নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

৯ম থেকে ১৩তম গ্রেডে কোটা থাকছে না: মন্ত্রিপরিষদ সচিব

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭



সরকারি চাকরিতে ৯ম থেকে ১৩তম গ্রেডে কোনো কোটা না রাখার সুপারিশ করেছে সরকার গঠিত কমিটি। আজ সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে কমিটি।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, "মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের যে রায় আছে তা কোটা সংস্কার বা বাতিলে কোনো প্রভাব ফেলবে না বলে আইন কর্মকর্তারা মত দিয়েছেন। তাদের এই সুপারিশ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদন পেলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী মাসেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে।"
বিস্তারিত খবর.....



কোটা প্রসঙ্গে কিছু কথাঃ
কোটার পক্ষে-বিপক্ষে নানা কথা সেই ফ্রেব্রুয়ারি থেকে চলে আসছে। ছাত্রদের দাবী ছিল কোটা সংস্কার করে একটা যুক্তিযুক্ত/সহনীয় পর্যায়ে রাখা। তা না করে, কোটা ব্যবস্থার পুরোটাই তুলে দেয়াটা কতটুকু যৌক্তিক? বিশেষত সংবিধান যেখানে কোটার পক্ষে??

যে কোন কাজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, রাষ্ট্রের সর্বচ্চ আইন সংবিধান। আর সংবিধান বিরোধি কোন আইন কার্যকর হবে না। মানে, কেউ যদি আইনটার বিরুদ্ধে রিট করে সেটা বাতিল হবে।(বিস্তারিত জানতে সংবিধানের ৪৪ ও ১০২ অনুচ্ছেদ দেখুন।)

এখন প্রশ্ন হল, কোটা নিয়ে আমাদের সংবিধান কী বলে?
প্রথমেই আমাদের সংবিধানের প্রস্তাবনার একটি লাইন দেখি,
"আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।" (গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্য.. শব্দগুলো আলোচনার দাবি রাখে)


এবার সংবিধানের কিছু অনুচ্ছেদে চোখ রাখা যাক,
★ সুযোগের সমতা
১৯৷ (১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন৷
২৭। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
২৮। (৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। (এটা নারী কোটা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার পক্ষে)

সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা
২৯। (১) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।(কোটা থাকবে না)
(২)........
(৩) এই অনুচ্ছেদের কোন কিছুই-
(ক) নাগরিকদের যে কোন অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁহাদের অনুকূলে বিশেষ বিধান-প্রণয়ন করা হইতে,
রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। (অনগ্রসরদের জন্য কোটা থাকবে এবং সেটা ফাইনাল।)


এখন অনগ্রসর কারা, এটা বের করতে হবে। আমার কথা, "নারী কোটা, জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী ও আদিবাসী কোটা... সবগুলোই থাকবে। তবে, কোনটা কতটুকু থাকবে বা কার জন্য সেটা প্রযোজ্য হবে, এটা আলোচনার দাবী রাখে।"



.


[ফ্লাডিং-এর কারণে পোস্টে মন্তব্য সুবিধা স্থগিত করা হয়েছে। :(]

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


সরকার কিছু একটা করছে তা;হলে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এখনো করে নি। সামনে হয়তো লাউ-কদু কিছু করবে। আর ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি, রাজনীতি প্রীতি, দুর্নীতি বাড়বে।।


২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

রাকু হাসান বলেছেন: গ্রেড--২২০০০

গ্রেড-১০ -১৬০০০

গ্রেড-১১ - ১২৫০০

গ্রেড-১২ - ১১৩০০

গ্রেড-১৩ -- ১১০০০

গ্রেড-১৪ - ১০২০০

গ্রেট অনুসারে বলা যাচ্ছে নিচের স্তরের চাকরিগুলো তে কোটা থাকছে না । ভালো মান সম্মত কোটা থাকছে সেটাই তো ?
কোটা আন্দোলনকারীরা এ সিদ্ধান্তের প্রতি সমর্থন দেখলাম । তাহলে দিনশেষে সরকার লাভবান হচ্ছে । যাই হোক গ্রহণযোগ্য সমাধান যদি তারা মেনে নেয় আামারও কোনো অভিযোগ নেই ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমারও তেমন অভিযোগ নেই। তবে মনে একটা প্রশ্ন থেকে যায়, নিয়োগ বানিজ্য কি আরও বাড়বে??

১ম ও ২য় শেণীতে কোটা থাকছে না।(হয়তো)
নবম গ্রেডের উপর সরাসরি নিয়োগ হয় না, হলেও খুব কম। ওগুলো সাধারণত প্রমশন পেয়ে হয়(সচিব, জেষ্ঠ সচিব, যুগ্ম সচিব, সিনিয়র সচিব, সহকারী সচিব.....)

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

রাকু হাসান বলেছেন: একি :( :( এখনো খাইতেছেন ;)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ডিনার শেষ। কয়েকটা পোস্ট পড়ছিলাম।


নোটিফিকেশনের সমস্যা তো আছেই....

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

রাকু হাসান বলেছেন: নিয়োগ বাণিজ্য বাড়ার সম্ভবনা দেখছি ।তবে সরকার মুক্তিযোদ্ধা সন্তানদের কি সান্ত্বনা দিবে । তারাও তো সংখ্যাটা কম নয় ! উপজাতি,জেলা কোটা ,প্রতিবন্ধী কোটা সব মিলিয়ে অনেক । তবে আমি কোনো সময় কোটা বাতিলের পক্ষে ছিলাম না । সংস্কার হতো যদি আমার কাছে ভালো হত আরও ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমিও চাচ্ছিলাম কোটার সংস্কার হোক। তা না হলে নিয়োগ বানিজ্য বাড়বে। গ্রামের কৃষকের ছেলেটার/মেয়েটার পরিবর্তে ঘুষখোর আমলার সন্তানই চাকরি পাবে।

২৪.৩% দ্ররিদ্রের দেশে সাম্যের কথা বলে, সুবিধাবঞ্চিত, প্রান্তিক লোকদের এখানেও বঞ্চিত করাটা মহা অন্যায়।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২২

কাওসার চৌধুরী বলেছেন:



হিরো, গুরুত্বপূর্ণ পোস্ট; প্রিয়তে নিলাম ৷ +++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।


পোস্টের শেষে আরো কিছু লিখতাম। কিন্তু এসব অরণ্যে রোদন তাই বাদ দিলাম।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: আমাদের চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই।
সরকার যা চাইবে তাই হবে। আমরা চিল্লাচিল্লি করলে অথ্যাচার সইতে হবে। কারাগারে যেতে হবে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কথাটা একদিক দিয়ে ঠিক। তবে সব কাজে লাভ লসের চিন্তা করলে চলে?

স্বার্থ ছাড়াই কিছু বিষয়ে কথা বলতে হয়...

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.