নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোয়েট্রিক জাস্টিস বলে একটা টার্ম আছে আমরা সবাই এই জাস্টিসের অপেক্ষায় আছি

noyon2009

noyon2009 › বিস্তারিত পোস্টঃ

তুরস্ক কেন সিরিয়ার ব্যাপারে এত বেশি জড়িয়ে পড়েছে?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

উত্তর পশ্চিম সিরিয়ায় এক বিমান হামলায় ৩৩ জন তুর্কি সৈন্য নিহত হবার পর একে কেন্দ্র করে ওই অঞ্চলে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘটনার পরই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আঙ্কারায় এক উচ্চপর্যায়ে নিরাপত্তা বৈঠক করেন এবং তুরস্কের বাহিনী সিরিয়ার ২০০টি লক্ষ্যবস্তুর ওপর স্থল ও বিমান হামলা শুরু করে । এতে ৩০৯ জন সিরিয়ান সৈন্যকে 'নির্মূল' করা হয়েছে এবং ৫টি হেলিকপ্টার, ২৩টি ট্যাংক, ২৩টি হাওইটজার এবং দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে তুরস্ক দাবি করছে।

সিরিয়ার ব্যাপারে এত বেশি জড়িয়ে পড়ার কারণ:
প্রথমত: সিরিয়ার সাথে তুরস্কের দীর্ঘ সীমান্ত আছে। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কট্টর বিরোধী। ফলে সিরিয়ার থেকে পালানো মানুষজন তুরস্ককে তাদের স্বাভাবিক গন্তব্য হিসেবে বেছে নিয়েছে।

আরো একটি গভীর কারণ: সিরিয়ায় যে কুর্দি জনগোষ্ঠী আছে তারা যেন বাশার আসাদবিরোধী বিদ্রোহের সুযোগে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে - সেই চেষ্টা করে চলেছে তুরস্ক। কারণ আঙ্কারার ভয়, এর ফলে তুরস্কের ভেতরকার কুর্দি জনগোষ্ঠীর মধ্যে বিদ্রোহের উস্কানি তৈরি হবে।
তাই তুরস্ক চায়, সীমান্ত এলাকা থেকে কুর্দিদের তাড়িয়ে অন্য প্রায় ২০ লাখ সিরিয়ানদের সেখানে পুনর্বাসিত করতে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৮

মানবিক_মানব বলেছেন: শ্রদ্ধেয় ব্লগারবৃন্দ,
অনুগ্রহ করে আমার ব্লগে ঘুরে আসুন।
আমার ১ম পোস্ট ২০১৩-১৯ সাল পর্যন্ত বাংলাদেশে সংঘটিত ধর্ষণের পরিসংখ্যান বিষয়ক।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: আমাদের নিজেদের সমস্যার শেষ নেই।
আর আপনি আছেন- তুরস্ক, সিরিয়ার!! নিয়ে।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: আমাদের নিজেদের সমস্যার শেষ নেই।
আর আপনি আছেন- তুরস্ক, সিরিয়ার!! নিয়ে।

০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

noyon2009 বলেছেন: আমি বাংগালি আর বাংগালির কাম ই হলো নাক গোলানো আমি না হয় একটু গোলাইলাম (হাসির ইমু হবে)

৪| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১১:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: লিখার জন্য ধন্যবাদ। অন্তত কেউতো ব্যাপারগুলো পরিষ্কার বুঝতে পারছে দেখে ভালো লাগলো। অনেকেই পুরো বিষয় না জেনেই এরদোগানের বিরুদ্ধে উঠে -পড়ে লেগেছে। সব দেশতো আর বাংলাদেশ নয় যে অনন্তকাল ধরে মানবতার দোহাই দিয়ে রোহিঙ্গাদের পুষবে। অন্যদিকে তারা বাংলাদেশের পাসপোর্ট বানিয়ে ফেলছে, অপরাধে জড়াচ্ছে, বাংলাদেশীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, তাদের জন্য বানানো চরেও যেতে চাচ্ছে না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরো বহুদিন ভুগতে হবে। বিশ্বের টনক নড়ানোর আর এর সমাধান একটাই, এরদোগানের পথ অনুসরণ করা। ধন্যবাদ।

৫| ০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

noyon2009 বলেছেন: সঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.