নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

সময় হয়েছে ইভটিজিং শব্দটির আরো ভয়ংকর প্রতিশব্দ খোঁজার!

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪



ইভ হলো বাইবেলের আদিমাতা বা কোরানের হাওয়া আর টিজিং মানে উত্ত্যক্ত করা। এটি এক ধরনের যৌন আগ্রাসন যার মধ্যে রয়েছে যৌন ইঙ্গিতবাহী মন্তব্য, প্রকাশ্যে অযাচিত স্পর্শ, শিস দেওয়া বা শরীরের সংবেদনশীল অংশে হস্তক্ষেপ। কখনো কখনো একে নিছক রসিকতা গণ্য করা হয় যা অপরাধীকে দায় এড়াতে সহায়ক ভূমিকা পালন করে। মূলত "ইভ" শব্দের কারনে নারীর যৌন আবেদনকে বুঝায় তাই এর দোষ তার উপরেই বর্তায় এমনটা অনেকে মনে করে আর ছেলেদের ব্যাপারটা নিছক রসিকতা ভাবা হয়!
এখন কথা হচ্ছে ধরেন আপনি যে রাস্তা দিয়ে রোজ চলাচল করেন সে রাস্তায় দেখলেন একটা কাঁটা পড়ে আছে এখন আপনি কি এই কাঁটাটি রাস্তা থেকে সরিয়ে দিবেন নাকি কাঁটা যেন পায়ে না বিধে তাই ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় জুতা পড়ে নিবেন? এখানে সমাধান কোনটা ভালো ভাবতে থাকুন!
যাইহোক এরচেয়ে ভয়ংকর কথা হচ্ছে এই ইভটিজিংকে অনেক তরুনেরা সৃজনশীল কাজ মনে করে, ইভটিজিং শব্দটি শুনলে তারা খুব একটা খারাপ অনুভব করেনা বরং মনে করে একটি মেয়েকে দুই চারটা কথা বা অঙ্গভঙ্গি করে মজা করা এর বাহিরে কিছু না! একসময় কোনো এলাকার বখে যাওয়া কিছু তরুনেরা এসব করলেও এখন অনেক মধ্যে বয়সীদেরও দেখা যায় ইভটেজিং করতে!
গত দুই বছরে বাংলাদেশে ৬৩টি মেয়ে আত্মহত্যা করে ইভটিজিং সহ্য করতে না পেরে! তবে এই হিসেব সরকারী হিসেব!
এই পরিসংখ্যানও জাতি হিসাবে আমাদের বড় লজ্জার, তবে এমন লজ্জিত আমরা হতেই থাকবো যদি এই ইভটিজিং এর শাস্তি হিসেবে কঠিন আইন করতে না পারি! শুধু কান ধরে উঠবস,মাথা ন্যাড়া, জুতাপেটা করে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না!
সময় এসেছে ইভটিজিং এর জায়গায় আরো ভয়ংকর শব্দ প্রতিস্থাপন করার আর এটাকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে আইন করা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ব্যাপারটা খুব শক্তভাবে নিয়ন্ত্রন করা উচিত সরকারের ...কিন্তু সেটা কি সম্ভব ?

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

নূর আলম হিরণ বলেছেন: আপাতত এটাকে ছোটখাটো ধর্ষনের সাথে তুলনা করা যায়! কঠিন আইন তো থাকতে হবে তারপর না হয় প্রয়োগের কথা আসবে!

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: মানুষের বোধের উন্নতি না হলে সম্ভব নয় বাছা!

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৭

নূর আলম হিরণ বলেছেন: আগে আইন করা হোক তারপর না হয় বোধ নিয়ে কথা বলা যাবে!

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

আশরাফুল এষ বলেছেন: বাংলাদেশ সব সম্ভভ । জানিনা আমাদের আবেগ কবে কমবে আর বিবেক কবে বাড়বে

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

নূর আলম হিরণ বলেছেন: সুশিক্ষিত হতে হবে! একেবারে ছোটবেলা থেকে শিখাতে হবে, কঠিন আইন করতে হবে!

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

অর্ক বলেছেন: অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনাটা সাধারণ ইভ টিজিং নয় নিঃসন্দেহে। ধর্ষণের মতো ঘৃণিত, পৈশাচিক অপরাধ। অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তি দেখতে চাই; ফাঁসি বা যাবজ্জীবন। একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নিয়েছে নরপশুটা।

ঘৃণা ঘৃণা ঘৃণা...

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

নূর আলম হিরণ বলেছেন: ইভটেজিং ছোটখাটো ধর্ষনের মতই! আইনে ইভটিজার এর শাস্তির ব্যাপারে কঠিন কিছু নেই!

৫| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইভটিজারদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে আর ছাড়া পেলেও যেন সমাজ, পরিবার তাকে কড়া নজরদারিতে রাখে...

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

নূর আলম হিরণ বলেছেন: সমস্যা হচ্ছে অনেক শিক্ষিত ও মধ্যবয়সী মানুষেও ইভটিজিং করে! ইভটিজারকে সমাজে আরো ঘৃনিত চোখে দেখতে হবে! তাহলে মধ্যবয়সী ইভটিজার এর সংখ্যা কমে যাবে।

৬| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


মেয়েগুলির কি হলো কে জানে! সামান্য গ্রাম্য স্কুলে, ১৯৬৮, ১৯৬৯ সালে কেহ কিছু বলার সাহস পেতো না, আজকাল মেয়েগুলো কি হলো?

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

নূর আলম হিরণ বলেছেন: ৭০ দশকের পরেই প্রকাশ্য ইভটিজিং এর ঘঠনা বেড়েছে! যখন মেয়েরা স্কুল, কলেজে পড়ার মানসিকতাই তৈরি করেছে। মেয়েদের প্রতিবাদী হওয়ার ঘটনাও আছে তবে আইনে এই ইভটিজিং এর শাস্তি হাস্যকর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.