নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

"উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ"

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মুখবন্ধঃ
সামুর ইতহাসে 30258737তম পোস্ট লিখতে বসেছি। জানি না, সেটা কি আবেগে পড়ে, নাকি বিবেকের তাড়নায়। মাঝেমধ্যে দেশের চলমান ঘটনাগুলো দেখলে/পড়লে হতাশ হয়ে পড়ি। নতুন প্রজন্মকে দেখে নিশ্চুপ হয়ে যাই। নিজেকে কেন জানি অপরাধী মনেহয়। ওদের এক সুন্দর আগামী দিতে না পারার ব্যর্থতায়। সুকান্তদার সেই কবিতা মনে পড়ে,
তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার॥


ঠিকভাবে প্রতিবাদও করতে পারিনা আমরাঃ
চলমান একটা ঘটনা পর্যবেক্ষণ করি- মইনুল হোসেন লাইভ অনুষ্ঠানে বেফাঁস একটা মন্তব্য করেছে। সেটা নিয়ে তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত ১৮টা মামলা হয়েছে। [প্রথম আলোর(২৭.১০.১৮) শেষ পাতা দেখুন।] মইনুল/ভাট্টির মধ্যে কে কত বড় সাধু আর কে কত ছোট চোর সেই বিষয়ে কথা বলতে আমি আসি নি। সচেতন মানুষ তাদের সম্পর্কে জানে। আমি জাস্ট আইন ও বিচার ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো--
১. উন্নত বিশ্বে ও আন্তর্জাতিক মানবাধীকার মানদন্ডে মানহানি একটা লঘু অপরাধ(দেওয়ানী মামলা)।
২. অপরাধ প্রমানিত হলে শাস্তি হবে শুধু অর্থদন্ডে। মানে কারাদন্ড হবে না।
৩. মানহানির অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা বা জামিন না দিয়ে আটক রাখা অকল্পনীয়।

মানহানি সম্পর্কিত আমাদের আইনঃ
১. এটা একই সাথে দেওয়ানি ও ফৌজদারি অপরাধ।
২. এর সর্বচ্চ শাস্তি, দুই(২) বছর বিনাশ্রম কারাদন্ড।(মামলা অবস্য কয়েক বছর ধরে চলতে পারে)
৩. ফৌজদারি কার্যবিধির ২নাম্বার তফসিল অনুসারে এটি জামিনযোগ্য[দন্ডবিধির ৫০০ধারায়], আমল-অযোগ্য এবং আপোসযোগ্য অপরাধ। (আবার পড়েন)
৪. ফৌজদারি কার্যবিধির ১৯৮ধারা অনুসারে মানহানি মামলা করার অধিকার রয়েছে শুধু সংক্ষুব্ধ ব্যক্তির।(আইন অনুযায়ী মইনুলের বিরুদ্ধে আমি/আপনি মামলা করতে পারবো না।)
৫. ফৌজদারি কার্যবিধির ২০৫ঘ ধারা অনুসারে কোন ব্যক্তির বিরুদ্ধে একই বিষয়ে থানায় এবং আদালতে দুটো ভিন্ন মামলা হলে আদালতের মামলাটি স্থগিত থাকে।["নো পারসন শুড বি ভেক্সেট টোয়াইস" নামে ন্যায় বিচারের যে সূত্র রয়েছে, তাতে একটি ঘটনায় একাধিক মামলার কোন অবকাশ নেই।]
.......

এর আগেও মানিদের মান নিয়ে টানাটানির ঘটনায় একাধিক মামলা হতে দেখেছি। আমাদের বিচার ব্যবস্থাগুলো স্বাধীন হবে কবে?
গণস্বাস্থ্য ট্রাস্টে একদল লোক লিমনের(র্যাবের গুলিতে যে পা হারিয়েছিল) হাত ভেঙ্গে দিয়েছে। সেখানকার নারী-পুরুষদেরও জামাই আদর(!!) করে বের করে দেয়া হয়েছে। (বিস্তারিত-http://www.ittefaq.com.bd/wholecountry/2018/10/26/176087)। জানিনা এর জন্য একটার বেশী মামলা হয়েছে কী না। সম্ভবত হয় নি, হবেও না। (এখানে যে দেশপ্রেমীদের(!!) কোন স্বার্থ নেই)। এদেশে খুনের মত জঘন্য অপরাধেও আমরা সাধারণত একাধিক মামলা দায়ের করতে দেখি না। সেখানে মানহানির মত লঘু অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একাধিক মামলা আদালত গ্রহণ করে কোন যুক্তিতে? [দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও দীর্ঘসূত্রীতা তো আছেই]

এমন সুন্দর(!!) রাজনীতি যদি চলতেই থাকে, দেশের জনগন সচেতন না হয়, পুলিশ-প্রশাসন সৎ না হয়, বিচার বিভাগ নিরপেক্ষ না থাকে, সাংবাদিকরা মোসাহেবি না ছাড়ে, নেতারা দেশপ্রেমী হতে না পরে, ব্লগে শুধু লেখাই সার হবে।
আমরা কি 'সোনার বাংলা' গড়তে চাই? নাকি মগের মুল্লুক বানানোর পাঁয়তারা করছি?

সারমর্মঃ গণতন্ত্র মানে যা ইচ্ছে তা করা নয়: ড. কামাল(সূত্র-http://www.ittefaq.com.bd/politics/2018/10/26/175992.html)
[সাংবাদিকরা পেশাদারিত্ব ছেড়ে দলীয় লেজুড়বৃত্তি করবে, টকশোতে তাঁরছেড়া প্রশ্ন করবে। আরেকজন বিবেকহীনের মত উগ্র মন্তব্য করবে। ক্ষমা চাওয়ার পরও কাদা ছোড়াছুড়ি হবে। সরকার প্রধান তুচ্ছ ঘটনায় মামলা করার জন্য নারীদের উষ্কে দেবে। তিলকে তাল বানিয়ে মামলা হবে হালিকে হালি। আইনমন্ত্রীও আইনকে বুঝতে চাইবেন না। এদিকে ড. কামাল আইন বুঝাতে এসে, নিজেও বিএনপির সাত দফাকে সমর্থন করবেন।(এর কয়েকটা বিচার বিভাগ অবমাননার সামিল)। ওবায়দুল কাদের হঠকারিতা করে বলবেন, "সাত দফার এক দফাও মানা যাবে না"। এসব কি গনতন্ত্র? এসব কি সুস্থ রাজনীতির লক্ষণ?
প্রশ্নফাঁস জেনারেশন তার উত্তর দিক....


আইনের ধারা বিষয়ক তথ্যসূত্রঃ http://www.judiciary.org.bd/law-and-rules
আগ্রহীরা পড়তে পারেন- মাসুদা ভাট্টি - এর বাংলা ব্লগ ।সামু
বি. দ্রঃ ২৬/১০/১৮তারিখে প্রথম আলোতে প্রকাশিত অধ্যাপক আসিফ নজরুলের(ঢাবি) সম্পাদকীয় থেকে কিছু অংশ টাইপ করেছি।(অাইন বিষয়ক লেখাগুলো।)


.


[ফ্লাডিং-এর কারণে পোস্টে মন্তব্য সুবিধা বন্ধ রাখা হয়েছে। :(]

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


আসিফ নজরুল একজন ক্রিমিনাল, উনার লেখা থেকে লিখলে, উনার মান কতটুকু?

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্যক্তি আক্রমন না করে উনার কোন কথা ভুল/আইনের কোন ধারাটা ভুল সেটা বলেন...

২| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


আসিফ নজরুল একজন ক্রিমিনাল, উনার লেখা থেকে লিখলে, লেখার মান কতটুকু?

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জামিনযোগ্য ধারার অপরাধসমূহ/জামিনযোগ্য ধারা

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর দ্বিতীয় তফসিল অনুযায়ী দন্ডবিধিতে উল্লেখিত অপরাধসমূহের মধ্যে যেসব অপরাধ জামিনযোগ্য তা নিম্নে উল্লেখিত হলঃ-


ক্রমিক নং- ধারার বর্ননা-দন্ডবিধির সংশ্লিষ্ট ধারা
২২৯।মানহানি-৫০০
২৩০।মানহানিকর বলে বিদিত বস্তু মুদ্রণ বা খোদাই করন-৫০১
২৩১।মানহানিকর বিষয় মুদ্রিত বা খোদাই করা বস্তু বিক্রয়-৫০২

সূত্রঃ http://www.judiciary.org.bd/law-and-rules/

৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসিফ নজরুল সম্পর্কে চাঁদগাজী বলে দিয়েছেন!

আপনি তো আগের মতো এক্টিভ না! বিষয় কী?

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এখানে আসিফ নজরুলের চারিত্রিক সার্টিফিকেট দেয়া হচ্ছে না। উনার কথায়(ধারাগুলোতে) কোন ভুল থাকলে সেটা বলেন..
আমাদের চিন্তাধারা আরো বিস্তৃত হওয়া দরকার।

ব্যস্ত থাকছি।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

হাবিব বলেছেন:

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবাই ভন্ড। আপনিও, আমিও।

কেউ কেউ সুবিধাবাদী।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: লিখেছেন বেশ ভালো তবে চাঁদ গাজী সাহেবের কমেন্ট থেকে তো আবার উল্টো গন্ধ পাচ্ছি।

উধোর পিন্ডি বুধোর ঘাড়ে এ দশা বোধ হয় ইহ জীবনেও ঘুচবে না ।

অফুরান শুভেচ্ছা রইল ।

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

আমি এত সংকীর্ণমনা না যে, কারো ব্যক্তিগত কিছু প্রশ্নবিদ্ধ কাজের জন্য নায্য যুক্তিকে অবজ্ঞা করবো।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

ফেনা বলেছেন: "সান্তনা কি তাহলে আমাদের এটাই, যে আমরা আম-জনতা-
এবার অন্তত স্বদেশী দাসের রাজার ত্রাসের রাজত্বের বলির পাঠা?"
--- ফেনা
সম্পুর্ণটা পড়ুন-

বলির পাঠা

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

আমরা বরাবরই শোষিত, নিপীড়িত।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:

সিভিল স্যু করতে হয় নিজে, কিংবা আক্রান্ত ব্যক্তির আইনবিদ; অন্যদের করা সিভিল স্যু'র কোন মেরিট নেই; যেসব বিচারকেরা এসব মামলা নিয়েছে, এগুলো ইয়াবা ব্যবসায়ী হতে পারে, বিচারক নন।

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুঝুন দেশের কী অবস্থা!!!

ফৌজদারী কার্যবিধি ২য় তফসিলে উল্লেখিত রয়েছে যে, দন্ডবিধি ব্যতীত অপর কোন আইনে শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে উক্ত আইনে ভিন্ন কোন বিধান না থাকলে অপরাধটিযদি দুই বছরের কম শাস্তিযোগ্য কিংবা কেবল অর্থদন্ড প্রদানযোগ্য হয় তবে উক্ত অপরাধটি জামিনযোগ্য হবে।
সময় পেলে পড়বেনঃ
http://www.judiciary.org.bd/law-and-rules

http://unicode.org/udhr/d/udhr_ben.txt

৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কোথায়, মন্তব্যের উত্তর দেয়ার জন্য আসিফ নজরুলের পোষ্ট পড়তেছেন নাকি?

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ। হাজির হলাম। একটু ব্যস্ত আছি।

আমি রীতিমত হোমওয়ার্ক করে পোস্ট দেই। আর আপনাদের ১০টা প্রতিউত্তর আমি দশ মিনিটে দিতে পারি।;)

৯| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, "ধন্যবাদ। হাজির হলাম। একটু ব্যস্ত আছি। আমি রীতিমত হোমওয়ার্ক করে পোস্ট দেই। আর আপনাদের ১০টা প্রতিউত্তর আমি দশ মিনিটে দিতে পারি। "

-হোম ওয়ার্ক করে টরে, শেষে আসিফ নজরুলের পোষ্ট থেকে লিখছেন; এটা আসলে হোম ওয়ার্ক নয়, আসিফ নজরু-ওয়ার্ক

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আপনি পোস্ট না পড়ে, না বুঝে প্রফেসরকে নিয়ে কেন উঠেপড়ে লাগলেন বুঝলাম না!

এসব খোঁড়া যুক্তি বাদ দিন। ২৬/১০/১৮তারিখে প্রথম আলোর সম্পাদকীয়/মতামত অংশটা দেখবেন। কতটুকু নকল করেছি বুঝতে পারবেন।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮

ঢাবিয়ান বলেছেন: @ চাঁদগাজী ,আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, ডঃ কামাল ও ব্যরিস্টার মইনুল হোসেন আইনজীবি। এরা যে কথাবার্তা বলছে তা আইনের ধারা অনুসরন করে বলছে। তাদের বিপক্ষে কথা বলতে গেলে তাদের ভাষায় কথা বললেই কেবল তা গ্রহনযোগ্যতা পাবে । গায়ের জোরে কথাবার্তার কোন মূল্য জনগনের কাছে নাই।

ধন্যবাদ মো: নিজাম উদ্দিন মন্ডল আপনার তথ্যবহুল পোস্টের জন্য।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

দেশের উন্নতি নেই এই কারণে। আমরা যুক্তি দিয়ে সমালোচনা না করে গায়ের জোরে বিরোধীতা করবো। কাজের কথা না বলে ফালতু বিষয়ে প্যাচাল পাড়বো।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট দেখলাম।
কেমন আছেন?

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আলহামদুলিল্লাহ।

কিছু দিন ব্যস্ত থাকবো। ভালো থাকবেন।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: পিচ্চির হাসিটা দেখে খুব ভালো লাগলো।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নতুন প্রজন্ম যেন একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, প্রাণ খুলে হাসতে পারে তার জন্যই তো চেষ্ট করছি।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


@ঢাবিয়ান, আপনি বলেছেন, "আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, ডঃ কামাল ও ব্যরিস্টার মইনুল হোসেন আইনজীবি। "

-এদের মাঝে ড: কামাল হোসেন আইনজীবি; বাকী ২ জন আইন নিয়ে পড়ালেখা করেছেন, ১ জন আইনের উপর শিক্ষক। মইনুল হোসেন গতবার মিলিটারীকে সাপোর্ট করে জাতির বিপক্ষে অপরাধ করেছে; আসিফ নজরুল রাজাকারদের বিচারের বিরোধীতা করেছে; ড: কামাল বেগম জিয়ার শাস্তির বিপক্ষে কথা বলছে, এটা বিচার বিভাগকে অপমান করা মাত্র।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এতক্ষণে লাইনে এসেছেন, যুক্তির কথা বলেছেন।

মইনুল হোসেন বা আসিফ নজরুল কেউই ধোয়া তুলসী পাতা নয়। ড. কামালও বেগম জিয়ার ব্যাপারে অযৌক্তি কথা বলেছেন/সাপোর্ট করছেন।
এদিকে দেশের বিচার ব্যবস্থাকেও নিরপেক্ষ করা যায় নি।

এতক্ষণ কেঁচোদের নিয়ে বললাম। কতগুলো সাপও আছে। ছোবল খাবার ভয়ে ওদের নিয়ে আর না বলি। বীণ আর অ্যান্টিভেনম যোগাড় করে ওদের নিয়ে বলবো। আমি তো আর আমিরিকা থাকি না....

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

ঢাবিয়ান বলেছেন: @চাঁদগাজী , আপনার এই অভিযোগগুলোও গায়ের জোড়েই করা। ১/১১ আমাদের দুই লুটেরা রাজনৈতিক দলগুলোর উপড় বিড়াট এক আঘাত হেনেছিল। নানান কারনে তারা শেষ পর্যন্ত সফল হতে পারে নাই। সেটা অন্য তর্ক। তবে ১/১১ ''জাতির বিপক্ষে অপরাধ করেছে '' এটা আওয়ামিলীগ ও বিএনপির লুটেরাদের ভাষা , জনগনের ভাষা নয়। আসিফ নজ্রুল বিএনপি পন্থী সাদা দলের শিক্ষক। তারপরেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন নিরপেক্ষতা বজায় রেখে আইনের ভাষায় কথা বলার জন্য।স্বাধীন বাংলাদেশে রাজাকারের বিচার সবাই চায়। কিন্তু সেটা আইনের ধারা পুরোপুরি মেনে চলেই। ''ফাশি চাই'' এর মঞ্চ বসিয়ে অপরাধীদের ফাশী চাওয়াটার মাঝে উন্মাদনা থাকতে পারে, কিন্তু সেটা আইনের শাষনের পরিপন্থী। আসিফ নজ্রুল যুদ্ধপরাধিদের বিচার সম্পর্কে যতবারই বক্তব্য দিয়েছে সেটা আইনের ভাষায় বক্তব্য দিয়েছে। ডঃ কামাল নিজ মুখে খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন এখনও শুনি নাই। তবে উনি বিএনপির দ্বারা যেন প্রভাবিত না হন সেই ব্যপারে উনার সাবধানতা অবলম্বন প্রয়োজন।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এদেশে যুক্তির কথা, সত্য কথা বলাটা মহা পাপ। দুই দলেরই রোশানলে পড়তে হয়।

পূর্বের আন্দোলন(৫২,৭১) তো দেখিনি, তবে বর্তমানের আন্দোলনের সাথে কেন জানি নিজেকে মেলাতে পারিনা। বেশীর ভাগই সময়ই আমরা ঘটনার ভেতরে যাবার চেষ্টা করি না। ফলাফল লাউ-কদু। জ্বরের চিকিৎসা না করে মাথায় শুধু পানি ঢাললে কি রোগ সারে?

পুরান কাঁসুন্দি- ০১ঃ
গতকাল(শুক্রবার) ত্বকীর ২৩তম জন্মবার্ষিকী ছিল। ১০১৩সাল থেকে তার মামলা চলতেই আছে। সাগর-রুনির মত তাঁর মামলাটাও কেয়ামতের আগে শেষ হবে না।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২১

উদাসী স্বপ্ন বলেছেন: নিজেরে লীগের সাপোর্টার দাবী করে আবার পোস্ট দেয় আসিফ নজরুলরে টুকলি করে কাহিনী বুঝলাম না। হাইব্রীড ফেল দেখি

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তুমি যুক্তিবাদী মানুষ। জাবর কাটা বাদ দিয়ে যুক্তি দাও, আইনের কোন ধারাটা ভুল। তোমার কাছে আমার চরিত্রের সার্টিফিকেট চাই নি। সুস্থ রাজনীতি না বুঝে কানাবগীদের মত মন্তব্য করো না।

আমি বঙ্গবন্ধুর ভক্ত। বর্তমান লীগের নেতারা আমার পছন্দ নয়। বিম্পি, জাশি তো নয়ই।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন আমি যদি বলি, উত্তর পাড়ার লোকদের আনতে, আপনারা নারাজ হবেন। এই লোকগুলো দিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না। একটা বিপ্লব বা ঝাঁকুনি ছাড়া এই গোল্ড ফিস মেমোরির রাজনীতিবিদ ও জনগণ একই রকমই থাকবে...

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ। আপনি কি উত্তর পাড়া বলতে লেফট-রাইট বাহিনীকে বুঝাচ্ছেন??

আমাদের রাজনীতিবিদরা নিজেদের নিয়েই ব্যস্ত, বড় জোর নিজের দলের কথা ভাবে। ওরা দেশপ্রেমী হতে পারল না।

এভাবে চলতে থাকলে বিপ্লব হয়তো কোন একদিন হবে। তবে দেরী আছে, জনতা এখনো সচেতন না। নিজের মাথায় কাঁঠাল ভেঙে দলকানাদের খাওয়ায়।

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ আপনাকে একটি সাহসী লেখার জন্য | অনেক সময় কাউকে আমার/ আপনার পছন্দ না হলেও তার কোনো বক্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলে তার পক্ষ নেয়াটাই উত্তম | অন্য কে কি বললো তা নিয়ে মাথা না ঘামানোর প্রয়োজন নেই, আমার বিবেক কি বলে সেটাই মুখ্য |

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্যটা সুন্দর যুক্তিযুক্ত। আমি এভাবে চলারই চেষ্টা করি।
ভালো থাকবেন।

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৮

সোহানী বলেছেন: একই মন্তব্য আবারো করলাম............. চলিতেছে সার্কাস!!!!!!!!!!!!!!

এসব সুযোগ সন্ধানী ভাট্টি টাট্টিরা যুগে যুগে থাকবে। আর তার সাথে ইন্ধন চলবে রাস্ট্রীয় পৃষ্ঠপোসকতায়........ চলিতেছে সার্কাস!!!! B-))

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাট্টিকে নিয়ে আমার মাথাব্যথা নেই।

মানুষ সুবিধা নিতে চাইবেই/ভুল করবেই। এই সার্কাসটা কমেডি টাইপের। কিন্তু রাষ্ট্রব্যবস্থা/বিচার ব্যবস্থা তার নিজস্ব গতিতে না চলে, তাহলে সার্কাসটা প্রাণঘাতী হবে।।

২০| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: লেখাটা পড়লাম সাথে মন্তব্যগুলো ও।

একটা কথা অবশ্য না বলে পারছিনা, " আমাদের আবেগ কমাতে হবে; প্রেমিকার প্রতি, দলের প্রতি, সামাজিক মান রক্ষার প্রতি। সবসময় বিবেকবোধের তাড়নায় চলা উচিৎ, আর চোখ, মুখ, কান খুলে সঠিকতা যাচাই করা উচিৎ।"

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর মন্তব্য। সহমত।

ভালো থাকুন

২১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১

কাওসার চৌধুরী বলেছেন:



জানেমন B-),
দারুন একটি পোস্টের জন্য ধন্যবাদ। এদেশে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার" শুধু কিতাবে আছে বাস্তবে নেই। "সুপ্রিম কোর্ট" সুপ্রিম নেই। "জাতীয় সংসদ" এখনো জাতির সাধারন মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেনি। এজন্য কেউ খুন করেও রাজার হালে ঘুরে বেড়ায় আর কেউ "স্লিপ অব টাং" এর জন্য জেলের বাসিন্দা হয়।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যে লাইক।

পোস্টের মূল থিম এটাই কাওসার ভাই। দেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে কার্যকর ও নিরপেক্ষ করা না গেলে আমাদের ভাগ্যে শনি আছে। :(

২২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ মাৎসানায় সময়ের অবসান হোক।

সত্য আর সুন্দর এভাবেই মিথ্যা আর অন্ধকার থেকে পৃথক হয়ে যায়। আপনাতেই।
সত্যের জয় হোক। মিথ্যা ধ্বংস হোক।

পোষ্টে +++

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমরাও চাই, দেশে সুস্থ রাজনীতির চর্চা হোক।

‘অসত্যের কাছে নত নাহি হবে শির
ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’

২৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

তারেক ফাহিম বলেছেন: ৩. ফৌজদারি কার্যবিধির ২নাম্বার তফসিল অনুসারে এটি জামিনযোগ্য[দন্ডবিধির ৫০০ধারায়], আমল-অযোগ্য এবং আপোসযোগ্য অপরাধ। (আবার পড়েন)

যতবারেই পড়ি শেষে দেখায় আবার পড়েন B-) ;)

নাহ্ আর না এবার মন্তব্য করে আসি।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্, অবশেষে আপনি লুপ থেকে বের হতে পেরেছেন। :D

ধন্যবাদ।

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

উদাসী স্বপ্ন বলেছেন: ব্যাক্তিগতভাবে ইউনুস, আসিফ, জাফর এদের ভক্ত আমি যদিও তাদের অনেক মতাদর্শের সাথে একমত নই কিন্তু আমি তাকে শ্রদ্ধা করি। যদিও যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তার অনেক আর্টিক্যাল আছে সেক্ষেত্রে মনে করি আইনী পরিশুদ্ধ প্রক্কিয়ার ব্যাপারে আমি অজ্ঞ এবং বযাক্তিগতভাবে যুদ্ধাপরাধীদের বিচারে পক্ষপাতী কখনোই ছিলাম না। বরংচ আমি তাদের নৃশংস হত্যা করার ইনডেমনিটির পক্ষে।

কিন্তু নিজেকে লীগ দাবী করে আসিফের পোস্ট শেয়ার করা একটা দ্বীচারিতা আমার কমেন্টের মূল বক্তব্য এখানেই। লীগ এখন সরাসরি একটা ডাকাত ও লুটেরার দলে পরিনত হইছে

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্পষ্ট মন্তব্যে জন্য ধন্যবাদ উদাসী।

উনাদের সব কাজ আমারও পছন্দ নয়, তবে তাদের যুক্তিযুক্ত কথা/ভালো কাজকে আমি সমর্থন করি। আরেকটি কথা আমি প্রতিদিন সম্পাদকীয় পড়ি। সংবিধান, আইন টুকটাক জানি। কার লেখার মান কতটুকু বা লেখায় সত্যতা কতখানি এটা মনেহয় বুঝি...


আমি কোন দলের এজেন্ডা পুরণের জন্য লিখি না। আমার কাছে দলের চেয়ে দেশ বড়। যেই দলই অন্যায় করবে সম্ভব হলে আমি তার বিরোধীতা করবো।

এখনকার সব নেতারাই চোর।

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: মডু দেখি তুমারে পুরা সাইজ কইরা দিছে! কেমনে কি নজু? তোমার জন্য একটা ফটুক


মডু দেখি তুমারে পুরা সাইজ কইরা দিছে! কেমনে কি নজু? তোমার জন্য একটা ফটুক


০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তোমার ছবিটাতো দারুন উঠেছে বন্ধু। লাইকাকে লাইক দিলুম। :P

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.