নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে "

আমি বন্য

আমি আমার মত। এলোমেলো জীবন যাপন ভালো লাগে! বদলে যাওয়া বাংলাদশের সপ্ন দেখতে ভালোবাসি।

আমি বন্য › বিস্তারিত পোস্টঃ

আমি বন্য যখন ব্যাঙবাবা B-)B-)B-)

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

ছোটবেলা থেকে আমার এক আজব চিজের প্রতি আগ্রহ ছিল, (হাইসেন না আবার) সেটা ব্যাঙ 8-| । কি মজা পাইলেন?? আসলে হয়েছে কি, আমার বাড়ির পাশে ছিল বড় একখান ডোবা, হাজারো ব্যাঙ সারাদিন ডাকাডাকি করতো। সেই থেকে ব্যাঙ প্রীতি। :-B



এটা ক্লাস থ্রি এর বর্ষাকালের ঘটনা। বর্ষাকালে ব্যাঙ এর ডাকাডাকি বেড়ে যেত। সেটা শুনে আমার মনে এক প্রশ্ন জেগেছিল সারাবছর এরা এত ডাকাডাকি না করলেও বর্ষাকালে ঘেঙর ঘেঙর বেড়ে যায় কেন?? :P বাপজান হইল আমার বন্ধুর মত। তারে গিয়া প্রশ্নটা জিগাইলাম। বাপজান কেমন যেন একটু ভরকাইয়া গেল! তবু শান্ত হইয়া আমারে কইল, “বর্ষার নতুন পানি দেখে তাদের মনে বহুত আনন্দ জাগে, তাই মনের আনন্দে গান গায়” :`> । আমি একটু বন্য টাইপের ছিলাম তো এই এক উত্তরে মন ভরছিলো না।



পরের দিন গেলাম বিচ্ছু বাহিনীর(আমি যার সাধারন সদস্য ছিলাম) লিডার কামাল ভাইয়ের কাছে।কামাল ভাইরেও একই জিনিস জিগাইলাম আর বাপজান কি কইছে তা বললাম।এরপর তিনি শোনাইলেন পুরাই অন্য কথা। কইলেন, “এই সময় পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে আকৃষ্ট করার জন্য ডাকে” :P

আমি বদ পোলার লাখান জিগাইলাম, “কেন এইরকম করে”? =p~

“এই সময় মানুষের মত এরাও বিয়া করে” :-B

তাই নাকি? অনেক মজার তো।।



ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়া বোল্টের লাখান দৌড় দিয়া বাড়িত আসলাম। সারাবিকাল ডোবার পাশে বসে থাকলাম, মজা করে ব্যাঙের ডাক শুনলাম। আমার চিন্তার রাজ্য তখন শুধু ব্যাঙময় !:#P । এর মাঝে আমার মাথায় এক নতুন চিন্তার উদয় হল। ব্যাঙের বিয়ে দেয়ার ভাবনা। কেমনে কি করা যায় তাই নিয়া ভাব্বার লাগলাম।



অনেক ভাবার পর একদিন বিকাল বেলা বাপজানের কাছে গেলাম। বাপজানে বিড়ি ফুকাইতেছিল X( , আর কি যেন চিন্তা করতেছিল। আমি যাওয়াতে সেটাতে ছেদ পড়ল, তয় বাপজান হাসিমুখে কইল ... কিছু কইবি?? আমি বাপজানের কোলে গিয়া বইসা কইলাম, বাপজান একটা কথা কমু রাগ করবা না তো?...... ক না কি কবি?

বাপজান আমি দুইটা ব্যাঙের বিয়া দিবার চাই :P । আমার বাপজান আমার মত পাগল কিসিমের =p~ দেইখ্যা এককথায় রাজি হইয়্যা গেল। বাপজানের সাথে কথা কইয়্যা সামনের শুক্কুরবার দিন ঠিক করলাম। :-B

আমি আমার সব বন্ধুগো শুক্কুরবার দাওয়াত দিলাম, বাপজান মায়েরে বুঝাইয়্যা সব কিছু ঠিক কইরা ফেলাইল(তয় এই নিয়া বাপ-মায়ের মধ্যে ভালোই ঢিসুম ঢিসুম হইছিল /:) /:) )।



আমি ব্যাঙ জোগার করে ফেললাম দুইটা। অনেক অনেক যত্ন নিতে লাগলাম। কপালে টিপ দিলাম :) কারো যেন নজর না লাগে। এই ভাবে কয়েকটা দিন ভালোই কেটে গেল।



শুক্কুরবার সব বন্ধু যথাসময়ে এসে পড়ল। ওরা জানতো না যে আমি কেন ওদের দাওয়াত দিছি। তয় ব্যাঙের বিয়া দেয়া দেখে ওরা অনেক মজা পাইল।অনেক মজা করল, গান করল, নাচলো, সব শেষে দাওয়াত খাইয়্যা বিদায় নিল। আমি তখন নয়া দম্পতি নিয়া মহা ব্যস্ত। অনেক হই-হুল্লুর করে, বাপের সাথে মজায় দিনটা কাটালাম। তয় মায়ে অনেক রাইগা ছিল। বাপজানের জন্য কিচ্ছু কইবার পায় নাই।



পরের দিন স্কুলে গিয়া পরলাম মহা বিপত্তিতে :-* , গেট দিয়া ধোকার সাথে সাথে হগলে আমারে ব্যাঙবাবা বইলা ডাকা শুরু করলো। আমি তো মহা খেপে গেলাম X(( । খেপে কোন লাভ হল না, সময়ের সাথে সাথে আমি হয়ে উঠলাম ব্যাঙবাবা। !:#P কিছুদিনের মধ্যে সবাই আমারে ব্যাঙবাবা বলে ডাকতে লাগল। এমন কি বড়- ছোট সব ক্লাসের মেয়ে ছেলেরা আমারে ব্যাঙবাবা বলেই ডাকত, আর চিনত। আমিও এটাতে পরে অনেক মজা পেতাম,ভালো লাগত ব্যাঙবাবা নামে কেউ ডাকলে। :P



উৎসর্গঃ চেয়ারম্যান০০৭ কে, যিনি এই অলস পোলাডারে গল্প লেখতে অনেক উৎসাহ দিয়েছেন।ধন্যবাদ চেয়াম্যান সাব।;)

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আমি কানিজ বলেছেন: অনেক মজা পাইলাম ব্যাঙবাবা :D

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আমি বন্য বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: +++++++
ভালো লাগলো। আপনার চাইল্ড এবিঊজ নিয়ে আর কোন লেখা পাই না কেন? সচেতনতা তৌরির এখনো সময়, ভাই।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

আমি বন্য বলেছেন: ধন্যবাদ। ওই বিষয় নিয়ে , দেখি যদি কোন কিছু পাই লিখব। তবে অন্য আরেকটা বিষয় নিয়ে লেখার ইচ্ছা আছে।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

দি সুফি বলেছেন: হেহেহেহে ব্যাঙবাবা :D :D মজা পাইলাম। B-))
আমি ছুডবেলায় ডোবার কাছে গিয়া ব্যাঙের গায়ে ঢিলা মারতাম :| B-))

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

আমি বন্য বলেছেন: কি কন মিয়া, এই অবলা প্রানীটারে কেন কষ্ট দিতেন। কষ্ট পাইলাম মিয়া, সুফি মানুষ কি এসব করে নাকি?? X(

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

আমি বন্য বলেছেন: ঠিক আ্ছে রিপোর্ট করে দিব.।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: কি কন মিয়া, এই অবলা প্রানীটারে কেন কষ্ট দিতেন। কষ্ট পাইলাম মিয়া, সুফি মানুষ কি এসব করে নাকি??

আরে মিয়া তখুন ছুড আছিলাম, প্রাইমেরি পড়তাম X(

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আমি বন্য বলেছেন: রাগ্লেন নাকি? আমার অনেক প্রিয় তো তাই রাগছিলাম। যান ছোটকালের ঘটনা দেইখ্যা রাগ সরাইয়া নিলাম। ভালো থাকবেন :)

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! কি অবোধ নিষ্পাপ ভালবাসা ;)

মানুষ যদি এই মনটা বড় হইয়াএ রাখতে পারত.. জগতে বহু সমস্যার জন্মই হইত না :)

+++

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আমি বন্য বলেছেন: হা হা, অবোধ নিষ্পাপ ভালবাসাই তো :)

আসলেই সব মানুষের মন প্রথমে অনেক বড় থাকে আস্তে আস্তে পরিবেশের কারনে সুইয়ের মত ছোট হয়ে যায়, যেটা পারে মানুষরে হুলাইতে

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

*কুনোব্যাঙ* বলেছেন:

ব্যাঙের বিয়ে!!

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আমি বন্য বলেছেন: *কুনোব্যাঙ* দেহি নিজের জাতের বিয়ার কথা সুইন্যা মহা খুশি.। নিজের বিয়ার একখান ফটো দিছে :P

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: রাগ্লেন নাকি? আমার অনেক প্রিয় তো তাই রাগছিলাম। যান ছোটকালের ঘটনা দেইখ্যা রাগ সরাইয়া নিলাম।

ওক্কে B-)) আপনার ব্যাঙের জন্য শুভকামনা রইল #:-S B-))

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আমি বন্য বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

চেয়ারম্যান০০৭ বলেছেন: পোস্ট মজারু হইয়াছে :) পড়ে ভালো লাগলো।ছোটবেলার এসব মজার ঘটনা শুনলে নস্টালজিক হয়ে যাই :(
লেখার স্টাইল টাও ভালো লাগলো।
উৎসর্গের জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকা হোক সর্বক্ষন প্রিয় ব্লগার।

+ এবং প্রিয়তে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

আমি বন্য বলেছেন: ধন্যবাদ। চেয়ারম্যান সাব। আপনার মত হোটবেলার এত কাহিনী নাই তয় কিছু আছে , এখন ভাব্লে মজায় লাগে।

আপ্নিও ভালো থাকবেন সব সময়।
আর হা আপনার না ক্যালকুলাস পরীক্ষা ছিল কেমন হল?? :)

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

ইখতামিন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

আমি বন্য বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

খায়ালামু বলেছেন: আমরাও ব্যাঙবাবা নামে ডাকবার চাই :P

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

আমি বন্য বলেছেন: সুযোগ নাই, আমি যে বন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.