নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
আমাদের পৃথিবী এই অসীম মহাকাশে সামান্য এক ধূলিকণা বৈ আর কিছুই নয়! এই মহাবিশ্ব যে কত বিশাল তা আমাদের কল্পনারও বাহিরে। তারপরেও চলুন কত বিশাল এই মহাবিশ্ব একটু ধারনা নিই। যেহেতু এখন অব্ধি আলোর চেয়ে বেশি গতিসম্পন্ন আর কিছু নেই সেহেতু আমরা আমাদের জার্নিটা শুরু করবো আলোর গতিতে সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল গতিতে। আমরা শুরু করবো আমাদের নক্ষত্র সূর্যের কেন্দ্র থেকে সময় ১লা জানুয়ারি মধ্যরাত। লেটস গো..
১ আলোকবর্ষ = আলো এক বৎসরে প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে যতটুকু দূরত্ব অতিবাহিত করবে।
এখন অন্তত কিছুটা ধারনা হয়েছে কত বিস্তৃত আমাদের এই মহাবিশ্ব। আর হ্যাঁ মহাবিশ্ব কিন্ত প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে।
ছবি : ইউটিউব ভিডিও থেকে স্ক্রিন শর্ট।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
সিপন মিয়া বলেছেন: যতো বিশালই হোক একদিন সংকোচন শুরু হবে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
নূর আলম হিরণ বলেছেন: মহাবিশ্ব প্রথম সংকুচিত ছিল। মহাবিস্ফোরণ এর পর তা ক্রমেই প্রসারিত হচ্ছে। আবার সংকুচিত হওয়ার কথাও কোন কোন বিজ্ঞানী বলছেন।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
ময়না বঙ্গাল বলেছেন: আমি রিসেন্টলি স্টেফেন হকিং-এর কালের সংক্ষিপ্ত ইতিহাস মনযোগ সহকারে পাঠ করলাম । আপনার পোষ্টটা উপভোগ করলাম ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
দরবেশমুসাফির বলেছেন: সুন্দর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৪
কিরমানী লিটন বলেছেন: অভিবাদ্ন ...