![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরের পিচঢালা পথে
ঘুরে হরেক রকম কিচ্ছা,
চলে এস তুমি এই শহরে
জানতে যদি হয় ইচ্ছা।
ব্যাস্ত শহর কাহাকে বলে
কখনো বুঝিনি,
এই শহরই প্রথম শোনাই
নগর কাহিনী।
কাক ডাকা ভোর কাহাকে বলে
বুঝতে যদি চাও,
নেমন্তন্ন রইল তোমার
এই শহরে যাও।
রাস্তা দিয়ে হাঁটতে যাবে
নয়তো এতো সোজা!
এই শহরের পথের মাঝে
নর্দমারই বোঝা।
মানুষগুলোও হরেক রকম
কেউ ভাল, কেউ মন্দ;
বুঝতে হলে মানুষগুলো
হারাতে হবে ছন্দ।
এই শহরের বিকেলটাতে
নেই মাঠের কোলাহল!
বিকেল হলেই এই শহরে
যানজটেরই ঢল।
সূর্যাস্ত এই শহরে
নয়তো তেমন কিছু,
সূর্য কখন অস্ত যাবে
জানবে না তো কিছু!
এই শহরের রাতটা বড়ই
রহস্যতে ঘেরা,
রঙিন আলোর এই শহরে
জ্বলে নাকো ধ্রুবতারা।
অনেক কথাই লিখে ফেললাম
মন্দ ভেবো নাকো,
এই শহরই দেবে তোমাই
বৃহৎ জ্ঞানের সাঁকো!
এই শহরেই ঘুরে শুধু
অনেক জীবন চাকা,
বেঁচে থেকো তুমি যুগ-যুগ ধরে
প্রিয়-অপ্রিয় ঢাকা।
২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
নওশাদুর রহমান সৌখিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: বেশ সুন্দর ছড়ার কবিতা।