নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নওশীন শিকদার

নওশীন শিকদার › বিস্তারিত পোস্টঃ

সীমাহীন পাগলামি!

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬

ইদানিং ক্রিকেটারদের নিয়ে ফেইসবুকে অনেক মেয়েদের বাড়াবাড়ি রকমের লুতুপুতু পোস্ট দেখতে পাচ্ছি আমরা! শ্রদ্ধা বা সম্মান কাকে বলে? আপনারা মুগ্ধ হতেই পারেন, আমরাও মুগ্ধ হই! কিন্তু আপনাদের বহিঃপ্রকাশটা এরকম হলে আপনাদের ইমেজ স্ট্রং বা সম্মানিত রইবে কতটুকু, ভেবে দেখেছেন?

" তাসকিন বাবু তোমাকে এত্তগুলো উম্মা... :* :* :* "

" সাকিব জানু তোমার বউ শিশিরের সতীন হবো আমি ^_^ "

শ্রদ্ধা মানে কি জামাই বানানো, জানু বানিয়ে সেই সেলিব্রেটির সাথে পারলে শুয়ে পড়া টাইপ ফাজলামো? তাহসানকে নিয়ে বাড়াবাড়ি রকমের আবেগ তো ছিলই ইনাদের, এখন ক্রিকেটার ফুটবলারদের নিয়েও সেই টাইপ স্ট্যাটাস! একটা ছেলে যদি নারী গায়িকাকে বা আর্টিস্ট কে নিয়ে ওরকম স্ট্যাটাস দেয় সবাই কত্ত কী বলবে! আর এসব মেয়েদের দেখি কিছুই বলা হয় না! খেলোয়ারদের স্বামী বানাতে বয়ফ্রেন্ড বানাতে এতো ইচ্ছুক তাহলে যেই মেয়ে খেলোয়াড়দের নিয়ে লুতুপুতু স্ট্যাটাস দেন সেই -ই আবার গায়ক/ অন্য কোনো আর্টিস্টকে নিয়েও সেই একই অতিমাত্রায় আবেগী "সোনাজাদুমনি" টাইপ স্ট্যাটাস দেন! কোনটা আসল কোনটা নকল আবেগ / ক্রাশ?
এতো ক্রাশ খেয়ে আপনাদের হৃদপিণ্ডের স্বাস্থ্য ঠিক থাকেতো?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যাপারগুলো আমার কাছেও একটু বাড়াবাড়ি মনে হয়েছে। লিখার জন্য ধন্যবাদ।

২| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৩

রূপা কর বলেছেন: কিছু কিছু মেয়ের জন্য সব মেয়েদের বদনাম হয়।

৩| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

যুবায়ে২৯ বলেছেন: এগুলো মানসিক প্রতিবন্দী। জানেন তো পাগলে কিনা বলে ..

৪| ০২ রা জুলাই, ২০১৫ ভোর ৬:০৭

ভয়ংকর বিশু বলেছেন: তুমি জেলাশ????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.