নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আপাতত মায়ানমার সফল!

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬


রোহিঙ্গা ইস্যুতে আপাতত মিয়ানমার সরকার সফল তারা ৩লক্ষ রোহিঙ্গাকে পুশ ইন করে বাংলাদেশে প্রবেশ করাতে পেরেছে! শুধু যে প্রবেশ করিয়েছে তা না, তাদের সীমান্তে মাইন পুঁতে দিয়েছে যাতে তারা ফিরে আসতে না পারে! এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার কি করে এই সমস্যা সামাল দিবে! এখন বাংলাদেশের করণীয় কি হবে।
সত্যিকার অর্থ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া যতটা মানবিক ভাবা হচ্ছে তার চেয়ে বড় কারন কূটনৈতিক ব্যার্থতা! কূটনীতিক পর্যায়ের অসফলতার কারনে সরকার এত রোহিঙ্গা প্রবেশে বাধা দিতে পারেনি। আরো একটি কারন দেশের ভিতরের জনগনের বৃহৎ একটা অংশ রোহিঙ্গা প্রবেশের পক্ষে ছিলো! সম্ভবত ১৯ সালের কথা চিন্তা করে সরকার এই ইস্যুতে ঐ অংশের বিরুদ্ধে যেতে চায়নি!
যাইহোক যা হওয়ার তা হয়ে গেছে এখন সরকারের প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ গুলি শুরু করে দেওয়া উচিত।
★সেখানে নিরাপত্তা বাহিনীর সংখ্যা দ্বিগুণ করা। তবে সতর্কতার সহিত, দেশের বাকি নিরাপত্তা যেনো ঠিক থাকে।
★সব রহিঙ্গাদের পরিচয়(ইতিমধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে কাজ শুরু করেছে মনে হয়), ছবিসহ সংগ্রহ করা।
★৩লাখ রোহিঙ্গার সাথে কয় লাখ ইয়াবা এসেছে তা খুঁজে বের করা।
★জঙ্গী কার্যক্রম হচ্ছে কিনা তার জন্য স্পেশাল টিমকে দায়িত্বে দেওয়া।
★আশ্রয় স্থান থেকে রোহিঙ্গারা চাইবে অন্যত্র সরে যেতে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা।
★সাহায্য, ত্রান দেওয়া ব্যক্তি, এনজিও এদের উপরও নজরদারি রাখা।
★খাদ্য,স্বাস্থ্যসেবার যেনো সুষ্ঠ বন্টণ হয় সে বিষয় লক্ষ্য রাখা। আর রোহিঙ্গাদের জানিয়ে দেওয়া তোমরা এখানে স্থায়ী না, আবার তোমাদের ফিরে যেতে হবে তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে থাকতে পারবে।
★আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষন করে পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে ঘনঘন বিবৃতি দেওয়া, বাংলাদেশ শরনার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি এই মেসেজ জানিয়ে দেওয়া।
★মায়ানমার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে কোনো লাভ হবে না দুই একটা পরাশক্তি দেশের সাথে ঐক্যমত্য পৌঁছে মায়ানমার সাথে আলোচনায় বসতে হবে।
সর্বোপরি এই রোহিঙ্গা সমস্যা আর সহজে সমাধান হচ্ছে না, আমাদেরকে এই বোঝা অনেকদিন বয়ে বেড়াতে হবে। দেশের অর্থনীতি ও নিরাপত্তায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: মায়ানমার এত ক্ষমতা পাচ্ছে কোথা থেকে?
বাংলাদেশকে এত ছাড় না দিয়ে বিষটা গুরুত্ব দিয়ে দেখা উচিত।
বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করতে হবে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

নূর আলম হিরণ বলেছেন: আমেরিকা, ভারত, চীন রোহিঙ্গা ইস্যুতে পুরোপুরি ইউ-টার্ন নিয়ে মায়ানমার সরকার এর পক্ষে সুর মিলাচ্ছে! তবে ইউরোপ এখনো মনে হচ্ছে বাংলাদেশের পক্ষে আছে, তারা বাংলাদেশের প্রশংসা করছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কুটনৈতিক দৈন্যতা ফুটে উঠেছে!

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


সবাই সরকারের উদ্দেশ্য কিছু না কিছু বলছেন; কিন্তু সরকার কিছুই বলে না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০২

নূর আলম হিরণ বলেছেন: কিছুক্ষন আগে নিউজে দেখলাম বাংলাদেশ সরকার ভারত, চীনকে পাশে চাচ্ছে রোহিঙ্গা ইস্যুতে, তাদের সাথে কুটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে! দেখা যাক আজ প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কেউ কোনো ব্রিফিং দেয় কিনা।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
রোহিঙ্গা ইস্যুতে আপাতত মিয়ানমার সরকার সফল। সত্য।

বাট মুলত আসল সফল মধ্যপ্রাচ্য-পাকিস্তান থেকে পরিচালিত আরসা চরমপন্থিরা।
রোহিংগা/আরসা নামধারি জংগিরা সীমান্ত পার হয়ে বেশ কয়েকটি মিলিটারি এবং পুলিশ ফাঁড়ির উপর প্রাণঘাতি আক্রমন চালায় ।
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নিহতের সংখা ছিল মাত্র ১২। আহত ৫০ এর মত।

এই সব মামুলি হামলায় বার্মার সামরিক জান্তা বিন্দুমাত্র কাবু হওয়ার কথা না, বরঞ্চ আরো বলিয়ান হয়েছে।
পরিকল্পিত ভাবেই উষ্কানিমুলক হামলাটি হয়েছে, যাতে সামরিক জান্তা আরো নিষ্ঠুরতার সাথে ঘরবাড়ী জালিয়ে রহিংগাদের মারধোর করে বাংলাদেশের দিকে ঠেলে দিতে পারে। সেটাই হয়েছে। এই উষ্কানিমুলক গেরিলা আক্রমণে নিরিহ রোহিংগারা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩০০০ ঘরবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে, ৫ শতর বেশী মানুষ প্রাণ হারালো।
৩ লক্ষ রহিঙ্গা পুশ করলো, আরো ৫ লাখ ঢুকার অপেক্ষায়।
বাংলাদেশকে বিপদে ফেলে এখন দাঁত কেলিয়ে হাসছে আরসা হারামজাদারা।

আলজাজিরা থেকে আরসার যুদ্ধবিরিতি ঘোষনা বর্মি সামরিক জান্তার আভিযানের কিছুটা যৌক্তিকতা দেখাতে পারছে।
আমার লেখাটি পড়ুন - view this link

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

নূর আলম হিরণ বলেছেন: রোহিঙ্গা বিতাড়নের পরিকল্পনা বার্মা সরকারের অনেক আগের! আরসার উস্কানিতে সেটা ত্বরান্বিত হয়েছে! আপনার লেখা পড়েছি তথ্যবহুল লেখা।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

কানিজ রিনা বলেছেন: বার্মার সরকার সামরিক বাহিনী জঙ্গী থেকেও
বড় জঙ্গী। শতশত বছর ধরে রহিঙ্গারা
নির্যাতিত নিপিরীত। অথচ রহিঙ্গাদের জঙ্গী
সন্ত্রসী বলে আন্তরজাতিক মহলে তুলে ধরা
হচ্ছে। আজ পর্যন্ত এই রহিঙ্গারা কোনও
জঙ্গী গোষ্টির সাথে হাত মিলিয়েছে বলে
মনে হয়না বা প্রমান মিলেনা। যদি তাই
হত তাহলে আজও আত্বঘাতি বোমার প্রমান
মিলতো।
বরঞ্চ আমাদের দেশে প্রায়ই জঙ্গী হামলা
দেখা যায়। এখন আমাদের দেশে আশা
রহিঙ্গারা অভাবে কোনও জঙ্গী গোষ্ঠির
সাথে হাত মিলায় কিনা দেখা গোয়েন্দা
ততপরতা জরুরী। বার্মার ইয়াবা ব্যবসা
আমাদের দেশের দুর্নীতি পরায়ন সুবিধাবাদী
ব্যবসায়ীরা সাবেক রহিঙ্গাদের অভাবের
দুর্বলতা ব্যবহার করে ওদের বিপথে নিয়ে
যাচ্ছে।
এদিকে দৃষ্টি রাখা জরুরী। নীপিরিত রহিঙ্গারা
অনেক গুল দেশে ছড়িয়ে ছিটেয়ে আছে
তারা গেরিলা ট্রেনিং দিয়ে এসে বার্মা বাহিনীর
আক্রমন করলে সে দায়ীত্ব কোনও জঙ্গী
গোষ্ঠির উপর বর্তায় না।
আমাদের সরকার অনেক ভদ্রতার সাথে
মকাবেলা করছে জাতিসংঘ বলেছে সীমান্ত
খুলে দিতে নাদিলে বরঞ্চ হিতে বিপরিত হত।
ধন্যবাদ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

নূর আলম হিরণ বলেছেন: সাধারন রোহিঙ্গা দের মাঝে কিছু অভাবে জঙ্গী আর মাদক ব্যবসায় জড়িয়ে গেছে! আরসার মধ্য হাজার খানেক আছে যাদের কাছে অস্ত্র আছে! এদেরকে এরা গেরিলা যোদ্ধা বলে পরিচয় দিচ্ছে মনে হচ্ছে সামরিক জান্তা এদেরই জঙ্গী বলছে!

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: সবচেয়ে বড় কথা হল লক্ষ লক্ষ নির্যাতিত অসহায় প্রানকে দেখতে যাচ্ছেন এর চেয়ে মহৎ আর কিছু হতে পারে না!

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

নূর আলম হিরণ বলেছেন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ উনি সফর করেছেন। বাকী বিষয়গুলি আরো গুরুত্বপূর্ণ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


বার্মা আরাকান খালি করতে চাচ্ছে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

নূর আলম হিরণ বলেছেন: ৭৯ এ একবার করেছিলো! তখন আবার ফেরতও নিয়েছে! এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন, সরকারের ধীরগতি নীতিতে ব্যাপারটা আরো জটিল হয়ে যেতে পারে!

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: ৭৯ এ একবার করেছিলো! তখন আবার ফেরতও নিয়েছে! এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন, সরকারের ধীরগতি নীতিতে ব্যাপারটা আরো জটিল হয়ে যেতে পারে! "

-৩৮ বছরের পরিস্হিতি বদলেছে

৮| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:




বার্মা যদি রোহিংগাদের আরাকানে নেয়, সামনের দিনগুলোতে আবারও একই ঘটনা ঘবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.