![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকা-আকির নেশা ছোটবেলা থেকেই। ছবি আঁকা আমার মনের খোরাক জোগায় বলতে পারেন। এই জীবনে কত ছবি যে আঁকছি আর ছিড়ে ফেলছি তার হিসেব নাই। আজ আমার আঁকা কিছু ছবি শেয়ার করলাম
-
প্রথমে আমার পোষ্টে আপনাদের গোলাপের শুভেচ্ছা দিয়ে স্বগত জানাচ্ছি
-কেন জানি এই ফুলটা আঁকতে সবসময়ই ভাল লাগে
এটা প্রথমে স্কেচ করছিলাম, তারপর ডিজিটালে রং করা
এইটা ফ্রুটোর বোতল না, এইটা শরিসার তেলের বোতল, এই শীতে খুবই উপকারি জিনিস
-
এটা অনেক আগের আঁকা ছবি। এই ছবিটা দেখলে এখন অনেক হাসি পায়... কারন এই ছবিটা একেছিলাম পেইন্ট টুল এবং এমএস ফটো এডিটর দিয়ে তখন ফটোশপ পারতাম না তো। কেমন হইছে ছবিটা জানাবেন কিন্তু...
গোধুলির আবির মাখা.......
সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সামনে আরো শেয়ার করার চেষ্টা করবো।
আমার গত পর্বের লিংকঃ
আমার পেন্সিল স্কেচের ব্যর্থ চেস্টা-১
ভাল থাকবেন সবসময়
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭
নূর আদনান বলেছেন: আপনি দেখি ফার্ষ্ট হইছেন
আচ্ছা স্বর্ণা আপু আপনি কি নির্বাচিত পাতা বেশি পড়েন ?
এই সামান্য পোষ্ট নির্বচিত পাতায় যাওয়া সম্ভাবনা নাই আপু।
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার পেন্সিল স্কেচের ব্যর্থ চেস্টা- ব্যার্থ চেষ্টা করে পেন্সিল নষ্ট করার কি দরকার ?
২,৪ বেশ ভাল হৈসে ||
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
নূর আদনান বলেছেন: মানুষ কত কি নষ্ট করতেছে আর আমি একটু পেন্সিল নষ্ট করলেই দোষ তাইনা?
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
নীল ভোমরা বলেছেন: গুড জব!
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
নূর আদনান বলেছেন: ধন্যবাদ জানবেন নীল ভোমরা
(আফ টপিকঃ আচ্ছ সত্যি সত্যি কি নীল ভোমরা আছে?)
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি দেখেছি একটা ড্রয়িং পোষ্ট নির্বাচিত পাতায় গিয়েছিল। আপনারটাও অনেক সুন্দর।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১২
নূর আদনান বলেছেন: আপনারটাও অনেক সুন্দর। --এটা কি তেল আপুনি
৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! দারুন তো! চালিয়ে চান, নিয়মিত চর্চায় অনেক ভালো করার সুযোগ আছে।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনার মতো মানুষ উৎসাহ দিলে মনে একটু সাহস হয়...
ভাল থাকবেন
৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
মশিকুর বলেছেন:
সুন্দর! শেষেরটায় কতোগুলো প্লাস দিবো বুঝতেছি না।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭
নূর আদনান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক উৎসাহ পেলাম
ভাল থাকবেন......
৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর হয়েছে।
পরের পর্বের অপক্ষাই রইলাম ।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯
নূর আদনান বলেছেন: ইনশা-আল্লাহ্, পরের পর্বে দেখা হবে।
ধন্যবাদ শোভন ভাইয়া......
৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
শরৎ চৌধুরী বলেছেন: বাহ সুন্দর।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
চিরতার রস বলেছেন: আঁকাআঁকিটা চালায়া যান। শুভ কামনা।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯
নূর আদনান বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।
১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: "জীবনে কত ছবি যে আঁকছি আর ছিড়ে ফেলছি তার হিসেব নাই।" আপনি শুধু আপনার আঁকা ছবি ছিঁড়েছেন এটা কিন্তু ঠিক নয়। আমাদেরকে আপনার আঁকা ছবি দেখা থেকে বঞ্চিত করেছেন। এটা বলতেই হয়। অনেক ভালো আঁকিয়ে আপনি। আপনার আঁকা আরও ছবির অপেক্ষার রইলাম। আপানার প্রতি শুভ কামনা রইলো।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০
নূর আদনান বলেছেন: জ্বী ভাইয় আপনার কথা হয়তো ঠিক। আসলে ছোট বেলা থেকে আমার রাগটা একটু বেশি। আর রাগ উঠলে আমার প্রিয় জিনিস নষ্ট করতাম (আজব ব্যপার)। আর বেশির ভাগ সময়ই আমার আঁকা ছবি গুলোই বলির পাঠা হইত।
তবে এখন অবশ্য রাগ জিনিসটা অনেক কামে গেছে (বড় হইছি না । এখন নিজেকে কন্ট্রল করার চেষ্ট করি।
তবে আমার ছবি গুলো সংরক্ষণ করাও হয় না। কিছু ছবি হরিয়ে গেছে, আবার কিছু অযত্নে কোথায় যে পরে আছে। কিছু ছবি অসম্পূর্ণ অবস্থায়ও পরে আছে।
যাহোক আপনাকে অনেক ধন্যবাদ। সবার উৎসাহ পেলে অবশ্যই ভাল কিছু করার চেষ্টা করব।
১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দুই শ্রেণির মানুষ আমাকে অবাক করে সবচেয়ে বেশি। এক শ্রেণি হচ্ছে যারা ডিবেট করে, আর এক শ্রেণি করে যারা আঁকাআঁকি করে। এই দুই শ্রেণির মানুষকে আমি অনেক বেশিই সম্মান করি। কারণ এই ২ টার কোনটাই আমি পারি না।
অনেক ভাল লেগেছে ছবিগুলো
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
নূর আদনান বলেছেন: ভাই আপনার মন্তব্য পড়ে সম্মনিত বোধ করছি। আমার অবাক লাগে কাদের দেখে জানেন, যারা কবিতা, বা গল্প লেখে.....
যে যেটা পারেনা তার কাছে হয়তো সেটাই অবাক লাগে
ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য। ভাল থাকবেন
১২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
ডরোথী সুমী বলেছেন: আপনি অনেক ভাল আঁকেন। আমার ভাল লেগেছে। শুভ কামনা।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
নূর আদনান বলেছেন: ধন্যবাদ শুভ কামনার জন্য
আপনার ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম।
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
মোঃ ইসহাক খান বলেছেন: ইন্টারেস্টিং। বোতলটা বেশ লেগেছে!
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
নূর আদনান বলেছেন: যাক তাইলে বুজতে পাচ্ছেন যে এটা একটা বোতল! আমি তো ভাবছিলাম আমি যে ছবি আকি
তাতে কেউ চিনতেই পারবেনা।
আসলে পেন্সিল স্কেচে আমি অনেক দূর্বল, তাই ভাবছি কিছু পেন্সিল স্কেচ করব। তো একদিন ভাবতেছি কি করা যায়। চোখে পড়লো এই বোতলটা ভাবলাম এটাই স্কেচ করব।
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি দারুণ ছবি আঁকেন।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
নূর আদনান বলেছেন: গুরু আর শরম দিয়েন না। :#>
কেমন আছন ভাইয়া।
একটা প্রশ্ন ছিলঃ জীব-জন্তুর ছবি আঁকা কি নিষেধ?
আপনি অনেক জ্ঞানী মানুষ তাই একটা প্রশ্ন করলাম, কিছু মনে করবেন না।
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকবেন।
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
এহসান সাবির বলেছেন: দারুন তো....!!
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৮
নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০
এম মশিউর বলেছেন: দারুন লেগেছে।।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২
নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাই
১৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২২
শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩
নূর আদনান বলেছেন: ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার! দেখি নির্বাচিত পাতায় যায় নাকি