নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যেটা অপ্রিয় হয় তা শুনতে তিতাই লাগে

নূর উদ্দীন হাবিব

নূর উদ্দীন হাবিব › বিস্তারিত পোস্টঃ

এম এল এম বা মাল্টি লেভেল মার্কেটিং(বাটপারী) নামক ভূত থেকে সাবধান!

১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

২০০০ সালের একটা ঘটনার কথা মনে পড়েছে বিশেষ এক কারনে। এক আড্ডায় দুই বন্ধু বিজনেসের জন্য ক্যাপিট্যাল কিভাবে যোগাড় করবে সেই নিয়ে অনেক ভেবে একটা আইডিয়া বের করেছিলো। আইডিয়াটা হচ্ছে এরকম, একটা ভূয়া কম্পানির নামে পত্রিকায় একটা ভূয়া এড দিবে ১০ জন লোক নিয়োগের জন্য। তো সেই এডে উল্লেখ থাকবে সন্মানজনক পদ কিন্তু তেমন কঠিন কাজ না আবার সেলারীও ভালোই, পড়াশুনাও মাত্র ইন্টারমিডিয়েড হলেই হবে। একটা বক্স নং উল্লেখ থাকবে আর যাবতীয় কাগজের ফটোকপি, আবেদন পত্র ও দুইশ টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার পাঠাতে হবে বলে এভাবে লেখা থাকবে। ব্যাস এই। হিসাব কষে তারা দেখালো যদি সারা বাংলাদেশ থেকে ৫০০০ জনও আবেদন করে তাহলেও ব্যাংক ড্রাফট/পে অর্ডারের মাধ্যমে ১০ লাখ টাকা যোগাড় হয়ে যাবে। চিন্তা করে দেখুন বিষয়টা।



গনমানুষ কে নানা ধরনের লোভ দেখিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে অল্প করে টাকা কালেকশন করলেও সেটা কিন্তু একটা বৃহৎ এমাউন্ট হয়ে যায়। যুবক ডেস্টিনি বা এই টাইপের কোম্পানি গুলো এভাবেই মানুষের কাছ থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ফেসবুকে ইদানিং এই টাইপের অনেক পোস্ট দেখছি যেখানে কিছু তরুন স্টার্টআপ এই টাইপের এক্টিভিটিসে এনগেজ হয়েছেন। পৃথিবীতে টাকা রোজগার করার যত ধান্ধা আছে তার মধ্যে এটাই বাংলাদেশে খুব সহজে করা যায়। কারন এখানে আবাল মফিজ আর গর্দভ টাইপ মানুষের সংখ্যাই বেশী। তার উপর মাত্র "১০/২০ হাজার টাকা কোথাও দিয়ে যদি একটা কাজ আর প্রতি মাসে কিছু ইনকাম হয় তো মন্দ কি"--এই টাইপের চিন্তাভাবনা প্রসূত হয়ে নিজেকে উল্লু বানিয়ে আর কিছু লোককে কোটি টাকা বানাবার রাস্তা করে দিতে মুখিয়ে আছে অনেক লোক।



কথাটা আগেও একবার বলেছিলাম, আবারো বলছি, এই যে সবাই মিলে আমরা উদ্যোক্তা বানানোর নানা কার্য্যক্রম চালিয়ে যাচ্ছি, এর ফল তিনভাগে প্রকাশ হবে।



একঃ কিছু তরুণ সত্যি সত্যি উদ্যোক্তা হয়ে নিজের এবং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।



দুইঃ কিছু তরুন যাদের উদ্যোক্তা হয়ে উঠা হবেনা নানা কারনে তারা কোন সাইকিক ডিজঅর্ডারে পতিত হয়ে ব্যাক্তিক ও পারিবারিক অশান্তির কারন হয়ে দাঁড়াবে।



তিনঃ কিছু তরুন ঐসব মাল্টি লেভেল বাটপারি টাইপ বিজনেসের নামে গন মানুষের টাকা হাতানো শুরু করবে।



অতএব সাধু সাবধান !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩

মতামত চাই বলেছেন: এম এল এম কোম্পানীগুলোর লক্ষ্যই থাকে ধান্দাবাজি। X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.