নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

"বঙ্গবন্ধুনামা" (সহব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি)

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১



প্রথমেই বলে নেই, এটা একটু ব্যতিক্রমী পোস্ট। সবাই লেখার পর পোস্ট দেয়, আর আমি পোস্ট দেবার পর লেখা শুরু করব।

অনেক দিন থেকে ভাবছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবগুলো ভাষণ ব্যক্তিগত সংগ্রহে রাখব। ২-৩বছর আগেই ইউটিউব থেকে বেশ কিছু ভাষণের ভিডিও সংগ্রহ করেছি। তবে ভিডিওর ভাষণগুলো পুর্ণাঙ্গ/সম্পুর্ণ নয়। এছাড়া আমি চাচ্ছি ভাষণগুলো লিখিত আকারে সংগ্রহ করে রাখব। এত বড় কাজ একার পক্ষে করা কঠিন বই কি! আবার এমন হল যে, আমি খেটেখুটে একটা ভাষণ শুনে শুনে টাইপ করলাম। তথচ আমার আগেই কেউ একই কাজ সুন্দরভাবে করে রেখেছে। তাই, আমি চাচ্ছি কাজটা সবাই মিলে করি...
বঙ্গবন্ধু প্রেমীদের কাছে হেল্প/টিপস/পরামর্শ/সমালোচনা আশা করছি....


উল্লেখ্য যে, ৭ই মার্চ ও বাকশাল ভাষণের লিখিত রুপ আমার আছে। আমি বাঁকিগুলো চাচ্ছি। মন্তব্যে লিংক দিলে ভালো হয়। অথবা আপনি নিজেই নতুন একটা ভাষণের পোস্ট দিলেন। সেটাও দারুন হয়...
যেসব নেই...
১. ১৯৭২এর জানুয়ারির ভাষণ।
২. ঢাকা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ অনুষ্ঠানের ভাষণ।
৩. সেনাবাহিনীর ক্যডেটদের দেয়া ভাষণ(১১জানুয়ারি ১৯৭৫)
সহ বাঁকিগুলো....



★★★ আপডেটঃ (পোস্টটি মাঝেমধ্যে আপডেট করা হবে:)
বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত বইঃ
১। অসমাপ্ত আত্মজীবনী- শেখ মুজিবুর রহমান। (১৬.১৮ মেগাবাইট)
☞ ডাউনলোড লিংক-১ (xeroxtree.com/pdf/oshomapto_attojiboni.pdf)
অথবা, লিংক-২(পাঠাগার)
২। এই দেশ এই মাটি (প্রবন্ধ, বক্তৃতা, বাণী, নির্দেশ ও সাক্ষাৎকার)
ডাউনলোড করুন (সাইজঃ ৭১.১) মেগাবাইট
☞ ১৪ নাম্বার মন্তব্যেও লিংকটা দেয়া আছে।

৩। কারাগারের রোজনামচা।
৪। স্মৃতিকথা
৫। নয়া চীন ভ্রমন
৬। আগরতলা ষড়যন্ত্র মামলা
৭। বঙ্গবন্ধুর বক্তৃতা সম্ভার(বঙ্গবন্ধুর ১০০টি ভাষণের সমন্বয়ে প্রকাশিত গ্রন্থ)
৮। Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman.
(যেসব বইয়ের লিংক দিতে পারিনি, মন্তব্যে সেসবের পিডিএফ লিংক(সরাসরি ডাউনলোড করা যায় এমন) দিতে পারলে ভাল হয়)


ভাষণঃ
১। ৭ই মার্চের ভাষণ (সংবিধানের ৫ম তফসিলের অনুরুপ) - মো: নিজাম উদ্দিন মন্ডল।
২। ২৬শে মার্চ ১৯৭৫, বাকশালের ভাষণ।... বঙ্গবন্ধুর জীবনের শেষ ভাষণ (এ ভাষণ নয়, বাংলার ইতিহাস) - মেঘনা পাড়ের ছেলে।
৩। বাংলা ভাষায় বঙ্গবন্ধু কর্তৃক জাতিসংঘে প্রদত্ত ভাষণ (আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট)
জাতিসংঘে বাংলায় ভাষণের কিছু তথ্য (দৈনিক ইত্তেফাক)
৪। ৭ই মার্চের ভাষণ। ইউটিউব থেকে(ICT Division) - মো: নিজাম উদ্দিন মন্ডল
৫। ১১জানুয়ারি ১৯৭৫, কুমিল্লা সেনানিবাসে দেয়া বঙ্গবন্ধুর ভাষণ
৬। বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ২০ উক্তি


প্রিয় কিছু ভাষণের ইউটিউব লিংকঃ
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।(Zunaid Ahmed Palak)
৭ই মার্চের ভাষণ প্রথম বারের মত সম্পূর্ণ রঙ্গিন সংস্করণ HD।(Bangladesh Awami league
(বঙ্গবন্ধুর ভাষণ) ঢাকা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে।

জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ(২৫শে সেপ্টেম্বর ১৯৭৪)
সেনাবাহিনীর ক্যাডেট ভাইদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর ভাষণ(১১ই জানুয়ারি ১৯৭৫)
বাকশাল নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ ( ২৬শে মার্চ, ১৯৭৫)
⏩⏩ আরও কিছু ভাষনের লিংক....


আরো কিছু বিষয়ঃ
১. মুক্তিযুদ্ধ ১৯৭১; মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩০০টির অধিক পোস্ট লিঙ্ক নিয়ে তৈরী হল সামহোয়্যার ইন ব্লগ মুক্তিযুদ্ধ বিষয়ক আর্কাইভ - ফারজুল আরেফিন এর বাংলা ব্লগ ।
২. ২৬ মার্চের স্বাধীনতা ঘোষনা এবং কিছু প্রশ্ন
৩. ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ এর বাংলা ব্লগ।
৪. ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ কি হারিয়ে গেছে?
* ডেটলাইন ৭ মার্চ, ১৯৭১: সিবিজিআর- এর চোখে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
৫. ৭ই মার্চের ভাষণঃ স্বাধীনতার দলিল বনাম জিয়ে পাকিস্তান/জয় পাকিস্তান/পাকিস্তান জিন্দাবাদ নামা - আইরিন সুলতানা
৬. দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
৭. বাকশাল -মাসুদ করিম
৮. বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ‘অযোগ্যতাই’ আমাদের অভিভাবকহীন করেছিল


কৃতজ্ঞতা প্রকাশঃ সৈকত জোহা, আর্কিওপটেরিক্স ও রাকু হাসানসহ সহ লেখকদের।।




জয় বাংলা।

মন্তব্য ৭৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


ভালো, ভাষণগুলো শুনলে, উনার ঐতিহাসিক ভুমিকা, ভাবনাচিন্তা, পদক্ষেপগুলো ও অসফলতার কারণগুলো পরিস্কার হবে

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেটাই। আমাদের জন্য এটার খুব দরকার।



৩০ তারিখে ৭ই মার্চের ভাষণ নিয়ে একটা পোস্ট দেব। অগ্রীম দাওয়াত। ;)
(২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।)

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "৩০ তারিখে ৭ই মার্চের ভাষণ নিয়ে একটা পোস্ট দেব। অগ্রীম দাওয়াত। "

দেখিয়েন, শেষে ব্লগার নুরু সাহেবের মত পোষ্ট লিখিয়েন না; শেষে, শেখ সাহেবকে জেনারেল জিয়ার স্তরে নিয়ে আসিয়েন টাসিয়েন না

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কি মনে হয়! আমি কি এতই কাঁচা? :(

ছোট বেলায় ও ভাষণ শুনে শুনেই আমার মুখস্ত। ২৯-৩০ তারিখে বিস্তারিত লিখব। ব্লগের সব রাজনীতিবিদদের আমন্ত্রন।

দেখা যাবে, কে কেমন দাবা খেলতে পারে.....;)

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভালো আছি। ধন্যবাদ

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: বাকিগুলো archive.org তে খুজুন
And yes I am a safe blogger now.

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও বুঝেছি! আপনিই চাঁদগাছী আর্কিওপটেরিক্স হয়েছেন।

আপনার লিংকে তো ভিডিও আছে। আমি চাচ্ছিলাম ভাষণগুলোর লিখিত রুপ। (সময়করে ঐ লিংকে ভালো করে খুঁজে দেখব...)

মন্তব্যে ধন্যবাদ, আর সেফ হওয়ায় অভিনন্দন। ;)

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আর সময় থাকলে আমিই খুঁজে link দিতাম :(
আমার SPIDER একাজে পটু B-)

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেখি খুঁজে, কয়টা পাই। না পেলে জানাব।


৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: লিখিত ডকুমেন্ট ও পাবেন ওখানে :)
Just search.They should be in txt or rtf or pdf.

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি কানাকে সুঁই খুঁজতে বলছেন? :(

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

কাছের-মানুষ বলেছেন: আপনি কাজ শুরু করে দেন!

আগে কেউ করার সম্ভাবনা প্রচুর, তবে আপনি ভাষন লিখিত আকারে দেবার পাশাপাশি ভাষনের পটভূমি এবং তখনকার রাজনৈতিক অবস্থা কিছুটা উল্লেখ্য করতে পারেন, এতে কিছুটা ব্যাতিক্রম কাজ হবে।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পরামর্শে ধন্যবাদ।

একটা লেখা কমপ্লিট করেছি। আরেকটার কাজ চলছে। এসবে প্রচুর সময় লাগছে। তাই পোস্টটা দিলাম...

নেটে ও ব্লগে সার্স দিয়ে দেখলাম। প্রচুর লেখা আছে। আমি ব্যতিক্রম কিছু করার চেষ্টা করব।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

ফেনা বলেছেন: রাজনীতি হোক জনগণের কল্যানের জন্য।
বাংলাদেশের জন্য দোয়া রইল। এই সুন্দর দেশের যেন সুস্থ এবং সুন্দর রাজনীতির চর্চা হয়।

ভাল থাকবেন সবসময়।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ। আমরা সুস্থ রাজনীতির পক্ষে।

রাজনীতি হোক জনগণের কল্যানে।
রাজনীতি হোক দেশ, মাটি ও মানুষের জন্য।

জয় বাংলা।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই তো ব্যতিক্রমী পোস্ট । বেশ এখন পোস্টের অপেক্ষায় থাকলাম।

শুভকামনা মন্ডলভাইকে।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।


গত কয়েক দিনে একটা কাজ করেছি। ওটার লিংক দিয়ে দিচ্ছি।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

সৈকত জোহা বলেছেন: আপনার মেইল আইডি দিন। আমার কাছে পিডিএফ আছে। এখানে কিভাবে এড করতে হয় জানি না

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি কি লাইনে আছেন?
আসলে, পিডিএফ নয়, আমি চাচ্ছিলাম ডকুমেন্ট ফাইল। চাইলে, কাজটা আপনিও করতে পারেন। পিডিএফকে ডকুমেন্টে কনভার্ট করে আপনার পেজে পোস্ট দেবেন। আমাকে লিংক দিলেই চলবে।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: @ সৈকত জোহা Upload them in wikisend.com and give the link :)

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বইটা তো স্ক্যান কপি। আমার যে ওয়েব লেখা/তার লিংক চাই। যাতে কপি করে পোস্ট দিতে পারি।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

সৈকত জোহা বলেছেন: Click This Link

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দু:খিত। মোবাইল থেকে ঢুকতে পারছি না।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মুজিব আমার স্বাধীনতার অমর কা‌ব্যের ক‌বি।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

মুজিব আমার প্রিয় নেতা।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: Here you go

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ। আর্কিওপটেরিক্স ও সৈকত জোহা।

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: To convert use polaris office or pdf to doc or adobe reader B-)

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Ok

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: এইটা সৈকত জোহা ভাইয়ের দেওয়া লিংক এর Google Drive version.I searched for it. :D

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Thank's সৈকত জোহা & আর্কিওপটেরিক্স. :)


আপনারাও ভাষণের একটা করে পোস্ট দেবেন। ;)

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আরও লাগলে DARKWEB ঘাটেন ;)

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার মাথা ঘুরছে।

আপনারা বসে না থেকে সামুতে এসবের দু-চারটা পোস্ট দিলেই তো হয়। আমি লিংক কপি করে নিতাম। :P


ভালো থাকবেন....

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

রাকু হাসান বলেছেন:

শেখ মুজিবের জাতিসংঘের দেওয়া প্রথম ভাষণ ------view this link লিখটি কিছুটা সহায়তা করার কথা ।
এটাও কার্যকরী হবে আশা করি

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ রাকু হাসান।


লিংক যুক্ত মন্তব্যে আমি দারুন খুশি। আশা করি আমাদের পরিশ্রম সার্থক হবে। :)

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১১

রাকু হাসান বলেছেন:


অবশ্যই । নিজাম ভাই সৈকত জোহা ভাই তো অতি মূল্যবান বইয়ের সন্ধান দিলেন । আমি জানতাম না । বইটি পেয়ে গেলাম । সেখানে সেসব ভাষণ আছে দেখলাম শুরু থেকে একদম । তবে লেখক সরাসরি ভাষণ তুলে ধরলে ভালো হত । ভাষণের মধ্যে মাঝখান থেকে লেখক কথা বলেছেন । পাবেন তো অবশ্যই । আরও বই অবশ্যই পাবেন । লাইব্রেরিতে খোঁজলেই বেরিয়ে যাবে । :)

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ বইটা খুব কাজের। সৈকত জোহাকে স্পেশালি থ্যাংকস।

আমার ল্যাপটপে বইটা অনেক আগে ডাউনলোড ছিল। খেয়াল করি নি। সমস্যা হল, বইটার পিডিএফ স্ক্যান করা। লেখা কপি করতে পারব না। আমি তো ভাষণগুলো পোস্ট আকারে দিতে চাচ্ছিলাম। :(

২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার পরিশ্রম সার্থক হউক

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।


একা মানুষ, কত করবো? আপনারাও একটু কাঁধ লাগান!

২১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন:
আপডেট দেয়ায় ভাল হয়েছে!

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চেষ্টা করছি, ধন্যবাদ।

২২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: কেমন আছেন আপনি...???

আপডেট দেয়াতে উপকার হয়েছে। এক ভাই এর কাছ থেকে সাহাদাত হুসাইন এর "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান" নামে একটি বই সংগ্রহ করে পড়েছিলাম। ওখানে কয়েকটি ভাষণ ছিল।

দেখি আবার বইটি আনতে পারি কি না, আনলে একটা আপডেট দেয়া হবে ইনশাআল্লাহ..

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আলহামদুলিল্লাহ! ভালো আছি।


বই, ভাষণ, পিডিএফ যাই পারেন লিংক দিবেন। তাড়াহুড়োর দরকার নেই। সময় করে দিলেই হবে।

ভাল থাকুন।

২৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ।+

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ

২৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


জাতির ও উনার দল উনার বলয় থেকে দুরে সরে গেছে; আজকের বিশ্বে, উনার ভাষণের কোন মুল্য আছে বলে মনে হয় না।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লীগ উনার বলয় থেকে দুরে সরে গেছে, এটা সত্য। তবে উনার কথাগুলো এখনও তাৎপর্যপূর্ণ।

উনার ভাষণের মূল্য কতটুকু লিংক থেকে শুনে, বুঝে তারপর বলেন।

২৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

তারেক_মাহমুদ বলেছেন: ভাল উদ্যোগ অনেক সাধুবাদ জানাই।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যে ধন্যবাদ

২৬| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

কলাবাগান১ বলেছেন: পাকিস্হান এর ইকনমির এই নাজুক অবস্হা কেন?? আজ আই এম এফ এর কাছে ৮ বিলিয়ন ডলার ধার চাচ্ছে চীনের কাছে দেনা শোধ করার জন্য!!!!! বাংলাদেশ তার রিজার্ভ থেকে কিছু সাহায্য করলেই পারে

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটা ওদের অনিয়ম, দুর্নীতি আর পাপের ফল। ওদের সেনা ও নেতারা মরুক।

আমাদের রিজার্ভ ওদের দ্বিগুন(২০১৭ মতে), কিন্তু GDPতে ওরা এশিয়ায় শীর্ষ দশে আছে, আমরা নেই।

২৭| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। সুন্দর ভাবনা।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: thanks

২৮| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ল্যাপটপ দিয়া pdf গুলো text তে convert koren B:-/
কাছে ম্যাকটা নাই নাইলে আমিই করে দিতাম :(

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই দেশ এই মাটি (প্রবন্ধ, বক্তৃতা, বাণী, নির্দেশ ও সাক্ষাৎকার)
এই বইটা স্ক্যান করে পিডিএফ করা। text করা যাবে না। তার উপর আমার ল্যাপটপ নষ্ট। এই মন্তব্য মোবাইল থেকে ককরছি।

পারলে ধীরে সুস্থে বক্তৃতা লিখে আপনার পেজে পোস্ট দিয়েন। :P

২৯| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

রাকু হাসান বলেছেন:


নিজাম ভাই অনেক সংগ্রহ হলো ! পোস্ট আশা করি ড্রাফট করবেন না । প্রিয়তে নিয়ে রাখলাম ।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ড্রাফটে নেবার প্রশ্নই ওঠে না। :)

thanks

৩০| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: Scanned document can also be used to extract text by using OCR
Search on google :)

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ok :(


আমি শ্যাষ....:(

৩১| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

রাকু হাসান বলেছেন:

কষ্টের কাজ হলেও অতিমূল্যবান কাজ করেছেন ভাই :) । আরও কিছু বাকি আছে নাকি ? B:-)

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।


কাজ তো সবে শুরু। দেখি কতদূর কি পারা যায়?
(চঞ্চল হরিণীর সুস্থতা কামনা করছি...)


৩২| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক পরিশ্রমের কাজ হলেও চমৎকার উদ্যোগ।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।


আমি বেশ কিছু লিংক দিতে পারি নি। সবার সহযোগিতা আশা করছি।

xeroxtree.com/pdf/oshomapto_attojiboni.pdf

৩৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: Check this

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ

৩৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আরও দিতে পারব But now I am BUSY :((

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি বিজি, আর আমি কাজ ফেলে রেখে পোস্ট লিখছি...:(


৩৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: Even I can convert speech to text :) (I am a programmer)
And to me searching anything in the web is a work in a giffy
But now busier than ever :(

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Yes. I know, you are so busy man.

Search Snake's for fight...;)

৩৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

আখেনাটেন বলেছেন: চমৎকার উদ্যোগ। প্রিয়তে নিয়ে রাখলাম।

বঙ্গবন্ধুর 'অসমাপ্ত অাত্মজীবনী'র উপর অালোচনামূলক একটি বই আমার কাছে আছে যা আপনার চার্টে দেখলাম না। পিডিএফ নয় হার্ড কপি। অধ্যাপক হারুন-অর-রশিদের লেখা 'বঙ্গবন্ধুর অসমাপ্ত অাত্মজীবনীর পুনর্পাঠ'। ইউপিএল থেকে প্রকাশিত।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

কাজটা এই সপ্তাহ থেকে শুরু করেছি। আশা করি ধীরে ধীরে পোস্টটা সমৃদ্ধ হবে।


আপনার দেয়া বই সম্পর্কে জানতাম না। বঙ্গবন্ধুর উপর লিখিত কোন বইয়ের লিংক দিতে পারলে কৃতজ্ঞ থাকতাম। :)

৩৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Also this

৩৮| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: Search for Mariana web B-)

৩৯| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: For more go to liberationwarbangladesh website
Banglapedia

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, দরকার পড়লে দেখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.