![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের রোদের আদর যেমন আমার মায়ের ভাষা। ইলিশ মাছের ভাজার মতোই গন্ধে, স্বাদে ঠাসা।
আসিয়াছে শীতকাল
মার হাতে গড়া, কই মিঠে কড়া
তালের পিঠা তাল?
ধুপির কুপিটা কই?
তেল সলতের খোঁজ কে রাখিবে?
দাদিও ওপারে ঐ।
চিতয়ের চাঁদ চুপ।
সাতপুতির ঐ ছাঁচ কি আজিকে
রুপকাহিনীতে ডুব?
দই বড়া আহা দই
নানী যে হাসিত নিয়া ভরা বাটি
সাবিনা আমার কৈ?
পাটি শাপটার পাটি
মুড়িয়া সময় উড়িয়া গিয়াছে
আরতো শুনি না রা’টি।
ঝাল পুলি আহ! ঝাল
আলু ভাজি ভরা খালামার গড়া
স্বাদে পুড়িত যে গাল!
গরম গরম ফুঁহ!
বাদাম বিকেল বিলোপ সকল
ভাইবোন ভরা উহ!
শেমায় পিঠার ধূম
নাই নাই আর শাশুড়ি মায়ের
রচনায় উম উম!
চুলার উদরে আহ!
কুসুম গরম বকরির দুধ
পাগল পরান নাহ?
নতুন গমের ভাত
খেজুর লালিতে, গোলাপ থালিতে
মাখামাখি মুখ হাত।
ছিটা পিঠা ছিট ছিট
বুয়ার হাতের যতনে আসিয়াছে শীতকাল
মার হাতে গড়া, কই মিঠে কড়া
তালের পিঠা তাল?
ধুপির কুপিটা কই?
তেল সলতের খোঁজ কে রাখিবে?
দাদিও ওপারে ঐ।
চিতয়ের চাঁদ চুপ।
সাতপুতির ঐ ছাঁচ কি আজিকে
রুপকাহিনীতে ডুব?
দই বড়া আহা দই
নানী যে হাসিত নিয়া ভরা বাটি
সাবিনা আমার কৈ?
পাটি শাপটার পাটি
মুড়িয়া সময় উড়িয়া গিয়াছে
আরতো শুনি না রা’টি।
ঝাল পুলি আহ! ঝাল
আলু ভাজি ভরা খালামার গড়া
স্বাদে পুড়িত যে গাল!
গরম গরম ফুঁহ!
বাদাম বিকেল বিলোপ সকল
ভাইবোন ভরা উহ!
শেমায় পিঠার ধূম
নাই নাই আর শাশুড়ি মায়ের
রচনায় উম উম!
চুলার উদরে আহ!
কুসুম গরম বকরির দুধ
পাগল পরান নাহ?
নতুন গমের ভাত
খেজুর লালিতে, গোলাপ থালিতে
মাখামাখি মুখ হাত।
বাবা ঝামায়তো জাম
সে জাম খাইয়া ভুলিয়া যাইতাম
বাবারে! বাবার নাম!
ছিটা পিঠা ছিট ছিট
বুয়ার হাতের যতনে রোচিত
বুয়া কই সেই ট্রিট?
১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৪
সাবিনা বলেছেন: ধন্যবাদ আপুমনি
২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৩
আমি সাজিদ বলেছেন: ছবিটি কি আপনার তোলা? কোথায় তোলা?
১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৬
সাবিনা বলেছেন: ছবিটা সংগ্রহীত
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বিশাল বড় ছড়া পাঠ করলাম চমৎকার লাগল কবি আপু
১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮
সাবিনা বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ নিন ভাইয়া
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৯
সাবিনা বলেছেন: এ ত্তো গু লো ধন্যবাদ!
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০১
নেওয়াজ আলি বলেছেন: দারুণ উপস্থাপন ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১০
সাবিনা বলেছেন: শুভকামনা সতত
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩০
রামিসা রোজা বলেছেন:
কবিতার পরোতে পরোতে পিঠার কাহিনী এক কথায়
অনবদ্য ও চমৎকার হয়েছে ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩২
সাবিনা বলেছেন: আপ্লূত হলুম। শুভকামনা আপু।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৭
সেজুতি_শিপু বলেছেন: বাহ্ ! কত্ত কত্ত পিঠা! অমর হোক পিঠা কবিতা।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩
সাবিনা বলেছেন: অমর হোক সেজুতি আপুর এই কথা। শুভেচ্ছা সেজুতি শিপু আপু
৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬
কল্পদ্রুম বলেছেন: মজার ছড়াকবিতা।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে