নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে "

আমি বন্য

আমি আমার মত। এলোমেলো জীবন যাপন ভালো লাগে! বদলে যাওয়া বাংলাদশের সপ্ন দেখতে ভালোবাসি।

আমি বন্য › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হিসাবে ২ বছর পুর্তি B-) সাথে ছোট একটা পোস্ট--ধর্ষক ও ধর্ষন!! X((

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

ঠিক দু বছর আগে এই দিনে শুরু হয়েছিল আমার ব্লগার হিসাবে জীবন। এখনো শিখে যাচ্ছি।আরো ভালো কিছু যেন লিখতে পারি তাই সবার কাছে দোয়া চাচ্ছি। আর যারা আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সবাইরে জানাই অনেক অনেক ভালোবাসা, বিশেষ করে চেয়ারম্যান০০৭ , এবং ঘুড্ডির পাইলট কে B-)



পোস্ট:



প্রতিদিন সকালে খবরের কাগজটা খুললেই ধর্ষন আর ধর্ষন।X(( এসব ছাড়া যেন আর কোন ঘটনা বাংলাদেশে নাই। এটাতে কি জনগন কি সচেতন হয়?? না হয় না ... বরঞ্চ জানোয়ারগুলো আরো এটাতে উৎসাহিত হয়X(। তারা আরো নতুন নতুন রাস্তা খুঁজে পায়।



এটা না করে যদি সংবাদপত্রগুলো যদি ধর্ষকদের শাস্তির কথা ছাপতো,( এখানে এই বিচার হয়েছে, ওখানে ধর্ষককে ফাঁসি দেয়া হয়েছে...) তাহলে জানোয়ার গুলো ভয় পেত। কিন্তু সেটা কেনোই বা তারা করবে, এতে কি তাদের পাবলিসিটি বাড়বে?? X(......আর ওদের দোষ দিয়েও বা কি লাভ এরকম ঘটনার কয়টার বা বিচার হয়, আমরা তো মগের মুল্লুকে বাস করি যেখানে ধর্ষকরাই দেশের মাথা...:((



আমরা শেখ মুজিবের বাংলাদেশ চাই না, আমরা জিয়ারও বাংলাদেশ চাই না, আমরা একজন সাধারন বাঙ্গালীর সপ্নের সোনার আর ধর্ষকমুক্ত বাংলাদেশ চাই।







মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

সচেতন প্রহরী বলেছেন: হুমম ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

আমি বন্য বলেছেন: হুম বলে বসে থাকলে হবে না, বাইরের বাতাসকে শুদ্ধ করতে হবে, না হলে বেচে থাকব কিভাবে??

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

শাকিলা জান্নাত বলেছেন: যে অবস্থা তাতে শান্তি ফিরে আসা কঠিন।
পাল্লার ভারি বাটখারা আজ প্রতিকূলে।


শুভ ২য় জন্মদিন। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

আমি বন্য বলেছেন: ঠিক বলেছেন। তবে কঠিন বলে কিছু নেই । সব আমাদের মত মানুষরাই করে,আমরাও পারবো ইনসাআল্লাহ

ধন্যবাদ :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি নয়া মানুষ, আমারেও "উৎসাহ" দিয়েন :P :P :P

তা দুই বছর হইল মিষ্টি কই দিলেন? ধর্ষণ নিয়ে নাহয় আলাদা কথা হইত?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

আমি বন্য বলেছেন: ১৬২ টা পোস্ট। নয়া হয় কেম্নে?? যা তাও উৎসাহ দিমু নে

মিস্টি খাওয়াইতাম। সত্যি করে কই পকেট পুরাই ফাকা, কাউরে কইয়েন আবার :P

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

আমি মুখতার বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি নয়া মানুষ, আমারেও "উৎসাহ" দিয়েন :P :P :P

তা দুই বছর হইল মিষ্টি কই দিলেন? ধর্ষণ নিয়ে নাহয় আলাদা কথা হইত?


এক দফা এক দাবি, মিষ্টি তুই কবে দিবি! :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

আমি বন্য বলেছেন: সব দেহি মিস্টিখোর!! দেহি মিস্টির একখান দোহান দেহোনের ইচ্ছা আছে। প্রথমদিন সবাইরে মিস্টির দাওয়াত দিমু চিন্তা লইয়েন না ;)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

আরজু পনি বলেছেন:

বর্ষপুর্তিতে অভিনন্দন রইল। !:#P !:#P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

আমি বন্য বলেছেন: ধন্যবাদ আপু । B-)

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

টিনের চশমা বলেছেন: নয়া বছর ধর্ষণ দিয়া শুরু করলেন !!! B-) B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

আমি বন্য বলেছেন: কি কন ভাই ধর্ষন দিয়া শুরু করবার চাইলাম না কিন্তু চারিদিকের অবস্থা যা দাড়িয়েছে

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

টিনের চশমা বলেছেন: আর অভিনন্দন । ;) ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

আমি বন্য বলেছেন: ধনে পাতা লন পরে মিস্টি কিন্যা খাওয়ামু নে ;)

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

নাইট রিডার বলেছেন: দুই বছর ব্লগাইলেন, শুভেচ্ছা। ব্লগীয় জীবন দীর্ঘ হোক

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আমি বন্য বলেছেন: ধন্যবাদ নাইট রিডার, ভালো থাকবেন B-)

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

আমিনুর রহমান বলেছেন: ২য় বর্ষপুর্তিতে অভিনন্দন +++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

আমি বন্য বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন B-)

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট করেছেন: ১৬২টি

কিন্তুঃ

ব্লগ লিখেছেন: ৩ মাস ১ সপ্তাহ :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

আমি বন্য বলেছেন: যে তিন মাসে ১৬২টা পোস্ট প্রসব করতে পারে সে কিভাবে নয়া হয়, যুয়ান বদ পোলা
:P :P

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন:
দুই বর্ষ পুর্তির শুভেচ্ছা লন । :D :D


ধর্ষন এর বিরুদ্ধে সকলের স্বতস্ফুর্ত অংশ গ্রহন থাকা দরকার ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

আমি বন্য বলেছেন: ধন্যবাদ ভাই

সবার স্বতস্ফুর্ত অংশগ্রহন হতে পারে এর বিরুদ্ধে প্রধান হাতিয়ার

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

মাক্স বলেছেন: দ্বিবর্ষপূর্তির শুভেচ্ছা!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

আমি বন্য বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

ঘুড্ডির-পাইলট বলেছেন: ওভাই আমিও তো ঘুড্ডির পাইলট আমারে উৎসর্গ কর্লেন না ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

আমি বন্য বলেছেন: ঘুড্ডির পাইলট ওনার কপিরাইট আপনি কেম্নে এটা নিলেন
আপনার বিরুদ্ধে মামলা করা দরকার দেহি B:-)

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

সালমাহ্যাপী বলেছেন: অভিনন্দন :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

আমি বন্য বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বিলেটেড শুভেচ্ছা। :P

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

আমি বন্য বলেছেন: তাও ধনে পাতা লন , কিসুটা শুকিয়ে গেছে গন্ধ অটুট আছে।। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.