নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দুনিয়ায় কেউ কারো নয়

নূর আদনান

চেষ্টা করছি শুদ্ধ হতে, নির্ভেজাল ও শুভ্র হতে। প্রভূ পবিত্র কর মোরে

নূর আদনান › বিস্তারিত পোস্টঃ

পেন্সিল স্কেচের ব্যর্থ চেষ্টা

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

ছোট বেলা থেকে আকা-আকি করা আমার শখ এবং ভিষণ পছন্দের কাজ। আগে অনেক চেষ্টা করতাম, বেশ অনেকদিন যাবত তেমন সময় দেয়া হয় না। মাঝখানে তো ছেড়েই দিছলাম।



আজকে ইচ্ছা হল আমার কিছু স্কেচ ব্লগে শেয়ার করবো।



এমনিতেই বাজে আকছি তারওপর এগুলো মোবাইল ক্যামেরা দিয়ে তোলা, তাই তেমন ভাল বুঝা যাচ্ছে না

যাহোক, প্রথমেই সবাইকে গোলাপের শুভেচ্ছা:











যারা ভাবতেছেন যে "এসব কিছু হইল, এখনই দেইখা দিতেছি কেমনে ছবি আকে", তারা এই পেন্সিল কাটার দিয়ে পেন্সিল ঠিক-ঠাক করে আকা শুরু করে দেন। আর শেষ হলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন.. (আমি জানি ব্লগে অনেক গুনিন আছেন)





এইবার ফল খেয়ে জল পান করে বিদায় হন, তবে তার আগে মন্তব্যে ভাল-মন্দ কিছু কইয়া যাইয়েন



ভাল থাকবেন সবাই

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনিতো ভাল স্কেচ করেন ।
ভাল লাগল +++

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

নূর আদনান বলেছেন: সত্যি বল্লেন নাকি মন্তব্য করবেন বলে লিখলেন একটা কিছু...

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯

ড. জেকিল বলেছেন: শেষের ছবির আপেল গুলো তেমন ভালো হয়নি।

বাকিগুলো কিন্তু খুব ভালো হয়েছে। :D

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০১

নূর আদনান বলেছেন: আসলে আপেলের ছবিতে চেষ্ট করছিলাম rough স্কেচ করতে যেটাতে আমি সুবিধা করতে পারি না

বাকিগুলো ভাল লেগেছে জেনে ভাল লাগল :!>

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাই মন্তব্য করতে হবে বিধায় করলেতো সব পোষ্টে গিয়ে শুধু ভাল হইছে বলেই ছুটতাম। কত কষ্টে যে পড়েছি আমি আপনি বুঝবেন না। যারা কমেন্ট করছে তাদের ব্লগে গিয়ে পোষ্ট পড়ে কমেন্ট করা লাগছে /:)

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

নূর আদনান বলেছেন: (তারমানে ভালা হইচে :!> :!> )
ভাই আপনের কষ্ট আমি বুঝছি....আমি তো রিতি মতো অবাকই হইছি আপনের এই কাম দেখে
মন্তব্য কইরে সেটার আবার স্ক্রীনশট দিছেন :| বুঝতেই পাচ্ছি...
তবে আপনার আইডিয়া আমার খুব ভাল্লাগচে

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০২

বেঈমান আমি. বলেছেন: নাইস। :)

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

নূর আদনান বলেছেন: থ্যংকস্ :D

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। কিন্তু আপনার পোষ্ট নির্বাচিত পাতায় গেল না কেন? ;) ;) ;)

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

নূর আদনান বলেছেন: নির্বাচিত পাতায় বলেন কি....? :-/
কেউ কমেন্ট না করলে কেমনে যাবে B-)
যাহোক পরবর্তী পোষ্টে আরো ভাল কিছু দেয়ার চেষ্ট করবো।
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন আপুনি

৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর +++

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

নূর আদনান বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই, ভাল থাকবেন....

৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

মশিকুর বলেছেন:
ফুলের পাতা সহ ডাণ্ডা দিলে আরও ভালো হইত। পেন্সিল কাটার সবচেয়ে ভালো হইছে। থ্রী ডি- থ্রী ডি লাগতেছে।

+

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:১০

নূর আদনান বলেছেন: ফুলের পাতা-ডাটাসহ পরবর্তী পোষ্টে দিব ইনশা-আল্লাহ্। পেন্সিল কাটার টা আসলে থ্রী-ডিই করতে চেয়েছিলাম।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: এই পর্ব বেশি ভাল লাগছে ...
সুন্দর হয়েছে ছবি গুল :)

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

নূর আদনান বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যে অনেক অনুপ্রেরনা পেলাম।

ভাল থাকবেন সবসময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.