নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আদম\'স পিক!

১৫ ই জুন, ২০১৫ রাত ১০:৫০



এটা আদম'স পিক শ্রিলংকার রত্নপুরার প্রায় সাড়ে সাত হাজার ফুট পাহাড়ের উপর রয়েছে! এটা নিয়ে বেশ কিছু তথ্য আছে জেনে অবাক হবার মত!
মুসলিম অর্থাৎ আমাদের দাবি এটি আদম আঃ এর! তিনি যখন বেহেস্ত থেকে নির্বাসিত হয়ে পৃথিবীতে আসেন তখন এখানে প্রথম অবতরণ করেন এটাই তার পায়ের ছাপ। খ্রিস্টানদের দাবি প্রায় একই এটা স্বর্গভূমি (Eden) তবে তারা মনে করে এটা সেইন্ট পিটারের পায়ের চিহ্ন! হিন্দুদের দাবি এটা শিবের পায়ের ছাপ পাহাড়ের নিচে অবশ্য একটা প্রাচীন শিব মন্দির আছে! বৌদ্ধদের দাবি এটা গৌতম বুদ্ধের বাম পায়ের চাপ! তিনি যখন শেষ পৃথীবি থেকে চলে যান তখন বাম পা রাখেন এখানে ডান পা রাখেন ব্যাংকক এর সারাবুড়ি প্রদেশে সেখানেও এরকম ডান পায়ের একটা ছাপ আছে! তবে ইহুদিরা এটা নিয়ে কোন দাবি করেনি! করলে ষোলকলা পূর্ণ হতো!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৩৭

তৌফিক মাসুদ বলেছেন: শুভকামনা, অল্পতে ভাল তথ্য দিয়েছেন।

২| ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৪৩

তৌফিক মাসুদ বলেছেন: শুভকামনা, অল্পতে ভাল তথ্য দিয়েছেন।

৩| ১৬ ই জুন, ২০১৫ রাত ১২:১০

আরণ্যক রাখাল বলেছেন: ভাগ্য ভালো যে আরো চারপাঁচটা ধর্ম নেই!

৪| ১৬ ই জুন, ২০১৫ রাত ১২:১৬

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: একটা মানুষের পায়ের ছাপ পাথরের উপর পড়ে কি করে? সেই মানুষটির অজন কত ছিল? পাথরটি লি তখন গলিত লাভার আকারে ছিল? তাহলে মানুষটির পা কি পুড়ে গেছিল? কারণ এরকম ছাপ তো আর কোথাও পড়েনি।

৬| ১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সুমন কর বলেছেন: সবার দাবী .................

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:৫৯

নূর আলম হিরণ বলেছেন: আমার মনে হয় কালের বিবর্তনে এটা মানুষের পায়ের আকার ধারন করেছে! কিংবা কেউ ইচ্ছে করেই এমন করে খোদাই করে রেখেছে! এটার সাইজ প্রায় ৫ ফুট মানুষের পায়ের সাইজ এত বড় হওয়ার কথা না!

৭| ১৬ ই জুন, ২০১৫ রাত ১১:৫৬

রিয়াদ হাকিম বলেছেন: একটি আংগুল মিসিং মনে হচ্চে।

৮| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:৫০

নূর আলম হিরণ বলেছেন: আহ্! আমি সবসময় মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি। ঐসময় এই মন্তব্যে গুলোর জবাব না দেওয়ার জন্য দুঃখবোধ হচ্ছে। মন্তব্যকারী সকলকে ধন্যবাদ।

৯| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৮

নতুন বলেছেন: মানুষ এইসব এখন বিশ্বাস করেনা বরং কল্পকাহিনি হিসেবেই পছন্দ করে।

আগে এইসব নিয়ে অনেক ব্যবসা হয়েছে আর অন্ধ ধার্মিকেরা টাকা খরচ করেছে।

এখন এইসব স্থান পর্যটন কেন্দ্র হিসেবে থাকবে।

০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫২

নূর আলম হিরণ বলেছেন: মানুষের চিন্তা ভাবনা যত উন্নত হবে ধর্মীয় কল্পকাহিনী তত কমতে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.