![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুত্ত্ব মানে "তুই আমাকে কাল চা
খাওয়ালি, আজ আমি
তোকে খাওয়াবো" এটা নয়।
.
বন্ধুত্ত্ব মানে "আমি কাল তোকে
সাতবার ফোন দিয়েছি,
তুই দিয়েছিস কয়বার??" -এমন নয়
.
বন্ধুত্ত্ব মানে "কাল তোর জন্য
আধঘন্টা একা একা দাড়িয়ে
ছিলাম, আজ তুই একঘন্টা দাড়িয়ে
থাক"-এমন নয়
.
বন্ধুত্ত্ব মানে "কাল তোকে
বার্গার খাওয়ালাম, আজ তুই
গ্রিল খাওয়া"- এমন নয়। .
.
.
বন্ধুত্ত্ব মানে পকেটে টাকার
সংকটেও এক কাপ চা ভাগা ভাগি
করে খাওয়া। .
বন্ধুত্ত্ব মানে পকেট টাকা শুন্য, অথচ
জমরেশ ঘুরা ফেরা।
.
বন্ধুত্ত্ব মানে মন খারাপে অহেতুক
মন ভালো করার
চেষ্টা করা।
.
বন্ধুত্ত্ব মানে আড্ডায় গান গাইতে
সুন্দর কন্ঠ লাগে না।
সবাই এক স্বরে গেয়ে উঠা "অল্পনা
বয়সের ছকিনা
ছেরি,,,,,,,,,,,," .
বন্ধু হতে হলে স্মার্ট হতে হয় না।
লাগে সুন্দর মন
মানসিকতা।
.
বন্ধুত্ত্ব মানে সবাই সবার শালা,
কেউ কারো দুলা ভাই না
©somewhere in net ltd.