![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট আপার বিয়ের মাত্র কয়েক দিন বাঁকি। আম্মুর কাছে বায়না ধরলাম, ক্যামেরা কিনবো, না কিনে দিলে বাসাতেই যাব না। মুক্তিপন স্বরুপ আমাদের অর্থমন্ত্রী(আম্মু) যে কয়টা টাকা দিল, উহাতে ডিএসএলআরের লেন্সও হয় না। কি আর করার, DSLR এর চিন্তা বাদ দিয়ে নরমাল ক্যামেরার দিকে মন দিলাম। কিন্তু এ কি! নেটে যেটা পছন্দ হয়, স্থানীয় বাজারে সেটা পাই না, দামের পার্থক্য তো আছেই। কাপড় কেনার জন্য যে কটা টাকা পেয়েছিলাম, সেটাও ক্যামেরা রাণীর পেছনে বিসর্জন দিতে হল। ২০মেগাপিক্সেল আর সিলভার কালরের প্রেমে পড়ে ক্যাননের পয়েন্ট অ্যান্ড শুট যখন কিনে নিয়ে আসলাম, আমার খুশি দ্যাখে কে?
মনে হল, পাইলাম! আমি ইহাকে পাইলাম!
কিন্তু ঘোর কাটতে দেরি হল না। আমার শখ পক্ষীর ছবি তোলা, 8X জুমে ওটা হয় না। ব্লার ছবি তুলবো, ৩.২অ্যাপারচারে উহা কি করে হবে? রাগে, দুঃখে, অভিমানে ক্যামেরাকে বাক্সবন্দী করে রাখলাম। গায়ে হলুদের দিন বড় আপা বললো, "কি রে, ক্যামেরা নাকি কিনেছিস? নিয়ে আয় দেখি, কেমন ছবি ওঠে"
এমনিতেই মন খারাপ ছবি তুলতে গিয়ে হল মেজাজ খারাপ। ফোকাসিং ঠিকমত হয় না। অটো মোডে দিলে, ফ্ল্যাশলাইটের জন্য সব জ্বলে যায়। নরমাল মোডে সব অন্ধকার দেখা যায়। হাত কাঁপাকাপির সমস্যা তো আছেই। আর হবেই বা না কেন! Aperture, ISO, Sutter speed, Focul length এসবের কিছু জানতাম নাকি?
তারপর অনেক সময় পেরিয়েছে। রোদের মধ্যে ঘুরাঘুরি, পাখির পেছনে দৌড়াদৌড়ি সব বাদ পড়েছে। ল্যাপটপের ফোল্ডারো হাজার হাজার ছবি জমে আছে, কিন্তু ছবি তোলার নেশাটা আর নেই।
এক সময় ইচ্ছে করতো ছবি ব্লগ দিব। ছবিগুলো এডিট করে পোস্ট করতে ইচ্ছে করে না। সময়ের সাথে সাথে শখগুলোও পরিবর্তন হয়। এটাই জীবন...
ড্রাফটে রাখা কিছু ছবিঃ
২. নিম ফুল।
৩। নিম ফল।
৪. পাথরকুচির কুঁড়ি।
৫. পাথরকুচি। (ফুল ফোটার আগের মুহূর্তে)
৬। গত বছর এক বাড়ীর ছাদে তুলেছিলাম।
৭। বট ফল
শেষেরটা ছাড়া বাঁকিগুলো ম্যাক্রো মোডে তোলা।
Aperture: 3.2-6.9
ISO: 100/auto
Sutter speed: auto
Focul length: 5-40mm
⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ পোস্টে মন্তব্য সুবিধা নেই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ দাদা।
কখন যে কোন ভূত মাথায় চাপে! মাঝেমধ্যে নিজেই নিজেকে চিনতে পারি না। জীবনটা আসলেই রহস্যময়
বসন্তের শুভেচ্ছা। ভালো থাকবেন।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
করুণাধারা বলেছেন: ছবিগুলো ভালো লাগলো, আর ছবি তোলার পিছনের কাহিনী ও ভালো লাগলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ ম্যাডাম
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭
স্রাঞ্জি সে বলেছেন:
তবে যাই হোক ছবিব্লগ দিবার ইচ্ছাটা পরিবর্তন হয়নি। হইলে তো এমন সুন্দর ছবি তো পাইতাম না।_______ ব্লগে নাকি জ্বিন পরীর আছর লেগেছে। তার জন্য কি প্রথমেই নিমের ঝাঁরপোক দিচ্ছেন। ______
৬ নং ছবিটা ভাল লেগেছে______
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জ্বীন পরী থাক, সমস্যা নাই, ফ্লাডিং না হলেই হহল। (পরীদের কিন্তু আমার পছন্দ।)
মন্তব্য থ্যাঙ্কু। আজ ফাগুনীেপূর্ণিমা রাতে চল পলায়ে যাই..
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৭
ভুয়া মফিজ বলেছেন: সময়ের সাথে সাথে শুধু শখ কেন.....অনেক কিছুই পরিবর্তিত হয়।
মানুষ দিনে দিনে আরো ম্যাচুওরড হয়।
আপনার ছবিগুলো আসলেই সুন্দর, তবে শেষের আপেলের ছবিটা চেনা চেনা লাগে। কারন কি???
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আর ম্যাচিউর, আমি বান্দরই থাকতে চাই।
আপনি তাও তো কবিতা ওয়ালীকে বউ করতে পেরেছেন, আমার ভাগে সেটাও হবে না।
আপেলের ছবিটা চেনা চেনা লাগে। কারন, উহা আপনার পরিচিত।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ছবি ব্লগ দিবেন না বলিয়া যেই ছবি ব্লগটি প্রকাশ করিয়াছেন, তাতে আপনার বিরুদ্ধে মামলা করা যায় .
আচ্ছা, আপেলে কি ফরমালিন আছে, না থাকলে এদিকে দিয়েন; আপ্পনার বিরুদ্ধে বারতি শক্তি সঞ্চয় দরকার আছে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আইন কানুন আমার পড়া আছে, মামলা করিয়া জেতা মুশকিল
এই আপেল নিরাপদ। পরিবারসহ খেতে পারবেন।
ভালো থাকুন
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩
মনিরা সুলতানা বলেছেন: নিমফুল সহ নিমের ছবি অনেক সুন্দর লাগছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
এসব ক্রপ করা ছবি, অরিজিনাল ছবিগুলো আরো ভালো লাগে।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩
ইব্রাহীম আই কে বলেছেন: সবসময় স্বাভাবিক মুডে থাকি, কিন্তু যখনি ছবি তোলার জন্য ক্যামেরা হাতে নেই হাত কাপাকাপি শুরু করে দেয়
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সবারই এমনটা হয়।
সময় নিয়ে ছবি তুলবেন, কাঁপাকাঁপিটা একসময় এমনিই বন্ধ হয়ে যাবে।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩
স্রাঞ্জি সে বলেছেন:
তুমি ভাপু জাতে কন্যারাশি ____ এ আর কন লাগবোনা।
তই আজ পূর্ণিমা না কিন্তু সামনে ঊনিশ তারিখ পূর্ণিমা হবে। তখন হাঁটা যায়।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভালুবাসা দিবসের শুভেচ্ছা।
আর কন্যা রাশি
রাখ তোর উনিশ তারিখ। আজকেই চল পলায়ে যাই...
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭
নীল আকাশ বলেছেন: আফনের পক্ষীকুলের ছবি গুলি মচৎকার হয়েছে বেশ!
বিশেষ করে ৪ আর ৫ নাম্বার পক্ষীরা বড়ই মনোহর!
আফনের মতো একবার আমিও সেই রকম জিদ ধরছিলাম মোটর সাইকেলের জন্য। আফনে তো পাইছেন,
আমার ফাটা কপালে জুটেছে সেই রকমের ধোলাই! মনের দুঃখে আজও এটা চালান শিখলাম না।
আফনের বুনুর গায়ে হলুদের কিছু ঝাকা নাক ছবি দিন না ব্লগে! কয়েকদিন ধরে পরী ব্লগ দেখতে দেখতে আর ভালো লাগছে না। এই বার একটু.......
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আর পক্ষি, ওই ব্যাটাদের পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। এখন শুধু ফুলের ছবি তুলি
আফনের ধোলাই এর ঘটনা পড়িয়া মজা পাইলুম।
আফার অনুমতি পাইলে ছবিব্লগ দিব। তবে অনুমতি পাবার সম্ভবনা ০%
মন্তব্যে থ্যাঙ্কু
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৬
শাহিন বিন রফিক বলেছেন:
পাথরকুঁচির পাতা থেকে গাছ হয় যেদিন এই তথ্য হাতে পেলুম সেদিন কমপক্ষে ১০ জায়গায় পাতা রেখে দিলুম। ও মা! ১০-১২ দিন পর দেখি সত্যি সত্যি অঙ্কুর বের হয়েছে।
কিশোর বয়সের সেই দিনগুলি খুব মিস করি।
ছবি তোলার শখ ছিল না (ক্যামরো ছিল না বলেই মনে হয় কখনও শখ হয়নি) তবে ছোট একটি ফুলের বাগান ছিল, কোন বন্ধুর কাছে যদি শুনতাম নতুন ফুলের চারা পাওয়া যাবে তখনই তা সংগ্রহ করে এনে বাগানে লাগাতাম।
এখন অবশ্য শখ আছে একটা- টাকার বাগান যদি লাগাতে পারতাম, তাহলে জীবনের এত হ্যাবা নিতে হত না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার অতীত কাহিনী পড়লাম। বাগান করার শখ তেমন একটা হয় নি। তবে ফুলের ছবি তুলতে দারুন লাগে।
জীবনে কম-বেশী সমস্যা সবারই আছে। এর ভেতর দিয়েই চলতে হবে। শুভকামনা নিরন্তর
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪২
ল বলেছেন: নিম ফল আর বট ফল দেখে ভালো লাগলো দাদা।
সুন্দর স্মৃতিময় পোস্ট।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ মি. ল
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৪
ঢাবিয়ান বলেছেন: অনেক সুন্দর ছবিগুলোর সাথে আরো কিছু বর্ননা থাকলে আরেকটু ভাল লাগতো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সামনে ছবিব্লগ দিলে বিষয়টা মাথায় থাকবে
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫
ম্যাড ফর সামু বলেছেন: ...... তো দেহি ভালাই ছবি তোলে! তা সব সময় সবাইরে না খোচাইয়া মনু ক্যামরার বাটনডা হারাদিন খোচাইলেতো আমরা আরও ভাল কিছু পাইতাম!
পুনশ্চ: কতগুলো ছবিতে পুরাই টাস্কিত!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ফাগলের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
খোঁচাখুচি না করিলে মোর ফ্যাডের ভাত হজম হয় না বন্দু/জানু।
মন্তব্যে ধন্যবাদ।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাকিটা ইতিহাস। সেই ইতিহাস ছবি বন্দি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইতিহাস কথা কয়। একটা ছবি= অনেক স্মৃতি।
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথম ক্যামেরা কেনার সময় বেশীরভাগ মানুষেরই এই সমস্যা হয়। আপনার ছবিগুলোর মুক্তির অপেক্ষায় রইলাম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
আমি একটু অলস। সময় করে ছবিগুলো রিলিজ করবো
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩
গরল বলেছেন: সুন্দর তুলেছেন তবে এখন POS ক্যামেরার চেয়ে ভালো মোবাইলেই বেশি সুন্দর ছবি তোলা যায়। dxomark.com যেয়ে ক্যামেরার রেটিং দেখে মোবাইল সাধ্যের মধ্যে মোবাইল বাছাই করে নিতে পারবেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হ্যাঁ। এখনকার মোবাইলে ১.৮-২.১ Aperture থাকে। সুন্দর ছবি ওঠে।
লিংকের জন্য ধন্যবাদ
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
ফয়সাল রকি বলেছেন: সুন্দর ছবিগুলো!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৯
মুক্তা নীল বলেছেন: আপনার ছবিগুলো অনেক সুন্দর। ভালো-ই তো গুন আছে আপনার। ভালোলাগা রইলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন
২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! আপনি যে ভাল ফটোগ্রাফারও সেটা তো জানা ছিল না! ছবিগুলো একেবারে খারাপ হয়নি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি শখের ফটোগ্রাফার। এক সময় ছবি তোলার খুব শখ ছিল। এখন সেসব অতীত।
২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮
সুমন কর বলেছেন: লেখা ছিল মজা এবং ছবি সুন্দর। তা, এখন একটা ডিএসএলআর কিনে আবার নেশায় বুদ হয়ে যান।
+।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ দাদা।
এখন নেশা/ঘোর দুটোই কেটে গিয়েছে। যদি কখনো ইচ্ছে হয় আবার বেরিয়ে পড়বো
ভালো থাকবেন। শুভরাত্রি
২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২১
স্রাঞ্জি সে বলেছেন: নিজু ভাপু চলে আহো কর্ণফুলীর নতুন ব্রিজে, একসাথে হাঁটি। হলুদ বাল্বে ভাল লাগবে। নদীর তীরে জাহাজের বাতি গুলো। যেন একেকটি ঝিনুক পোকা।
যদি চাওতো ডিঙি নৌকায় থাকার ব্যবস্থা করে দিমু।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমারে ভাপু ডাকিস ক্যা বে??
আপু নিক খুলো তোরে দৌড়ানির উপরে রাখবানি।
চল, ঘুরতে যাই...
এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
দূর দেশে যাব রে
বাসা বানাব রে, থাকবো দূজনে ...
২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
শায়মা বলেছেন: ফুল, ফল গেলো......
পাখি কই? পাখি? আর লতা পাতা বন জঙ্গল!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আর পাখি! সবাই তো উড়াল দিয়েছে।
https://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1548554638-c9c3675_xlarge.jpg
ও আমার উড়াল পঙ্খীরে
যা যা তুই উড়াল দিয়া যা....
২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১
শায়মা বলেছেন: এইটা কি দিসো?
কিছু দেখা যায় না ....
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইহা এক পেত্নীর ছবি
২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন:
প্রিয় মন্ডলভাই,
ঠিকই তো সময়ের সঙ্গে সঙ্গে সব ইচ্ছা গুলো পরিবর্তিত হয়। আসলে আমাদের জীবনটাই যে যেখানে প্রবাহমান স্রোতস্বিনীর ন্যায় ।
সুন্দর ছবি ব্লগ । ।
বাসন্তীক শুভেচ্ছা রইল।