নিয়ে তোমরা প্রতারণা করো ?
কেনো কারো আবেগ নিয়ে মিছেমিছি খেলো ?
ভালোবেসে আর কত আঘাত পাবো আমরা ?

৮১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫০

ঝরা পাতা বলেছেন: বেশ মজা লাগছে। তবে বিশ্বাস করেছিলাম ব্যাপারটা। মিথিলার পোস্টগুলোতে যথেষ্ঠ বানান ভুল থাকতো কিন্তু রুবেলের পোস্টে ততোটা না। মনে হয় সচেতনভাবেই রুবেল তা করেছে। যদি রুবেলই মিথিলার প্রেতাত্মা হয় তবে বলি এখন চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত। এভাবে মিথ্যে করে মেয়ে সাজার দরকার নেই।

৮২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৩

রোবট রাজকন্যা বলেছেন: যদি সত্যিই তাই হয় ..... তাহলে আশার কথা মিথিলা মরেনি ..... মিথিলা বেঁচে আছে .....ইটস গ্রেট ! ! !

৮৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৫

অতিথি বলেছেন: হঠাৎ এই পোস্ট টা দেখে থেমে গেলাম ।

তবে কেমন যেন শকড হলাম না অন্যদের মতো ।
হলোই না মিথিলা ভার্চুয়াল, ফেললাম না হয় দু-ফোটা জল ।
করলাম না হয় একটা টাচি পোস্ট ।
কী এসে যায় ?

ব্যাপার টা যদি একজন অথবা অল্প কয়েকজনের জাস্ট একটা পরীক্ষণ হয়, তবে আমার আবেগ অথবা ভার্চুয়াল পৃথিবী র দেয়াল ভেদ করে আমার মাঝে পেীছে যাওয়া ভালোবাসার এ পরীক্ষণের অংশ হতে পেরে ভালই লাগছে ।
আর , রুবেল(ও যে ভার্চুয়াল নয় , সেটা যে কখন বের হবে ) কিংবা আরও কেউ যদি সাথে থাকে - ভীষণ প্রতিভাবান - এটা নিশ্চয়ই অস্বীকার করবেন না কেউ ।

(আমিও একটা পোস্ট করেছি, প্রায় নিয়মিতই ফলো করেছি রুবেল -মিথিলা কে)

যাইহোক, খুব ভালো একটা অভিজ্ঞতা ।

৮৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৫

রোবট রাজকন্যা বলেছেন: বাট ...... রুবেল ইজ অ্যা ...........

৮৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৭

অতিথি বলেছেন: কমেন্টের ঘরে হোসেইন এর কথার যুক্তি আছে।তবে রাগ ইমন তো 'ঘন্টার পর ঘন্টা' কথা বলেছেন সুতরাং মেয়েটি ছিল না বলি কি করে ?

৮৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৮

মাসুদ বুলবুল বলেছেন: বিষয়টি অনেকেই জটিলভাবে নিয়েছেন। অনেকেই আহত হয়েছেন।
কিন্তু আমার মনে হয় বিষয়টি ঠিক এ রকম নয়। অবসর কাটানোর এ এক চমৎকার আয়োজন। ভিন্ন মতের অনেকগুলো মানুষকে একই সারিতে নিয়ে আসার জন্য [গাঢ়]রুবেলকে[/গাঢ়] ধন্যবাদ দেয়া যায়। বিষয়টি সবার কাছে মজার হয়ে উঠবে আশা করি। আশার কথা আমরা অস্বাভাবিক মৃতু্য কামনা করি না। অন্যের মৃতু্যতে আমরা ব্যথিত হই। মানবতার বিষয়ে আমরা সবাই একমত। আর যাই হোক আমার কাছে ভালো লেগেছে।

৮৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০০

অতিথি বলেছেন: মিথ্যে হলে আমার ভালো লাগবে। দুইটা দিন বড়ো কষ্ট পেয়েছি।

৮৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০০

অতিথি বলেছেন: মিথিলা ভার্চুয়াল হোক আর রিয়াল হোক, তাতে কী এসে যায় ?

আমাদের ভালোবাসা যে মেপে চলে না ...
আমরা এখনো নিঃস্বার্থ জল ফেলি,মন এখনো মরে যায়নি আমাদের - এটাই কি প্রমাণ হয় না ?

৮৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০৫

অতিথি বলেছেন: মিথিলার পোস্ট প্রথম পেজেই দেখতে চাই।মানুস চিনার ও তো দরকার আছে (চামাহসি)

৯০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০৬

অনিক বলেছেন: রুবেল মিথিলাকে মারিয়া প্রমাণ করিল যে সে বাঁচিয়া আছে।

৯১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০৬

অতিথি বলেছেন: রুবেল নামের ছেলে টা আছে ... বাস্তবে
এটাই আশা করবো ।
অন্য নামে হলেও ।

প্রতিভাবান এই ছেলেটা কে শুভেচ্ছা ...
গুড জব, ম্যান !

৯২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:১২

অরূপ বলেছেন: কৌশিক ভাই কি এখনও মিথিলারেই বই ডেডিকেট করবেন?

৯৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২২

অতিথি বলেছেন: আমার মনে হয় একটা সায়েনস ফিকশন ডেডিকেট করা যায়@অরুপ

৯৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২৩

অতিথি বলেছেন: সবাই মুরগা/মুরগী :))
ডায়ালাইসিস এবং থেরাপী একসাথে চলতাসে শুনে আমার সন্দেহ হয়েছিল। একবার প্রশ্ন ও করেছিলাম। কিন্তু কোন উত্তর পাইনি। আমি মাত্র গতকাল রাতেই আবিষ্কার করেছি মিথিলার সেই জান (জানোয়ার) টা রুবেল। ব্লগে ফাউল পোষ্ট পড়ার চেয়ে গালাগালির পোষ্ট পড়তে আমি বেশি পছন্দ করি।
তবে মিথিলাকে নিয়ে রাসেল ভাইয়ের পোষ্টটা খুব সুন্দর হয়েছে।অনেক কাব্যিক।

৯৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২৩

ঝরা পাতা বলেছেন: প্রিয় নোটিশবোর্ড,

একটা প্রশ্ন। মডারেটর হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়েছে কি? দেয়া হলে তাঁর নিক প্রকাশ করা যাবে কি? আমাদের প্রিয় পরিচিত অনেকগুলো মুখ এখন সন্দেহের সম্মুখীন। আমরা চাই না, অবিশ্বাসের বেড়াজালে জড়িয়ে কারো সম্পর্কে মনে মিথ্যে ধারণার জন্ম দিই। তাই সত্য যত নিষ্ঠুর হোক না কেন, একাধিক আই.ডি ব্যবহারকারীদের আই-ডিগুলো প্রকাশ করুন।

৯৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২৬

আপন তারিক বলেছেন: মুতু্যর খবর শুনে যেমন কষ্ট পেয়েছিলাম, এটা শুনেও তেমন কষ্ট পাচ্ছি!
অবশ্য গ্রেট চোর দ্যা আগেই এমন সন্দেহ করেছিল!!!

৯৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২৭

সুমন বলেছেন: আমি শকড! আবেগ নিয়ে খেলার কোন মানে হয় না।

রুবেলকে আমার প্রতিভাবানের চেয়ে ও মনে হচ্ছে সস্তা জনপ্রিয়তা লোভী। তার প্রায়ই সব পোস্টে জনপ্রিয় ব্লগারদের (রাগইমন, মাসীদ, সাদিক, সারিয়া) সহানূভুতি পাওয়া চেষ্টা দেখলে এটা বুঝা যায়। কিন্ত কখনো সন্দেহ হয়নি রুবেলকে। কারণ সবাই বলত মিথিলা সারারাত চ্যাট করেছে......... ।

এমন একটা প্রতারণার পর এখন সত্য কে মেনে নিতে সবার সমস্যা হবে।

৯৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২৭

অতিথি বলেছেন: ঝরা পাতা - মডারেটর হিসেবে এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি

৯৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩০

অতিথি বলেছেন: এ মামু, টেনশন নেহি লেনেকা!

১০০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩২

অতিথি বলেছেন: কথাটা কতোটা বিশ্বাসযোগ্য, সে ব্যাপারে সন্দেহ আছে। যদি মডারেটর হিসেবে নিয়োগ না দেন, তাহলে সেই পোস্টের রেজালট কি, তা ক্লিয়ার করেন নি।

কয়েকজনের পোস্ট প্রথম পাতায় আসে না। এমন একজন হলেন সূচিত্রা। কাজটা কি নোটিশবোর্ড করেছে? মনে হয় না। নোটিশবোর্ড এরকম করলে সবাইকে জানিয়ে পোস্ট দেয়।

১০১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৩

সুমন বলেছেন: সমবেদনা@কৌশিক ভাই
মিথিলার মৃত্য, শুভ্রার বাবার মৃত্য, কার যেন বন্ধুদের (নাম ভুলে গেছি) এক্সিডেন্ট ......... সব বেচারাকে শুনতে হইছে।

১০২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৪৫

নাজিরুল হক বলেছেন: এইডা কি শুনলাম!!!!!! বেচারার চলি্লশা খেয়ে শেষ করলাম, এখন শুনি হে বাইচ্ছা আছে।
একই মানুষের দুটি রুপ আমি ভাবতেও পারিনা। ভিলেন এর অভিনয় করতে পারবে সে।

১০৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:০৪

অতিথি বলেছেন: অনিক
ছেলে না মেয়ে তা বের করার জন্য আপনার কাছে কি মেজারমেন্ট আছে? আর একটা নাম বিশেষ করে আইডি সে যে কোন নামে হতে পারে। তবে ই-মেইল আইডি কিন্তু আমার নিজের নামেই আছে। যেহেতু সামহোয়ার ইন এক আলাদা ভূবন তাই এই নিক। আর ঊর্ণিষা বিষয়টি আমার খুব প্রিয়। তাই এই নিক।
মেয়ে ভাবাটাও অমূলক নয়। আসলে অপজিটের প্রতি টান থাকেই। তাছাড়া যা সুন্দর তা সবাই আপন করতে চায়। ঊর্ণিষার ভেতর হয়ত সেরকম কিছু আছে। তাই আপন ভবছেন। আর সেজন্য আপনার মন বলছে আমি মেয়ে।

১০৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:০৬

অতিথি বলেছেন: আমার ভাল লাগছে এই ভেবে যে, মিথিলা নামের কেউ মারা যায় নি।
আবার খারাপ লাগছে সেই পশুর জন্য যে আমাদের ইমোশনকে, আমাদের ভালবাসাকে, আমাদের সহমমর্ীতাকে ঠাট্টায় পরিণত করেছে।

১০৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:০৭

মোহাম্মদ এরশাদ বলেছেন: মিথিলার মৃত্যু তদন্ত হয়েছে দেখে আনন্দিত। কারণ আমার আগের পোস্ট টা ছিল মিথিলার মৃত্যু তদন্তের উপর।
ধন্যবাদ নোটিশ বোর্ড

১০৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:১২

অতিথি বলেছেন: নোটিশ বোর্ডের দায়িত্বহীনতা ও সংবিধান লঙ্ঘন দুঃখজনক!

পাবলিক সেন্টিমেন্টকে শ্রদ্ধা করে এই প্রতরণার সামাল দেয়া উচিত ছিল।

বলা উচিত ছিল এভাবেঃ
...... বিভিন্ন অভিযোগ ও পরিস্থিতির প্রেক্ষিতে
.... ঘটনার সহযোগী রুবেল এর অনুপস্থিতি এবং ব্লগে মিথিলার পরিচিতি না থাকায় আমরা প্রকৃত ঘটনার বিবরণ জাহির করতে না পারায় মিথিলার পোস্টের লিংক প্রথম পাতায় দেয়া থেকে বিরত রাখতে বাধ্য হলাম।

১০৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৭

sherif36blog বলেছেন: আব্জ্বর, কি আশ্চর্য!

১০৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৩

অতিথি বলেছেন: হাহ হাহ বেশ মজার একটা অভিজ্ঞতা হইল............তবে কমেন্টগুলান পড়তে পড়তে মাঝে মাঝে কনফিউশন হইতাছে সে কি ছিল নাকি ছিল না (বোকা হাসি)!!

তবে হ্যাটস অফ টু রুবেল। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব...........(যদি মিথিলা নিক হইয়া থাকে)।

আপনে পলিটিক্সে নাইম্মা যান অতি দ্্রুত। এই লাইনে ভাল শাইন করবেন।

আর যদি মিথিলা সত্যই থাকে তাইলে আগের বেদনা বহাল থাকিবে.............

১০৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৫

অতিথি বলেছেন: দারুন ঘটনা!

মিথিলার পোস্টে জানু সম্পর্কে ঘাটাঘাটিেতে সন্দেহ সৃষ্টি হয়েছিল গতকাল .... .... হ্যাঁ ভাই গতকাল .... ... কারণ এর আগে তেমন পড়া হয়নি ঐ পোস্ট।

যা হোক ... ঘটনাটি জেনে মাথায় কয়েকটা চিন্তা ঘুরপাক খাচ্ছে ....
১. স্যার আর্থার কোনান ডোয়েল একবার শার্লক হোমস কে মেরে ফেলেছিলেন .... পাবলিক ডিমান্ডে আবার ফিরায় আনতে হয়েছিল
২. হুমায়ুন আহমেদের বাকের ভাইকে নিয়ে আমাদের আবেগটা ছিল এরকমই...
৩. হ্যারি পটারকে মারতে চাচ্ছেন লেখিকা ... কিন্তু পাবলিক তাইলে লেখিকাকে মারবেন - এমন সম্ভাবনা উড়ায় দেয়া যায় না।

--- কাজেই মিথিলার সৃষ্টিকর্তা (বা কর্তৃ )প্রায় একই ধরণের দক্ষ ; তবে সমপরিমান না ..... কারণ দুইটা
১. মানুষ জানতনা যে মিথিলা ভার্চুয়াল (উপরোল্লিখিত অন্যান্য ক্ষেত্রে মানুষ জানত)
২. কাহিনীতে অনেক ফাঁক আছে ... ... (যার জন্য ভার্চুয়াল বলে সন্দেহ হল)

যা হোক, ইদানিংকালে ভার্চুয়াল জগতের উপর অনেক সায়েন্স ফিকশন আছে ... নিজেে সেই ভার্চুয়াল জগতের সাথে ইন্টারাকশন করেছি জেনে মজাই লাগছে: ... ... ... ... তাইলে সায়েন্স ফিকশনের লেখক/ লেখিকাগণ এরকম একটা জগতেরই চরম রূপ কল্পনা করে গল্প লেখে!

১১০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৬

অতিথি বলেছেন: সহমত @ হেজাব

১১১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৭

sherif36blog বলেছেন: লানচ

১১২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৫৮

অতিথি বলেছেন: ত্রিভুজ কি দ্্বিতীয় বারের মত শকড ! হল নাকি ?

আমার অবস্থাও বেগতিক । মনের মধ্যে আকু পাকুঁ করছিল ।অনেক কষ্ট পায় নি তবে বড় ধাক্কাঁ খেয়েছি ।

তবে এ থেকে প্রমাণিত হয় যে, ভাচর্ুয়াল জগতের সাথে, মানুষের সংযোগ কিভাবে ঘটেছে ।

মিথিলা সাহেবা যদিও ভার্চুয়াল তবুও তার শেষ ভাচর্ুয়াল কথোপকথন আমাকে মনের মধ্যে গভীর দাগঁ কেটেছে । একজনকে আমি এই কথা বলার পর, আমাকে বলেই উঠল যে, আমি নাকি মিথিলা সাহেবার প্রেমে পড়েছি !
কথাটা শুনার পর এমনই রাগ হল, মানুষ কেন মানুষের মধ্যে সম্পর্ককে নারী-পুরুষ এর লিঙ্গ হিসেবে ভাগ করে দেখে ।

যাই হোক, তাকে বোঝাতে সক্ষম হই যে, লিঙ্গ বাদেও প্রত্যেক মানুষই মানুষ ।
যাই হোক, ভার্চুয়াল চরিত্র আমার মনের মধ্রে দারুন দাগঁ কেটে গিয়েছে ।

কেউ যদি বলে, আমি বোকা হয়ে গেছি, তাহলে বলব হয়ত হয়েছি , আপনাদের চোখে কিন্তু এরকম দাগঁ যখন এভাবে কেউ কাটঁতে পারে, তখন আমাদের ব্লগার মধ্যে ভালই সম্পর্ক গড়ে উঠবে, এটাই এর ভবিষ্যতের ইঙ্গিত ।

১১৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৫৯

অতিথি বলেছেন: আমার সাথে কি একমত ।

১১৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০৩

অতিথি বলেছেন: আমার কিছু বলার নাই। আমি যা বলার আমার ব্লগে লিখে দিলাম। কর্তৃপক্ষ আশা করি দেখবেন। [link|http://www.somewhereinblog.net/sakib/post/28694153|we

১১৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৩

অতিথি বলেছেন: আয় হায়! কয় কি?
সবই ভুতের কারবার দেহি! বাপ্রে!!!!

১১৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৭

শাওন বলেছেন: হুহ ??? তাহলে কি দিয়ে কি হলো ????

১১৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৩২

মোহাম্মদ এরশাদ বলেছেন: শাওন,
রুবেল দিয়ে মিথিলা হল।

১১৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৩৯

আসল ট্র্যাপ বলেছেন: জন্মদাতার হাতে সন্তানের মৃত্যূ ঘটছে।

১১৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪০

শাওন বলেছেন: এরশাদ ভাই , ভালই হলো ।

একজন লেখকের এই গুনটা থাকা দরকার । নিজে না কেঁদে অন্যকে কাঁদানো আর নিজে না হেসে অন্যকে হাসানো । :)) এটা ছাড়া লেখক হওয়া সম্ভব না ।

১২০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৩

অতিথি বলেছেন: কেউ যেন বুলডোজার চালিয়ে আমার সহজ সরল আবেগ -অনূভতিকে তেজপাতার মত চেপ্টা করে ফেলেছে !

১২১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৩

অতিথি বলেছেন: দুবেলা অফিস (8-2 এবং 5-7)। মাঝে তিনটি ঘন্টা অবসর। লাঞ্চ সেরে কম্পিউটারে ইয়াহুমেসেঞ্জার অথবা এটা সেটা নিয়েই ব্যস্ত থাকি। কখনও বা নেট ফোনে বউয়ের সঙ্গে পারিবারিক ঝুট ঝামেলার আলাপে পার করি সময়।
কিন্তু সামহোয়ারইন এ আসার পর, সময়টা ভালোই কেটে যেতো। পড়তাম বেশী, মাঝে কিছু পোস্টও দিলাম। কখনও কখনও মন্তব্য দেয়া। কিন্তু মিথিলার মৃত্যু কেন যেন মনটাকে খুব বেশী নাড়া দিলো। অনেক মন খারাপ করা খবরের পাশে বিশাল এক খাদের সৃষ্টি হলো। ব্যথিত হলাম, অশ্রু .....
ভালোই হলো, আবেগের বশে বিশ্বাস বলি হলো।
তবে, আমার মনে হয় যদি রুবেল নিজেই এই প্রসঙ্গে মৃত্যু পরবতর্ী চিরকুট লিখে ব্যপারটা সবাইকে জানাতেন, ভালো হতো। ধন্যবাদ তাকে দেয়া যেতো তখনই!! কিন্তু এখন সেই ধন্যবাদের স্থলে তাকে ঘৃনা করা উচিত বলে মনে হয় আমার।।।

ধন্যবাদ সবাইকে, সবার অনুভুতি প্রবণ মনকে।

ভালো থাকবেন সবাই।

১২২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৩

অতিথি বলেছেন: শাওন
এর সাথে একমত। এই ধরনের লেখাই তো দেখা যায়।

১২৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৭

টপ র ং া জ বলেছেন: মিথিলা প্রসঙ্গে: যারে ভালবাসা দিয়েছ তাকে নিয়ে এত হট্টগোল কেন? অপমান কেন ? তাইলে কি তোমার ভালবাসায় খাদ ছিল? লোক দেখানোই মুখ্য ছিল? হউক সে অধম তাই বলিয়া তুমি উত্তম হইবা না কেন? বন্ধ কর রঙ্গ তামাশা। ভুলে যাও যে তুমি প্রতারিত। ভবিষ্যতে সত্য ঘটনায় যেন না হারায় অমূল্য ভালবাসা/আবেগ

১২৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫০

অতিথি বলেছেন: রাগও লাগছে ,হাসিও পাচ্ছে।
এতগুলো মানুষহের অনুভুতি নিয়ে খেলা ঠিক হয়নি।

১২৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:২৯

অতিথি বলেছেন: I don't belive it..........

আমি মনে করি কোন কিছুমিস হচ্ছে....

রুবেল ভাই আপনি কিছু বলুন...

কতৃপক্ষ এখনই মিথিলার স্টিক পোস্ট সরাবেন না ....

১২৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৩৯

চিরকালই গাধা বলেছেন: [Mvp]wgw_jv w

১২৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৩৯

অতিথি বলেছেন: খাইছেড়ে..

১২৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৬

অতিথি বলেছেন: বড়ই আশ্চর্যের কথা। মরা নিয়ে এমন নিষ্ঠুর রসিকতা মানাযনা। আল্লা জানে পোলাপানের মাথায় কহত কুবুদ্ধি আছে।

১২৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১৪

অতিথি বলেছেন: মাননীয় নোটিশবোর্ডের কাছে জানতে চাই যে, ঐ একই আই.পি. অ্যাড্রেস থেকে আর কতজন (নিক) ব্লগিং করে?

এমন হওয়া তো অস্বাভাবিক না যে, ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় /অজনপ্রিয় কোন ব্লগার ঐ দুইটা নিক তৈরী করে একটু খেলাধুলা করল....

১৩০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:৩২

ইয়াহইয়া ফজল বলেছেন: নোটিশ বোর্ডের তথ্য অনুযায়ী ও মিথিলা পোস্ট করেছে হংকং থেকে। তবে রুবেলের সাথে ওর যোগাযোগটা হলো কি ভাবে?

১৩১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪৯

হ।স।ন বলেছেন: অনেক কিছু মিস করছি দেখি।

১৩২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১৬

হযবরল বলেছেন: ওরে এই ঘটনা , নোটিশবোর্ড নড়ে চড়ে বসেছে।

১৩৩| ১৭ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৯

অতিথি বলেছেন: আপনারা সবাই গাঁধা। ভার্চুয়াল ক্যারেকটার হলেই তো ভাল। আপনারা কি চান সত্যি সত্যি আঠার বছর বয়সের একটা মেয়ে মারা যাক?

১৩৪| ১৭ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৪

শাওন বলেছেন: কথা ঠিক

১৩৫| ১৭ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:০৬

মঈন বলেছেন: told you long ago everything "sounds fishy". It was just the matter of time. anyways... whoever did this and played with the emotion with genral bloggers, who are human being in nature with soft mind; he or she should get punished. If it is a he his balls should be put in a 300 degree F oven.if it is she bring her to me.

১৩৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:২৪

অতিথি বলেছেন: নোটিশ বোর্ড ভাই, মিথিলার সবগুলো ব্লগ কি পাওয়া যাবে একবারে ? দয়া করে লিংকটা দেবেন । আগাম ধন্যবাদ ।

১৩৭| ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:১৩

ঘোড়ার ডিম বলেছেন: বাপ রে!

১৩৮| ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩০

লাল মিয়া বলেছেন: স্মৃতি তুমি বদনা

১৩৯| ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৯

হাসিব বলেছেন: হ

১৪০| ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৪১

মানুষ বলেছেন: স্মৃতি তুমি বদনা

১৪১| ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:২৯

মানবী বলেছেন: মজার ঘটনা!! ছিলাম না, পোস্টগুলো পড়ে কিছুটা আঁচ করতে পারছি। সত্যিই যিনি অসুস্থ, সহানুভূতি পাবার আশায় নিজের অসুস্থততার কথা ইনিয়ে বিনিয়ে অন্যকে বলেন এমন সাধারনত ঘটেনা।

ইন্টারনেটে অপরের দৃষ্টি আকর্ষনের সব চেয়ে সহজ উপায় মনে হয় নিজেকে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ঘোষনা করা....অনেকটা হসপিটালের প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে পথের পাশে দাঁড়িয়ে থাকার মতো..

এটা শুধু অসততা বা জালিয়াতিই নয়, যথেষ্ট গ্লানিকর.. যিনি করেন তিনি ব্যাপারটা বুঝতে অক্ষম মনে হয়..

১৪২| ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩১

মাহবুব সুমন বলেছেন: ঐটা ছিলো পুরাপুরি কিছু ব্লগারের খেলা

১৪৩| ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৪

বন্ধনহীন বলেছেন: আজব, বেশির ভাগ অতিথি হয়ে গেল, আবার কারো কারো নিক ঠিক আছে।
ইউনিকোডের লীলাখেলা।

১৪৪| ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৯

মানবী বলেছেন: মাহবুব সুমন, খেলা যেই খেলে থাক.. খুব গ্লানিকর এবং নিজের মানসিক দৈন্যতার প্রকাশ ছাড়া অন্য কিছু মনে হলোনা।

অসুস্থতা নিয়ে ফাজলামি করা অন্যায়। সত্যিকারের অসুস্থ মানুষদের প্রতি তখন মানুষের দৃষ্টি ভঙ্গি বদলে যায়, যা দুঃখজনক।

১৪৫| ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪২

মানুষ বলেছেন: স্মৃতি তুমি বদনা
.

.
ভাগ্যিস আমি ঐ সময় জন্মাইনি। এই কারণে এখন এক চোট হাসতে পারছি।

১৪৬| ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩০

ৈকলাশ বলেছেন: বাপরে বাপ!
হেহে....ভাগ্যিস আমি ঐ সময় জন্মাইনি। এই কারণে এখন এক চোট হাসতে পারছি।

১৪৭| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০৩

ধোনোরাজ পিল্লাই বলেছেন: স্মৃতি তুমি ডেগ

১৪৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০২

লাল মিয়া বলেছেন: স্মৃতি তুমি বদনা

১৪৯| ১২ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪১

মানুষ বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম

১৫০| ১৫ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪০

রাতমজুর বলেছেন: খাইছে আমারে!!! এইবার ঠিক ঠাক বুজলাম, ধন্যবাদ শামীম।

আর নিচেরটা হইলো আমার ধরা খাওয়া লিংক:

Click This Link

১৫১| ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:০০

সত্যেন্দ্র ছাতু বলেছেন: স্মৃতি তুমি ডেগ

১৫২| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

তামিম ইরফান বলেছেন: স্মৃতি তুমি ডেগ

১৫৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

...অসমাপ্ত বলেছেন: :) ....আহারে কি সব দিন গেছে সামুতে....।

ব্লগে রেজিস্ট্রেশন করার আগে ভাসা ভাসা ভাবে মিথিলা-রুবেল সিরিজ পড়েছিলাম। :) ....বাংলা ব্লগিংয়ে সম্ভবত এইটা প্রথম গণপ্রতারণার ইতিহাস।

১৫৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

প্রলয় হাসান বলেছেন: হংকংয়ের আই পি হলে আই এস পি বাংলাদেশের মানে? ঠিক বুঝলামনা।!!!

১৫৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

...অসমাপ্ত বলেছেন: সেই সময়ে বাংলাদেশে প্রায় সব আইএসপি ভিস্যাট দিয়ে ইন্টারনেট সেবা দিত। আর ভিস্যাটের হাবগুলো ছিল হংকং কেন্দ্রীক। তাই আইপি গুলো হংকংয়ে রেজিস্টার্ড।

১৫৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

প্রলয় হাসান বলেছেন: ও আচ্ছা এই তাইলে ঘটনা!!! কত কি যে মিস করছি!!! টেনকু আপনাকে।

১৫৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৮

বিষাক্ত মানুষ বলেছেন: ইতিহাস ঠেলা দিলাম

১৫৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪১

হনলুলু বলেছেন: হায় হায়, কবেকার পোস্ট ঠেলা দিলেন বিমা ভাই?
মিথিলার কাহিনীর সময় মনে হয় আমার সা ইনে জন্মই হয় নাই :)

১৫৯| ০৩ রা মার্চ, ২০০৯ রাত ৯:৩৩

আরিফ থেকে আনা বলেছেন: ঠেলা

১৬০| ২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আইপি টাইপির কাহিনী বুঝলাম না। কোন টেকি কি বুঝায়া দিবেন এই অধমরে :(

১৬১| ২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৫

রিফাত হোসেন বলেছেন: হুম
আজও প্রশ্নই রয়ে গেল ।

১৬২| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৯

আইসিস বলেছেন: খুব খারাপ লাগলো । মানুষ এমন হয় কি করে ?

১৬৩| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২১

রিমঝিম বৃষ্টি বলেছেন: মিথিলা কেডা? জানতাম চাই।

১৬৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০

রনি রাজশাহী বলেছেন: দিলাম ঠেলা। রিলেটেড কয়েকটা পোস্টের লিঙ্ক থাকঃ

মিথিলা নাটক: ব্লগের কলংকিত সময়,নতুনরা জেনে নিন।
মিথিলা, মিথ, মিথিমন, মিথ্যা, নাকি দুই মিথ্যুকের যৌথ প্রযোজনা
মিথিলা কেসের সরেজমিন তদন্ত -1
ব্লগীয় জাবর ৩: মিথিলা-কাণ্ড: আসলেই কি সবকিছুর অবসান হয়?
মিথিলার ছবি

১৬৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

সাইফুর বলেছেন: স্মৃতি তুমি বদনা

১৬৬| ০৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৩

রুদ্রপ্রতাপ বলেছেন: ঠেলা

১৬৭| ০৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:২৮

সায়েম মুন বলেছেন: ঠেলা

১৬৮| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৪

শ্রাবনের ফুল বলেছেন: স্মৃতি একটি আশ্চার্য্য পিদিমজনক বেদানা B:-/ B:-) :-B

১৬৯| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪১

চতুষ্কোণ বলেছেন: কঠিন খেল দেখাইছে! :|

১৭০| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৯

রাত্রি২০১০ বলেছেন: এটা কি করে সম্ভব????

১৭১| ২৬ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:৩৮

জাহাজী পোলা বলেছেন: শ্রাবনের ফুল বলেছেন: স্মৃতি একটি আশ্চার্য্য পিদিমজনক বেদানা



১৭২| ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৯

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: :| :|| :-& X( X(( :) :D B-)

১৭৩| ১৪ ই জুন, ২০১১ রাত ৩:০৩

রাষ্ট্রপ্রধান বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৭৪| ১৪ ই জুন, ২০১১ সকাল ৭:২৯

জিসান শা ইকরাম বলেছেন:
ডারাইছি ........

১৭৫| ১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৩০

ইষ্টিকুটুম বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৭৬| ১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:১৬

নষ্ট কবি বলেছেন: B:-) B:-) B:-)

১৭৭| ০৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৬

অদ্ভুতুরে বলেছেন: কিসুই বুঝলাম না B:-)

১৭৮| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:১২

পাওয়ার ফ্যালকন বলেছেন:

ঠেলা ঠেলা ঠেলা

এই নাও মিথিলা
B-)) B-)) B-)) B-)) B-))








১৭৯| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৩২

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: মিখিলার কোন লিংক কি আছে?? বা রুবেলের?? অনেক নিক অতিথি কেন দেখাচ্ছে??

১৮০| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৮

ভারসাম্য বলেছেন: ভাগ্য ভাল মিথিলা'র কোন পোষ্ট পড়ি নাই। নাইলে আমিও শক খাইতে পারতাম।

১৮১| ২০ শে জুলাই, ২০১১ রাত ১০:৩৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এইরকম ক্যারেক্টার আরও আছে বর্তমানে ! তাই ব্লগীয় ক্যারেক্টারকে সিরিয়াসলী নেয়া উচিৎ না।

১৮২| ২০ শে জুলাই, ২০১১ রাত ১০:৪৭

অণুজীব বলেছেন: @মো: সালাউদ্দিন ফয়সাল মিথিলা, রুবেল ২ জনের সব পোস্ট ডিলিট করা হয়েছে

১৮৩| ২০ শে জুলাই, ২০১১ রাত ১১:১৪

মুন্ডুহীন বলেছেন: জাহাজী পোলা বলেছেন: শ্রাবনের ফুল বলেছেন: স্মৃতি একটি আশ্চার্য্য পিদিমজনক বেদানা

১৮৪| ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:৫২

রাখালছেলে বলেছেন: জানি না বুঝি না শুনি না তাই কিছু বলি না । |-)

১৮৫| ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:৫৪

রাখালছেলে বলেছেন: কে এই মিথিলা । রুবেল আসুন কিছু একটা বলুন । মাইক এখন আপনার কাছে । আমরা বসে আছি সে কখন থেকে । আসুন শুরু করি।

১৮৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৬

তন্ময় ফেরদৌস বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

১৮৭| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: :|| :| B:-)




=p~ =p~ =p~ =p~

১৮৮| ২৭ শে মার্চ, ২০১২ দুপুর ১২:০৭

শর্বরী-শর্মী বলেছেন: নতুনরা জানুক।

১৮৯| ১৫ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৫

মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: লাল মিয়া বলেছেন: স্মৃতি তুমি বদনা

১৯০| ২৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৬

জাহিদ হাসান বলেছেন: অনেক আশ্চর্য লাগল .........

১৯১| ২৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫১

জাহিদ হাসান বলেছেন: মিথিলা চরিত্রের স্রষ্টা হাসান এর এতে কী স্বার্থ ছিল ?

১৯২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:০০

আল ইফরান বলেছেন: আমি নয়া ব্লগার।
ইতিহাসের পাতায় নাম লিখাইতে চইলা আসলাম। B-)) B-)) B-))
কিন্তু কিছুই বুঝতে পারলাম না :P :P :P

১৯৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কিছু বুঝমার পারতাছি না...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.