নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘ বলছে আমরা উন্নয়নশীল দেশ, এই সুযোগে আমরা রাস্তায় জ্যাম লাগিয়ে দিয়েছি!

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭



এতদিন যে আমাদের মন্ত্রী মিনিষ্টারেরা চিল্লাপাল্লা করেছে দেশ মধ্যম আয়ের দেশ হয়ে গেছে সেটা কি ছিলো? এখন দেখি কাল রাস্তাঘাটে জ্যাম লাগিয়ে উন্নয়নশীল দেশ হয়েছে সেই আনন্দ উৎসব করছে! আসলে আমরা কোন ক্যাটাগরিতে সেটাই ক্লিয়ার হচ্ছি না। দেশের ৪৭ শতাংশ গ্রাজুয়েট বেকার যা দক্ষিন এশিয়ায় দ্বিতীয়, আফগানিস্তান প্রথম প্রায় ৬৪ শতাংশ। তো এত বেকার রেখে দেশ যে এত উন্নতি করছে তার জন্য সরকার, জনপ্রশাসন বাহাবা পেতেই পারে! দেশের মাথাপিছু আয় ১০৩৬ ডলার থেকে ৪০৮৫ ডলার মধ্যে থাকলে সেই দেশ উন্নয়নশীল দেশ। এটি একটি শর্ত আরো অনেক কারন আছে সেগুলিও পূর্ন করতে হয়। আমারা সম্ভবত ১৬১০ ডলার করে আয় করি তবে এখনো আমাদের মেয়েরা হাসপাতাল হাসপাতাল ঘুরে শেষমেশ রাস্তায় সন্তান প্রস্রব করে! আমাদের মানব উন্নতির সূচক ০.৫৭৯ যেটা সারাবিশ্বে ১৩৯তম তারপরেও আমদের বস্তিগুলিতে ৪০লক্ষ মানুষ বাস করে রাস্তায় ঘুমায় ৮লক্ষ মানুষ!
আমাদের ৩৩বিলিয়ন রিজার্ভ আছে তবে এয়ারপোর্টে এসে আমাদের প্রবাসী কামলারা মাঝেমধ্যে চড় থাপ্পড় পর্যন্ত খায়! ছেলেমেয়েরা পরিক্ষার আগেরদিন প্রশ্নপত্র খুঁজে! সেই প্রশ্নে পরিক্ষা দিয়ে তারা দেশ গঠনে অংশগ্রহন করবে আমাদের উন্নয়নশীল থেকে উন্নত দেশে পৌঁছিয়ে দিবে! আমাদের ব্যাংক গুলির অলস টাকা বাড়ছে তারা ডিপোজিট নিতে চায় না, লোন দিতে চায়! আবার লোন দিয়ে আদায়ও করতে পারছে না। শেয়ারবাজারের জন্য পার্টনার দরকার চীনাদের পার্টনার করার জন্য তোড়জোড় চলছে! এগুলি ভালো লক্ষণ নয়, উপরে ফিটফাট বাহিরে সদরঘাট হলে ভবিষ্যৎ ভালো ঠেকবে না। মানুষ এখনো দেশ ছেড়ে ইউরোপ, আমেরিকা যাবার চিন্তা নিয়ে সকালে কাজে যায়, রাতে ঘুমোতে যায়! মানুষকে গ্যাড়াকলে না আটকিয়ে কাজ দিয়ে, চাকুরী দিয়ে, অর্থনৈতিক ভাবে সমান অধিকার দিয়ে আটকান তাহলে একদিনের জন্য রাস্তাঘাট আটকিয়ে আনন্দ উৎসব করতে হবে না। মানুষের ঘরে ঘরেই প্রতিদিন আনন্দ উৎসব হবে।

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(

দেখিয়া শুনিয়া স্তব্ধ হইয়াছি,
কোন কথা আসে না মুখে??
-

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

নূর আলম হিরণ বলেছেন: যাক হাত সচল আছে এটা আশার কথা :)

২| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০

আল ইফরান বলেছেন: সবই মিথ্যার বেসাতি /:) /:)

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪

নূর আলম হিরণ বলেছেন: সামনে নির্বাচন, ভালো একটা বিজ্ঞাপন হয়েছে।

৩| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালো লিখেছেন। সঠিক তথ্যগুলো তুলে ধরেছেন

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১১

নূর আলম হিরণ বলেছেন: তথ্য গুলি মুহিত,নাহিদ, শাহারিয়ার সাহেবের কাছেও আছে তারা চিন্তিত নয় আমার আপনার মত।

৪| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৭

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: চলিতেছে সার্কাস...

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নূর আলম হিরণ বলেছেন: সার্কাসের বাধর গুলি আমরাই!

৫| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


জাতিসংঘের কেরানীরা মনে করে করেছে মুহিতে দেয়া সব গার্বেজই ডাটা, ওদের কোন মাথাব্যথা নেই

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

নূর আলম হিরণ বলেছেন: :) :) যথার্থ বলেছেন। হয়তো লবিষ্টও নিয়োগ করেছে!

৬| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



ছবিটা কি মুহিত সাহেবের স্ত্রীর?

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

নূর আলম হিরণ বলেছেন: মুহিত সাহেবরা রয়েল ফ্যামিলির মানুষ উনারা হয়তো ভাববেন ফটোশপ এগুলি!

৭| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটি দেখে, আমি স্তম্ভিত! আমি লজ্জিত! আমি বেদনাহত! পরিসংখ্যান যাই হোক।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৯

নূর আলম হিরণ বলেছেন: জাতি হিসাবে আমারাও লজ্জিত, স্তম্ভিত।

৮| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

ঢাকার লোক বলেছেন: ছবিটি দেখে, আমিও স্তম্ভিত! লজ্জিত! বেদনাহত!

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪০

নূর আলম হিরণ বলেছেন: ছবিটি দেখে, আমরা স্তম্ভিত! লজ্জিত! বেদনাহত!

৯| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: সরকারের কোথাও ভুল হচ্ছে।
আমাদের দেশের অবস্থা ভয়াবহ খারাপ। এখনও মানুষ ভিক্ষা করে। রাস্তায় ঘুমায়। চিকিৎসা পায় না। তিনবেলা পেট ভরে খেতে পায় না। লক্ষ লক্ষ যুবক বেকার।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২

নূর আলম হিরণ বলেছেন: সরকারের ভুল হচ্ছে আসলেই কোথাও ভুল হচ্ছে।

১০| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: ওইসব আনন্দ অনুষ্ঠানে যারা যায়, তারা অবশ্যই ছাগল।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৪

নূর আলম হিরণ বলেছেন: নিরুপায় হয়েও অনেক যায়, যেতে বাধ্য হয়।

১১| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: ছবিটা দেখে বুকটা মোচড় দিয়ে উঠলো।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৫

নূর আলম হিরণ বলেছেন: ছবিটি অনেক কথা বলে, অনেক প্রশ্নের সামনে দাঁড় করায় আমাদের।

১২| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: এই পোষ্টটা স্টিকি করা হোক।

১৩| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদন্ড পর্যন্ত মানা হচ্ছে না বলে মন্তব্য করেছে একটি জার্মান গবেষণা প্রতিষ্ঠান।বেরটেলসম্যান স্টিফটুং’ তাদের রিপোর্টে এই মন্তব্য করে। রিপোর্টটি শুক্রবার প্রকাশ করা হয়েছে।রিপোর্টে বলা হচ্ছে, বাংলাদেশ, লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া এবং উগান্ডা এই পাঁচটি দেশে এখন আর গণতন্ত্রের ন্যূনতম মানদন্ড পর্যন্ত মানছে না। এসব দেশে বহু বছর ধরেই গণতন্ত্রকে ক্ষুন্ন করা হচ্ছিল। এসব দেশের ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণেই এটা ঘটেছে বলে মন্তব্য করা হয় রিপোর্টে।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৭

নূর আলম হিরণ বলেছেন: দলীয় পর্যায়ে গনতন্ত্রের চর্চা নেই তাই দেশে গনতন্ত্রের প্রতিষ্ঠা করা অসম্ভব। তবে লেবানন, মোজাম্বিক, উগান্ডার বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে তবে আমাদের দরকার টেকশই উন্নয়ন।

১৪| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

ঢাবিয়ান বলেছেন: রাজিব নুর, আপনি সরকারি চাকুরি করলে আপনিও যেতে বাধ্য হতেন গতকাল। চাকুরি বজায় রাখার স্বার্থেই সকল সরকারি চাকুরে এই বিকৃত সেলিব্রেশনে যোগ দিয়ে বাধ্য হয়েছিল।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৯

নূর আলম হিরণ বলেছেন: স্কুল, কলেজ শিক্ষার্থীদেরও দেখা গিয়েছে রাস্তায় দাড়িয়ে থাকতে।

১৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: ঢাবিয়ান বলেছেন: রাজিব নুর, আপনি সরকারি চাকুরি করলে আপনিও যেতে বাধ্য হতেন গতকাল। চাকুরি বজায় রাখার স্বার্থেই সকল সরকারি চাকুরে এই বিকৃত সেলিব্রেশনে যোগ দিয়ে বাধ্য হয়েছিল।


আপনার সাথে সহমত। কারন যারাই গিয়েছে বাধ্য হয়ে গিয়েছে। কিন্তু যারা নিজেদ থেকে গিয়েছে তারা ছাগল।

১৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২

গোলাম রাব্বি রকি বলেছেন: রাজশাহীতে দেখলাম সব স্কুলের ছেলেমেয়েদের রাস্তায় নামিয়েছে আনন্দ শোভাযাত্রা করার জন্য !! সাথে অধিকাংশ রাস্তাতেই যান চলাচল বন্ধ ছিলো বেশকিছু সময়ের জন্য । উন্নয়ন শোভাযাত্রায় বোঝা যায় না, উন্নয়ন মানুষের দৈনন্দিন জীবনযাপনে বোঝা যায় ..

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৭

নূর আলম হিরণ বলেছেন: উন্নয়ন শোভাযাত্রায় বোঝা যায় না, উন্নয়ন মানুষের দৈনন্দিন জীবনযাপনে বোঝা যায় .. যথার্থ।

১৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩০

বনসাই বলেছেন: বাংলাদেশ যতটুকু উন্নতি করেছে সেখানে সরকারী লোকদের কোনো অবদান আছে বলে মনে হয় না। তারা গতকাল বলা নেই কওয়া নেই ঢাকা শহর অচল করে দিয়ে দেশের মূল উন্নয়নের স্রোত আটকে দিয়েছিল।
সরকারের উচিত ছিল, তাদের ভাষায় এই উন্নতিকে সেলিব্রেট করতে অফিস টাইম ১ ঘন্টা বাড়িয়ে প্রকৃত ৮ ঘন্টা করা যেন উন্নয়নের অংশীদার সাধারণ মানুষ ছিটেফোঁটা সেবা লাভের সুযোগ পায়। ২৬ মার্চ সোমবারের ছুটির আগে মানে ৪ দিনের ছুটির প্যাঁচে পড়া সময়ে বৃহস্পতিবার এই রকম ফালতু প্রোগ্রাম না করাই ভালো হতো।

আর আজ সারাদিন তো মোবাইলে এই নিয়ে ফালতু এসএমএস এর ডায়রিয়া শুরু হয়েছে।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৭

নূর আলম হিরণ বলেছেন: বৃহস্পতিবারের ভুক্তভোগী আমি নিজেই। একটা দেশের কর্মব্যস্ত রাজধানীকে এভাবে আটকিয়ে প্রোগ্রাম করা কতটা যুক্তিযুক্ত? উনারা চাইলে ছুটির দিন বা ঢাকার বাহিরে প্রোগ্রাম করতে পারতেন।

১৮| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩

জাহিদ হাসান বলেছেন: আরও ২০ বছর আগে থেকেই তো আমরা উন্নয়নশীল দেশের তকমা লাগিয়ে বসে আছি।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৮

নূর আলম হিরণ বলেছেন: হুম, হাইস্কুলের সময়ও আমরা পড়েছিলাম "বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ '!

১৯| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৩

ক্স বলেছেন: বাংলাদেশ উন্নয়নশীল দেশ - এটা আমি ক্লাস থ্রিতে পড়ার সময়েই জানতাম। আর সরকার জানল এখন?

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০

নূর আলম হিরণ বলেছেন: হুম, ক্লাস থ্রি'র পরিবেশ পরিচিতি সমাজ বইয়ে আমরা পড়েছিলাম বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ :)

২০| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সামান্য হলেও যতটুকু উন্নতি বাংলাদেশের হয়েছে তার উল্লেখযোগ্য অবদানই হচ্ছে গার্মেন্টস কর্মী এবং প্রবাসী বাংলাদেশীদের রক্ত পানি করা শ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার জন্য | এখানে সরকারের বা সরকারি লোকদের আসলেই নূন্যতম অবদান নেই | তাদের একমাত্র অবদানই হচ্ছে শ্রমিকদের চরম অবহেলা করা এবং প্রবাসী "কামলা"দের দেশে ফেরার সাথে সাথে কিভাবে দোহন করা যায় সেই ধান্দায় থাকা | এই নেতা/আমলা প্যারাসাইটগুলোই মনে হচ্ছে গায়ে,গতরে এবং পকেটে ফুলে-ফেঁপে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল হয়ে গেছে |

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০২

নূর আলম হিরণ বলেছেন: প্রবাসীদের শুধু দেশে না সে দেশে কাজ করে সেখানের দূতাবাসেও অবহেলিত হওয়ার নজির আছে! বিশ্বের যেসব দেশ গার্মেন্টস শিল্পের সাথে জড়িত তাদের মজুরীর হার বাংলাদেশেই সবথেকে কম।

২১| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬

আহমেদ জী এস বলেছেন: নূর আলম হিরণ ,





উপরের ছবিটির মতো বাস্তবের আরও শত শত ছবিই প্রমান করে , সহব্লগার গোলাম রাব্বি রকি যেমন বলেছেন --- উন্নয়ন শোভাযাত্রায় বোঝা যায় না, উন্নয়ন মানুষের দৈনন্দিন জীবনযাপনে বোঝা যায় .. সেটাই ঠিক ।
সহব্লগার স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন - এখানে সরকারের বা সরকারি লোকদের আসলেই নূন্যতম অবদান নেই | তাদের একমাত্র অবদানই হচ্ছে শ্রমিকদের চরম অবহেলা করা এবং প্রবাসী "কামলা"দের দেশে ফেরার সাথে সাথে কিভাবে দোহন করা যায় সেই ধান্দায় থাকা | এই নেতা/আমলা প্যারাসাইটগুলোই মনে হচ্ছে গায়ে,গতরে এবং পকেটে ফুলে-ফেঁপে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল হয়ে গেছে |
এরা আগে মুদির দোকান থেকে বাকীতে নিয়ে বিড়ি টানতো , এখন নগদে বেনসন টানে । এটাই হলো আসল উন্নতি !!!!!!!!!

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৭

নূর আলম হিরণ বলেছেন: একটা শ্রেণীর উন্নতি ঠিকই হয়েছে। তবে বিশাল একটি জনগোষ্ঠী পিছিয়ে আছে, অবহেলিত হচ্ছে।

২২| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৩

তারেক ফাহিম বলেছেন: দেশে যা উন্নতি হয়েছে তার বেশির ভাগই নিচু শ্রেণির শ্রমজিবিদের জন্যই।
এখানে সরকারের বা বিরোধীদলের ভুমিকা আমি দেখি না।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

নূর আলম হিরণ বলেছেন: দেশের যতটুকু অগ্রগতি তাতে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর অবধানই বেশি। সাথে আমাদের রেমিটেন্স।

২৩| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এলজ্জা ঢাকি কি দিয়ে!!!

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

নূর আলম হিরণ বলেছেন: এই লজ্জা আমার, আপনার সবার।

২৪| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

শাহিন মিশু বলেছেন: এবারে আসছে নতুন চমক! উন্নয়নশীল দেশের জনগন বেশি ট্যাক্স দেয় !আপনি-আমি প্রস্তুত তো!! তো হয়ে যাক ট্যারিফিক ট্যাক্স প্রদানের পূর্বে আরেকটি আনন্দ মিছিল!না হয় জানের উপর একটু প্রেশার বেশি পরে যাবে ,তাতে কি!!

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

নূর আলম হিরণ বলেছেন: হ্যা উনি এমন মন্তব্য নাকি করেছেন! উনিতো দেশে উন্নয়ন ছাড়া আর কিছু দেখে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.