নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন ভূমিকা না দিয়ে, সরাসরি ঘটনায় চলে যাই:
সকালে একটা কাজে কোন এক কলেজে গিয়েছিলাম। কলেজের ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে চোখ আটকে গেল। টাকা জমাদানের রশিদের উপর লেখা, "শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।"
আমার সমস্যা কোথায়, সেটা বোঝার সুবিধার্থে কথাটা অন্যভাবে বলিঃ
১। শিক্ষা নিয়ে গড়বো দেশ, নিজাম উদ্দিনের বাংলাদেশ।
২। "শিক্ষা নিয়ে গড়বো দেশ, মোদের প্রিয় বাংলাদেশ।"
৩। "শিক্ষা নিয়ে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।"
৪। "শিক্ষা নিয়ে গড়বো দেশ, লাখো শহীদের বাংলাদেশ।"
৫। "শিক্ষা নিয়ে গড়বো দেশ, এগিয়ে যাক/স্বপ্নের এক বাংলাদেশ।"
......
একটু খেয়াল করে দেখুন তো, ২/৩/৪/৫ বাক্যটাতে একটা আবেগ কাজ করছে না। অথচ প্রথমটাতে কেমন একটা রাগ কাজ করছে(মানে, আমি শিক্ষা নিয়ে নিজামের দেশ গড়বো কেন?)।
"আমার বাংলাদেশ"/"আমাদের বাংলাদেশ" বললে আমাদের মধ্যে একটা দেশপ্রেম কাজ করে। কিন্তু "নিজামের বাংলাদেশ" বা "উমুকের বাংলাদেশ" বললে দেশপ্রেমের পরিবর্তে, ঐ নামটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব প্রকাশ পায়।
আচ্ছা?
এরপর অন্যকেউ প্রধানমন্ত্রী হয়ে যদি তার নাম লিখে? মানে,
"শিক্ষা নিয়ে গড়বো দেশ, বেগম জিয়া/জয়/তারেকের বাংলাদেশ।"
তখন কেমন লাগবে?
আমার তো রাতে ঘুম হবে না।
এখন প্রশ্ন আসে, দেশটা আসলে কার?
উত্তরটা যুক্তি দিয়ে দেই,
সংবিধানের প্রস্তাবনা
"আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া [জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি।.... "
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
১৷ বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” নামে পরিচিত হইবে৷
সংবিধানের প্রাধান্য
৭৷ (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷
সংবিধানের অনুচ্ছেদগুলো আলাদাভাবে আর ব্যাখ্যা করলাম না। ব্লগের সবাই শিক্ষিত। আপনারা মনদিয়ে দুবার পড়লেই বুঝতে পারবেন। আবার চাঁদগাজীর মত বলেন না, ড. কামাল হোসেন সংবিধান লিখতে ভুল করেছেন/ম্যাওপ্যাও কিছু লিখেছেন।
এসব উল্টাপাল্টা কথা শুনলে/দেখলে মেজাজ আমার গরম হয়। সেটা ব্লগেই হোক বা কোন কলেজে.....
সারমর্মঃ
হাসিনা আপা যতই দেশ প্রেমিক হোক, এভাবে নামটা লেখা ঠিক হয় নি(অন্তত আমার কাছে)। কেউ দেশের জন্য কাজ করলে, এমনিই তার নাম লেখা থাকবে। মানুষ মনে কারো নাম লিখতে কি খাতা কলমের দরকার পড়ে?
প্রথম ছবি দেবার কারণ, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এ দেশ আমাদের সবার। এদেশ কোন নেতা, দল বা গোষ্ঠির একার নয়।(না বুঝলে আবার পড়েন)
দ্বিতীয় ছবি দেবার কারণ, শেখ সাহেব আমার পছন্দের নেতা। দেশকে নিয়ে উনার যে প্ল্যানগুলো ছিল, সেসব আমার পছন্দ। (আপার উপর রাগের কারণ: শেখ হাসিনা নামেই শেখের বেটি। উনার দেশ পরিচালনার সিস্টেম আমার পছন্দ নয়।)
বি. দ্র.: প্রতিউত্তরে দেরী হবে....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেটাই।
মানুষ সাদা কালো বুঝতে শিখুক। ব্যক্তি বা পরিবারের পেছনে পড়ে না থেকে দেশের জন্য কাজ করুক।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনাম দেখেই আমার রাগ লেগেছে। লেখা পড়ে রাগ নেমেছে।
শিক্ষা নিয়ে গড়বো দেশ, চাঁদগাজীর বাংলাদেশ...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটাই টেকনিক, আমি মন্তব্য দেখে বুঝতে পারবো, পোস্টটা কে পড়েছে।
শেখ হাসিনার ছবি ইচ্ছে করেই দেই নি। ওটা দিলে রাগটা আরো বাড়তো..
মন্তব্যে ধন্যবাদ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
রাকু হাসান বলেছেন: চমৎকার লিখেছেন । আমি এই শিরোনাম টা যখন থেকে তখন থেকেই খারাপ লাগা কাজ করছে । এভাবে নিজের ঢোল পিটিয়ে লাভ নেই । যদি এই শিরোনাম টা লেখা থাকতো ‘‘শিক্ষা নিয়ে গড়বো দেশ ,আমার বাংলাদেশ’’ কত ভালো থাকতো । একটি জাতীয়াবোধ কাজ করতে কারও সমস্যা হবার কথা ছিলো । এটা নিয়ে ব্লগ লেখার জন্য অভিনন্দন । আমি লিখতে চাইছিলাম কিছু আগে ,আপনি লেখাতে সেটা আরও সুন্দর হলো ।
দুঃখজনক । সম্প্রতি বিটিভির এক বিজ্ঞাপন দেখে দারুণ বিনোদিত হয়েছিলাম । এটাও অনেক টা হাস্যকর ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর মন্তব্য।
নিজের ঢোল পেটাবে পেটাক। নেতারা নিজেদের পয়সায় ভার্সিটি, হল, হাসপাতাল....... করে তার সাত পুরুষের নামে করুক। মানা করেছে কে??
আমার কৃষক/শ্রমিক... বাপ/ভাই.... ঘাম ঝরাবে, আর সেই টাকায় নেতারা নাম কামাবে???
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০
স্রাঞ্জি সে বলেছেন:
যাক বাবা, মাথা তাহলে খুলল....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আর ঘন্টাখানেক কিবোর্ডের উপর রাগ ঝাড়বো। তারপর অফলাইনে যাব।
আড্ডাপোস্টের কথা আলাদা। এসব পোস্টে প্রাসঙ্গিক মন্তব্য করতে হবে।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
"শেখ হাসিনা নামে শেখের বেটি; উনার কাজকর্ম জিয়ার মতো"
-তাই?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হতেও পারে। কিংবা নয়।
এটা তো আপনার থেকে কপি মারা।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
আখেনাটেন বলেছেন: এটি মনে হয় কিছু অতি উৎসাহী, চাঁদগাজীর ভাষায় মগজহীন, লীগারের কাজ। কোথায়, কোন জায়গায়, কীভাবে প্রকাশ করতে হবে উনাদের তা বোধগম্য হওয়ার পর্যায়ে নেই।
অবশ্য উৎসাহটা আমাদের মাননীয় নেত্রীর কাছ থেকেই পেয়েছেন। উনি নিজেও কথায় কথায় 'আমি দিয়েছি', 'আমি করেছি', জাতীয় শব্দ ব্যবহারে মুন্সিয়ানা দেখিছেন। চেলারা আর কি করবে?
এরপর রাজাকার বান্ধবেরা ক্ষমতায় আসলে সেটাও হজম করতে হবে আমাদের। চলছে, এভাবেই চলব...। একজন শুরু করেছে আরেকজন শেষ করবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমারও তাই মনে হয়।
শেখ হাসিনার কিছু কাজে গলদ আছে। উনি সমালোচনা পছন্দ করেন না, মোসাহেবদের ভালোবাসেন। ১০ বছরেও নেতাদের দুর্নীতি দুর করতে পারছেন না, এ কেমন কথা??
বিএনপি-জামাত তাদের নিজেদের যোগ্যতায়/ভালো কাজের জন্য নির্বাচনে জিততে পারবে না। তারা যদি কখনো জেতে, বুঝে নিতে হবে, জনগণ লীগের মোসাহেব, সুবিধাবাদী, কানকাটা রমজান টাইপ নেতাদের অনিয়ম, দুর্নীতি সহ কিছু অতিউৎসাহী কাজে অতিষ্ট হয়ে এমন কাজ করেছে।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯
রাকু হাসান বলেছেন: আমার কৃষক শ্রমিক ভাইদের কথা এখন কে বলে ? সে সময় কি আছে ! সবাই তো ফজলুল, ভাসানীর মত না । খুব খারাপ লাগে । শুধু এটাই না । আমাদের দেখা কিছু সংসদ সদস্য সরকারি খরচে অবকাঠামো নির্মাণ করে ,নাম দিচ্ছে নিজের নামে । এরা এমন কেন । মাথায় খেলে কেমন এসব । আমি হলে লজ্জায় জীবনেও নাম নিতাম । আরে ভাই আমি যদি ভালো কাজ করে যাই তাহলে অন্যরাই আমার নামে অনেক কিছু করবে । হক সাহেব কি করে গেছিলো ,নজরুল ,ভাসানী । কই তাদের নামে তো তারাই বেশ কিছু করছে । অামার মনে এমন সস্তামী বাংলাদেশেই অন্য কোনো দেশে নেই ,থাকলেও খুব কম । বিশেষ করে ইউরোপিয়ান দেশের কথা বলছি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এখনকার নেতাদের যা বুদ্ধি! নিজের নামটা মনে আছে এটাই ঢের। (অন্যের নাম তো এদের মাথায় আসে না।)
মন্তব্যে লাইক। আজ ছোট করে প্রতিউত্তর দেব।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার উপলব্ধি। প্রত্যেকটা মানুষের মধ্যে যে সৎ গুন আছে, দরকার তার জাগরণ। সঠিক আত্মপলব্ধিই দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। যেখানে দেশ ও জনগন পেয়ে যাবে উপরের সবকটি ঠিকানা।
রাকুর কথাগুলি বেশ সুন্দর ।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় মন্ডলভাইকে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ দাদা।
সবার নিজে নিজে সৎ হওয়া কঠিন। কারো কারো জবাব দিহিতা/ঠ্যাঙানির দরকার আছে। আর সুস্থ রাজনীতির চর্চা না হলে দেশ এক জায়গায় ঘুরতে থাকবে।
রাকুর চিন্তাধারাগুলো পজিটিভ।
(মন্তব্যটা পরির্বতন করে দিলাম)
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮
সাইন বোর্ড বলেছেন: খুব ভাল উপলব্ধি, তবে জিয়ার সাথে হাসিনার কাজের তুলনা মেনে নেওয়ার মত না, হতে পারে এটা লেখার ভারসাম্য রক্ষার জন্য করা হয়েছে । জিয়ার কাজ-কারবার এতটা খারাপ হলে সম্ভবতঃ মানুষ তাকে এতদিন মনে রাখত না । অার এটা প্রমাণ করার জন্য জাতিকে অপেক্ষা করতে হবে, হাসিনা ক্ষমতার বাইরে গেলে বা মারা গেলে জাতি তাকে কত দিন মনে রাখে, সেটা দেখার জন্য ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।
"শেখ হাসিনা নামে শেখের বেটি; উনার কাজকর্ম জিয়ার মতো" কথাটা চাঁদগাজীর থেকে নকল করা। কেন করেছি?
সাদৃশ্যঃ
১. দুজনেই দেশকে ভালোবাসে কিন্তু ক্ষমতার গিয়েছে বিতর্কিতভাবে।
২. দুজনেই ক্ষমতায় থাকার জন্য অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ড ঘটিয়েছে।
৩. মেজরের ৫ম সংশোধনি(১৫আগষ্ট সম্পর্কিত) ও হাসিনার তত্তাবধায়ক সরকার ও প্রধান বিচারপতির অপসারণ সম্পর্কিত সংশোধনী ত্রুটিপূর্ণ।
৪. দুজনেই বক্তৃতা করতে পারে না(আমার ভালোলাগে না)।
৫. দুজনেই গলাকাটা ক্যাপিটালিজমে বিশ্বাসী।
৬. দুজনেই গণতন্ত্রের নামে সৈরাচারী।
....আরো শুনবেন?
বৈশাদৃশ্যঃ
১. মেজর যুদ্ধাপরাধীদের রাজনীতিতে এনেছেন, হাসিনা তাদের সরিয়েছেন, বিচার করেছেন।
২. ১৫আগষ্ট ও জেল হত্যার মূল হোতাদের জিয়া সাপোর্ট করেছে ও ছেড়ে দিয়েছে, কিন্তু হাসিনা তাদের বিচার করেছে।
৩. শেখ হাসিনা দুর্নীতি দমনে ততটা সফল নন। মেজর দুর্নিকীবাজদের পিটিয়ে সোজা করেছিল। জিয়া কৃষিতে জোর দিয়েছিলেন। তিনি কালো সানগ্লাস মাইলের পর মাইল হেঁটেছেন, কৃষকদের সাথে কথা বলেছেন, হ্যান্ডশেক করেছেন। এতেই কমবুদ্ধির বাঙালী মজে গিয়েছে।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
শাহিন বিন রফিক বলেছেন:
ব্লগ খুলেই চমৎকার একটি লেখা দেখে মনটা ভাল হয়ে গেল।
আমাদের জায়গায় আমার শব্দটা আসলেই বেশি অহংকারী টাইপের হয়ে যায়। শেখ হাসিনা প্রায় বলেন-আমি বিদ্যুৎ দিয়েছি, এতটা দিয়েছি ওটা দিয়েছি। আমরাতো বলছি না পাই নাই।
এখন যদি আমি প্রশ্ন করি- টাকা কোথা থেকে পেলেন?
নিশ্চই বলবে না আমি দিয়েছি তাহলে কেন শ্রমিকের টাকায় দেয়া বিদ্যুৎ শ্রমিকের অবদান উল্লেখ থাকবে না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রশ্নটা এখানেই।
যেই আমির মধ্যে নিজের অহমিকা/অহংকার প্রকাশ পায় সেটা বর্জনীয়।
আমাদের মা কে, আমরা কখনো বলি না, "আমাদের মা"। বলি, "আমার মা"। দেশের ক্ষেত্রেও হওয়া উচিত, "আমার দেশ"/আমার মা(দেশ)। (এর(দেশের) কোন ক্ষতি আমার জীবন থাকতে হবে না।)
ব্যাপারটা এমন হলে, আমার কথাটা ব্যবহার করা যায়। এখানে আমি মানে শুধু নিজাম নয়। বাংলার প্রতিটি সন্তান।
জয় বাংলা
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২০
সুমন কর বলেছেন: হুম !!
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ???
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬
অভিশপ্ত জাহাজী বলেছেন: নিজের মত করে রাষ্ট্র চালানোর জন্য যে এই শিক্ষ্যা ব্যবস্থার বিকল্প নেই। আর এই শিক্ষ্যা ব্যবস্থা তো এমনি এমনি দাঁড় করেনি সরকার। মানুষ কে ছাগল বানিয়ে কানে ধরে খাওয়াচ্ছে , মল ত্যাগ করাচ্ছে , সেই মল আবার গিলাচ্ছে , হজম না হলে বড়ি দিয়ে দিচ্ছে। এমনিতেই দিয়েছে নাকি এই শিক্ষ্যা ব্যবস্থা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক।
দশ বছর শপথ পাঠ করে, ".... অন্যায় কোন কাজ করবো না, অন্যায়কে প্রশ্রয় দেব না..." কাজে গিয়ে পাকা দুর্নীতিবাজ হয়। এ দেশ আগাবে কীভাবে?
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৫
কাওসার চৌধুরী বলেছেন:
দেশটা এখন দুই পরিবারের দুই আপার মালিকানায়; যখন যার লাঠির জোর বেশি থাকে তখন তিনি মালিক৷পাবলিক হলো তাদের গোলাম৷ইলেকশন হলো পাবলিককে ধোঁকা দেওয়ার একটা হাতিয়ার৷আর এরশাদ কাকু হলেন, এই সিনেমার প্রধান কমেডিয়ান৷
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দুই আপা কোথায় পেলেন?
একটা আমার আপা(হাসি না), আরেকটা মেকাপ ম্যাডাম(বেজি)।
সচ্ছ নির্বাচন হলেও লাউ কদু এক। লীগ, দল, জাপা, জাশি... সব কয়টা প্রতিহিংসার রাজনীতিতে চাম্পিয়ন।
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬
আমিনভাই বলেছেন: একজন ব্লগার আছেন রাজিব নুর মনে হয় শিহ্মিতই হবে। ওনি মাজে মাজে হাসিনার জ্ঞানের প্রসংশা করেন। আরে ভাই এটা জ্ঞান না কুজ্ঞান। আমরা জানি শিহ্মাই জাতির উন্নতি সব আর দেখেন করছেটা কি? সময় থাকতে বোজেন ভাই সময় গেলে সাধন হবে না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যে যাই বলুক, কেউ যেন অন্ধভাবে কাউকে বিশ্বাস না করে।
১৬.২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১০
রাজীব নুরবলেছেন:
....
দেশটা শেখ হাসিনার একার না। আমাদের সবার। আপনি ঠিক বলেছেন,
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪১
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: যে কোনো প্রতিষ্ঠানে শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর ছবি ঝুলে থাকতে দেখি। সেই ছবি দেয়ালে টাঙ্গিয়ে রাখার দরকার কি??
দেশটা শেখ হাসিনার একার না। আমাদের সবার। আপনি ঠিক বলেছেন,
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শেখ সাহেবের ছবিতে কোন সমস্যা দেখি না...
জাতির পিতার প্রতিকৃতি
৪ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।]
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
লায়নহার্ট বলেছেন: {আপনার চিন্তা ভাবনা মৌলিক নয়, তবে অনেকের চেয়ে সঠিক। আপনার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি!}
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মৌলিক, যৌগিক কী বুঝি না। ছোট মাথায় যতটুকু বুঝেছি, লিখেছি...
ধন্যবাদ।
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশের শিক্ষাপীঠগুলোতেও চামচামি! দুঃখজনক! আমাদের রাজনীতিবিদদের মাথায় যে গোবর, এটা তার প্রমাণ।
শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এসব সস্তা চামচামি, দলাদলি বাদ দিয়ে দলমত নির্বিশেষে দেশের মানুষকে দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করার পদক্ষেপ নেওয়া।
দলমত নির্বিশেষ, ঐক্যবদ্ধ হয়ে গড়বো দেশ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেটাই।
দলমত নির্বিশেষ, ঐক্যবদ্ধ হয়ে গড়বো দেশ।
সবাই সাদা কালো বুঝতে শিখুক। কোন দলের চামচাগিরি নয়, কাজ হবে দেশের জন্য।
জয় বাংলা।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: বৈশাদৃশ্যে হাসিনাকে পজিটিভলি যেটা দেখিয়েছেন, সেটা ছিল তার অাক্রশের বহিঃপ্রকাশ, যা জাতির জন্য হিংসা ও বিদ্বেষ ছাড়া কোন কল্যাণ বয়ে অানেনি, জাতিকে এর জন্যও একদিন চরম মূল্য দিতে হবে ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কেন ভাই?
রাজাকারদের বিচার, ১৫আগষ্টের হোতাদের বিচার করা কি অনর্থক অাক্রশ?? অপরাধীর বিচারেও চরম মূল্য দিতে হবে?? অবাক হলাম।
(সত্যের জন্য যদি মূল্য দিতে হয়, আমার আপত্তি নেই।)
এখন আপনি যদি প্রশ্ন করেন বিচারে স্বচ্ছতার অভাব ছিল।
সেটা বিচার বিভাগের কাজ। আমি নিরব।
২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
ইব্রাহীম আই কে বলেছেন: ভাবনাগুলো ব্যক্তিগত হলেও সঠিক এবং যুক্তিযুক্ত।
আমিও অনেক সময় এভাবেই ভেবে দেখি, কিন্তু প্রকাশ করা হয়না কখনো কারোর কাছে।
আচ্ছা আমাদের মত কি হাসিনা আপাও এভাবে ভেবে দেখেননা!!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের মৌলিক চিন্তাগুলো এক হওয়াই দরকার।
শেখ হাসিনা চাটুকারদের ভীড়ে প্রকৃত অবস্থা বুঝতে পারছেন না/বুঝতে চাচ্ছেন না। তবে উনি যে রাজনীতির দাবায় ভুল চাল দিয়ে চলেছেন এটা নিশ্চিত।
২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
ভাইয়ু বলেছেন: চাটুকারে দেশটা ভরে গেছে৷ গনতান্ত্রিক দেশে এমনভাবে চাটুকারীতা চলতে থাকলে গদিতে বসে থাকা লোকগুলা নিজেরে সুপরিওর ভাবতেই পারে৷
শাহজাহান খানের "আমি ক্ষমা চাওয়ার মত কিছু করিনি" বাণীটা খুব মনে পড়ছে...
বাই দ্যা রাস্তা, মন্ডল ভাই ভালাছেন?
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আলহামদুলিল্লাহ্, ভালো আছি।
(আপনি লেখালেখি চালিয়ে যেতে পারেন। সেটা অন্য নিকেও হতে পারে।)
নেতা/দলের চাটুকারীতা ছেড়ে সবাই দেশের জন্য কাজ করুক।
২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
এটম২০০০ বলেছেন: Hasina is the name of a hated and cursed woman in Bangladesh. She did immeasurable damage to many things including education.
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কথায় দ্বিমত করবো না।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬
হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: সুন্দর বলেছেন। ব্যক্তিগত চিন্তা থেকে বেরিয়ে উদার মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন। আত্মকেন্দ্রিকতা এবং আমারটা আগে এটা থেকেও বেরিয়ে আসা দরকার।