নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দুনিয়ায় কেউ কারো নয়

নূর আদনান

চেষ্টা করছি শুদ্ধ হতে, নির্ভেজাল ও শুভ্র হতে। প্রভূ পবিত্র কর মোরে

নূর আদনান › বিস্তারিত পোস্টঃ

আমার পেন্সিল স্কেচ

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

কিছু দিন হলে সামুতে তেমন আসা হয় না। মাঝে মাঝে একটু আসি আরকি। ভাবছিলাম নিয়মিত আমার আকা ছবি গুলো শেয়ার করবো। সেই ভেবে দুইটা পোষ্ট দিয়েছিলাম। মনে হল আজকে একটা পোষ্ট দেই।

**জানি আমার ছবিগুলো তেমন ভাল হয়না, আসলে আমি তেমন আকতে পারিনা, কিন্তু আকা-আকি আমার ছোটবেলা থেকেই শখের জিনিস।**

এখন তেমন সময়ই দেয়া হয়না, তাই অবস্থা আরো খারাপ। যাহোক,



গুলাপ বরাবরই আমার প্রিয়, তাই প্রথমেই গোলাপের স্কেচ এর কিছু ফটোশপ ভার্সনঃ















এবার আসলটাঃ





নীল গোলাপঃ





এবার একটা ফরিংঃ





এবার আমাদের চুমকির পাসপোর্ট সাইজ সাদা-কালো ছবিঃ:P









এটা চুমকির পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবিঃ :P





সবাই ভাল থাকবেন। সামনের পর্বে ভাল কিছু দেয়ার চেষ্ট করবো। ধন্যবাদ



দেখতে পারেনঃ-------------------------------



পেন্সিল স্কেচের ব্যর্থ চেষ্টা



আমার পেন্সিল স্কেচের ব্যর্থ চেস্টা - পর্ব ২

_________________________________________________

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর হইছে

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

নূর আদনান বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!:)

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

নূর আদনান বলেছেন: সুন্দর কিন্তু কোনটা সুন্দর? ধন্যবাদ আপু

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: অতি সুন্দর.........

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

নূর আদনান বলেছেন: লজ্জা পেলাম.......

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

এহসান সাবির বলেছেন: অনেক সুন্দর...!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

নূর আদনান বলেছেন: কুনটা সুন্দর?
সবাই দেখি সুন্দর কয়? চুমকি কে নাতো?

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

এহসান সাবির বলেছেন: ইয়ে মানে..!! ;) ;)

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

নূর আদনান বলেছেন: তারমানে ইয়ে.......... :P :P :P

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

বেঈমান আমি. বলেছেন: নাইস ওয়ার্ক।প্রথমটা তো শমী কায়সারেরে মত লাগলো ;)

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

নূর আদনান বলেছেন: তাই নাকি ? খেয়াল করি নাই তো :!>

ধন্যবাদ

৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: চমৎকার!!

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাই.......

৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৫

খেয়া ঘাট বলেছেন: দারুন, দারুন, দারুন।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

নূর আদনান বলেছেন: সত্যিই কি দারুন? জানি না কতটুকু ভাল বা মন্দ হয়! তবে আমি শখের বসে আকি আরকি

আপনাকে ধন্যবাদ খেয়া ঘাট

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

শায়মা বলেছেন: সবগুলাই সুন্দর!:)

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

নূর আদনান বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনার কথায় অনেক উৎসাহ পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.