![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অনেকেই প্যানোরোমা ছবি তুলতে পছন্দ করি। ডিজিটাল ক্যামেরা গুলোতে প্যানোরোমা শট নেওয়ার বিশেষ ব্যবস্থা থাকে। স্মার্টফোন গুলোতেই এই সুবিধা পাওয়া যায়। তাই প্যানোরোমা ছবি তোলা খুবই সহজ এবং মজার ব্যপার হয়ে দাড়িয়েছে। কিন্তু এত সহজে প্যানোরোমা শট নিতে যেয়ে ছবির কি অবস্থা হয় তা দেখার জন্যই কয়েকটি ছবি দিলাম নিচে:
আসলে প্যানোরোমা ছবি তোলার সময় কোন মানুষ নরাচরা করলে তার ছবিটি কেমন হয় উপরের ছবিগুলোতে সেটাই দেখানো হয়েছে। তাই প্যানোরোমা ছবি তোলার সময় খউব খেয়াল কইরা, একদম নরাচারা করবেন না
তাইলে আপনার খবর আছে
।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
লোডশেডিং বলেছেন: সুন্দর ছবি গুলো।
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
নূর আদনান বলেছেন: তাই নাকি, সবই ডিজিটাল প্যানোমার কাজ
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! মজার তো! আপনার তোলা নাকি??
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২
নূর আদনান বলেছেন: মজার তো বটেই... সবিগুলো সব সংগৃহীত ভাই, তবে চিন্তা করতেছি কি অবস্থায় প্যানোরোমা তোলা যায়
৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২
কস্কি বলেছেন:
আমার মাঝেমধ্যেই এইরকম হয়!! :!>
প্যানেরোমা তোলাযে কি ধৈর্যের ব্যাপার ......!!!!!!!!
আবার, অনেকে অদ্ভুত ভাবে দেখে!!! বোঝার চেস্টা করে!! আমার মাথা ঠিক আছেতো!!!
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫
নূর আদনান বলেছেন: বোঝার চেস্টা করে!! আমার মাথা ঠিক আছেতো!!!
হাহা হা হা......
আমার মনে হয় যার ছবি তুলবেন তারও ধৈর্য্যের ব্যপার আছে, কিবলেন?
৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০
অরূপ দা বলেছেন: ভাই ছবি গুলো বেশ হাস্যকর। আপনাকে অনেক ধন্যবাদ ছবি শেয়ার করার জন্য।
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬
নূর আদনান বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, ছবি গুলো আসলেই হাস্যকর
৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮
মোমেন মুন্না বলেছেন: অনেকে অদ্ভুত ভাবে দেখে।
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭
নূর আদনান বলেছেন: অদ্ভুত কাজ করলে তো অদ্ভুত ভাবে দেখবেই, তাই না?
৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯
প্রিন্স মাহমু দ বলেছেন: হাহাহাহাহা , হাসতে হাসতে পেট ব্যথা হইয়া গেলো
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
নূর আদনান বলেছেন: আমারো তো ভাই একই অবস্থা হইছিলো... ভাল থাকবেন প্রিন্স মাহমু দ ভাই
৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: নৃত্যরত অবস্থায় একটি প্যানরোমা তুলিতে হইবে,
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
নূর আদনান বলেছেন: আমিও তাই ভাবছি, তবে তাইলে তো এক মানুষের ১০/১২ টা হাত, আর মাথা ৩/৪টা হয়ে যাবে
৪নং ছবিটা দেখেন কি অবস্থা
৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
শাহরিয়ার খান রোজেন বলেছেন: শেষের মেয়েটা নিজের প্যানরোমা ছবি দেখেছিল ?
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪
নূর আদনান বলেছেন: খোদা মালুম মেয়েটা দেখেছিল কিনা, কিন্তু যদি দেখে থাকে তাহলে যে ছবিটা তুলেছিল তার যে কি অবস্থা করেছিল সেটা নিশ্চয় বুঝতে পাচ্ছেন
১০| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
জুবায়ের দিদার বলেছেন: বাহ দারুন তো,
ছবিগুলান দেখার সুজুগ কইরা দেওয়ার জইন্নে আপনারে ধইন্নাইমোটিকন অ্যাড করতে ক্লিক করুন
close or Esc Key
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬
নূর আদনান বলেছেন: দেখার জন্য আপনাকেও ধইন্না জুবায়ের দিদার ভাই। ভাল থাকবেন সবসময়
১১| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই ব্যাপক অবস্থা ! প্যানারোমার সুফল পেয়েছি বিশাল একটা গ্রুপ ছবি উঠানোর সময় আর মজার দিক টা দেখলাম আজকে !
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮
নূর আদনান বলেছেন: আরে অভি ভাই যে কেমন আছেন? প্যনোরোমা তোলার সময় খেয়াল কইরা.. নাইলে আপনার ছবিও এমন মজার হইতে পারে
ভাল থাকবেন ভাই
১২| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
মহামহোপাধ্যায় বলেছেন: ব্যপক মজা পাইলাম
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯
নূর আদনান বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায় , ভাল থাকবেন সবসময়
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
ড. জেকিল বলেছেন: মজার ছবি তো, এই লোকেরা নিজের ছবি প্রকাশ করতে দিয়েছে ? ভূত বলে তো চালায়ে দেওয়া যাবে।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪
নূর আদনান বলেছেন: আমিও তো সেটিই ভাবছি! শুধু ভূত কেন এলিয়েন বলেও চালানো যাবে
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০
কস্কি বলেছেন: খারাপ কন নাই!!!
না বেশি ধৈর্য্য না থাকলেও চলবো, কারণ সব প্যাঁরাতো ক্যামেরার পেছনের ব্যাক্তির!!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫
নূর আদনান বলেছেন: হ্যাঁ ভাই প্যাঁরাতো ক্যামেরার পেছনের ব্যাক্তিরই হয়....
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মজার জিনিস দেখাইলেন ব্রাদার
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮
নূর আদনান বলেছেন: মজার জিনিস দেখার জন্য আপনাকে ধন্যবাদ 'মাননীয় মন্ত্রী মহোদয়'
("ভাই" লিখতে গিয়ে দেখি ইনি তো ভাই নন ইনি তো "মাননীয় মন্ত্রী মহোদয়"
)
১৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
মামুন রশিদ বলেছেন: টেকনিক জাইনা লইলাম! উপরের ছবির মত কৈরা কিছু ছবি তুলুম!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২০
নূর আদনান বলেছেন: হ্যাঁ ভাই টেকনিকটা ভালই কি বলেন, তবে ছবি তোলার পরে আমাদের সাথে শেয়ার করতে ভূলবেন না য়েন
১৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
অনিক্স বলেছেন: হা হা হা।
নতুন কিছু শিখলাম। নড়াচড়া করা যাবে না।
ধন্যবাদ।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২১
নূর আদনান বলেছেন: হুম....একদম নরাচরা করা যাবেনা, তাইলে কিন্তু আপনার খবর আছে
১৮| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩০
htusar বলেছেন: এইডা কি দেখাইলিরে মনা !!!!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২২
নূর আদনান বলেছেন: এইডা প্যনোরোমার কারুকার্য দেখাইলাম...
১৯| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
টেকনিসিয়ান বলেছেন: ৭নং ছবিটা মনে হলো নব প্রজন্মের ডাইনোসর...... হা হা হা হা হা। অনেক মজা পেলাম।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
নূর আদনান বলেছেন: নব প্রজন্মের ডাইনোসর
ধন্যবাদ টেকনিসিয়ান ভাই ভাল থাকবেন
২০| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
সায়েম মুন বলেছেন: এই পোস্ট থেকে ইহাই শিখিলাম প্যানোরমা ক্লিকে নট নরন চরন।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১
নূর আদনান বলেছেন: জ্বী ভাই নরন-চরন করলে সেই ছবিতে নিজেকে আর নাও চিনতে পারেন
ধন্যবাদ দেখার জন্য
২১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ ! ১,৩-এ বেশী মজা পাইসি ||
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
নূর আদনান বলেছেন: দুঃখিত, কিভাবে যেন আপনার উত্তর বাদ পড়ে গেছিল।
ভাল থাকবেন
২২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
তামিম ইবনে আমান বলেছেন: লাস্টের দিকের ৩ নাম্বার টা তো বোধহয় ইচ্ছা করেই তোলা
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
নূর আদনান বলেছেন: হ্যাঁ ভাই, তাইতো মনে হচ্ছে।
ভাল থাকবেন
২৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
শৌভিক শেরনিয়াদ বলেছেন: মারাত্মক মজা গিলছি।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
নূর আদনান বলেছেন: মজাও আবার গিলার জিনিস !! জানতাম না তো
আমার পেন্সিল স্কেচের ব্যর্থ চেস্টা - পর্ব ২
২৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫
হাসান মাহবুব বলেছেন: হাহাহা!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪
নূর আদনান বলেছেন: হে হে হে! ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩
আমাবর্ষার চাঁদ বলেছেন: