![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহিরে গভীর অন্ধকার,
এখন অনেক গভীর রাত।
আমি পায়না খুঁজে
কবিতার অন্তমিল।
এই জ্যোৎস্না ভরা আকাশ,
বইছে মাতাল করা বাতাস,
ঘুম আসছে না তবু আর
খুঁজছি শুধুই স্লিপিং পিল।
আমি হারিয়ে যেতে চাই
নিস্তব্ধ এই সোডিয়ামের রাজপথে।
হয়ে মহাকালের বাউন্ডুলে
আর নগ্ন পায়ে একঝাক ধুলো মেখে।
এই কুয়াশায় ঢাকা ভোর,
আমার কাটছেনা তো ঘোর,
কেটে যাচ্ছে রাতের নির্জনতা,
হয়ে অতীতের খাতায় আরও একটি প্রহর।
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:২৮
নওশাদুর রহমান সৌখিন বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
সাজিদ উল হক আবির বলেছেন: ভালো লাগলো। আপনার প্রোফাইলের বর্ণনা আরও ভালো লাগলো। কোথায় পড়াশোনা করছেন এখন ?
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৪
এম এ কাশেম বলেছেন: সুন্দর...............