নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দুনিয়ায় কেউ কারো নয়

নূর আদনান

চেষ্টা করছি শুদ্ধ হতে, নির্ভেজাল ও শুভ্র হতে। প্রভূ পবিত্র কর মোরে

নূর আদনান › বিস্তারিত পোস্টঃ

বাংলার স্বাধীনতা আনলে যারা

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২

এই এক দিনেই আমর তোমাদের জন্য অনেক কিছু করি। কত আয়োজন ! কত উৎসব! কত অনুষ্ঠান! আমর তোমাদের কথা স্বরণ করে মমবাতি জ্বালায়! তোমদের স্মৃতি সংরক্ষনের উদ্দেশ্যে যে শহীদ মিনার আমরা তৈরী করেছি, তা আমরা এইদিনটাতে ফুল দিয়ে ডুবয়ে দেই। হে শহীদগন, তোমরা তো দেখছো তাইনা আমাদের এইসব পাগলামি?



আচ্ছা তোমরা কি আমাদের এই পুষ্পার্ঘ আর মোমবাতি প্রজ্জলনের জন্য প্রত্যেহ অপেক্ষায় থাকো?

এগুলো তোমাদের জন্য কতখানি মঙ্গল বয়ে আনছে?

তোমরা এসবের সুফল পাচ্ছ তো?

--------------------------------------------------------------------

অনেকেই ভাবছেন এবার অনেকগুলো ফুল দিবো স্মৃতিসৌধে কিনবা শহীদ মিনারে। তাদের বলবো যে টাকা দিয়ে ফুল কিনবেন সে টাকা শহীদদের পক্ষহতে, তাদের রুহে সওয়াব পৌছানোর উদ্দেশ্যে আল্লাহ্ র নামে দান করে দিন।

আচ্ছা একটা কথা ভেবে দেখন তো কখনো কি শহীদদের জন্য দোয়া করেছেন?

আপনি যদি সত্যিই তাদের ভালবাসেন তাদের মঙ্গল চান তাহলে তাদের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ্ র কাছে প্রর্থনা করুন। পারলে তাদের কবর জিয়ারত করুন। সেখানে দাড়িয়ে আল্লাহ্ র কাছে প্রর্থনা করুন। দান করুন। এতেই তাদের মঙ্গল হবে, মোমবাতি জ্বালানো আর, পুষ্পার্ঘ অর্পন তাদের কোন কাজে আসবেনা। তারা তো শহীদ, আল্লাহ্ তাদের উত্তম পুরস্কার দিবেন। তারা আমাদের এই মোমের আলো আর কিছু গাদা ফুলের অপেক্ষায় নেই।

বরং তাদের জন্য প্রর্থনা করুন, আল্লাহ্ পাক যেন তাদের শহীদের পূর্ণ মর্যাদা দান করেন।



জানি এখন অনেকেরই মনে হবে যে, যাইতেছি ওসব করতে /:) ?

তার চেয়ে ফূল দেয়া অনেক সহজ কাজ। এতে মজাও আছে। কত মানুষের সাথে দেখা হইবো, অনেক সুন্দরীতমার সামনে পরে যেতে পারে, তার সাথে চোখাচোখিও হতে পারে। এরকম আরো অনেক কিছুই হতে পারে....

না না রাগ করবেন না, আমি বাস্তব কথাই বলছি। একবার একটু ভেবে দেখবেন তো আপনার এই মজা নেওয়ার উৎসব শহীদদের কি উপকারে আসে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.