নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

শেষ হল আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসের প্রথম টেষ্ট।

১৬ ই মে, ২০১৮ রাত ১২:১০



ক্রিকেটভক্ত মানুষ আমি তবে ব্লগে কখনো লিখিনি ক্রিকেট নিয়ে। আয়ারল্যান্ডের প্রথম টেষ্ট হিসেবে চোখ রেখেছিলাম ম্যাচটির উপর এবং কিছু ঘটনা টুকে রেখেছি।
আয়ারল্যান্ড বনান পাকিস্তানের মধ্যকার এই ঐতিহাসিক টেষ্টটি আয়ারল্যান্ডের জন্য প্রথম হলেও টেষ্ট ক্রিকেট ইতিহাসের ২৩০৩তম টেষ্ট এবং এই প্রথম কোন দলের অভিষেক টেষ্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে।
আয়ারল্যান্ড এর ক্রিকেট ইতিহাসে প্রথম টেষ্টে যা যা ঘটে গেলো।
®প্রথম টেষ্টে নেতৃত্ব দিয়েছেন ♦উইলিয়াম পোটারফিল্ড।
®প্রথম উদ্বোধনী বলার ♦টিম মুরতাগ্।
®প্রথম উইকেট টেকার বোলার ♦বয়োড রানকিন। (ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে)
®প্রথম ক্যাচ যিনি ধরেছেন ♦পোটারফিল্ড।
®প্রথম যার বলে বাউন্ডারি মেরেছে ♦টিম মুরতাগ্। (ইনিংসের ৪.৩ তম ওভারে)
®প্রথম যার বলে ওভার বাউন্ডারি মেরেছে পল স্টার্লিং(ইনিংসের৭৫.৩তমওভারে)
®সর্বোচ্চ উইকেট শিকারি ♦টিম মুরতাগ্(৬ উইকেট)
®প্রথম উদ্বোধনী জুটি যারা ছিল ♦এড. জয়সি♦♦উইলিয়াম পোটারফিল্ড(ক্যাপ্টেন)
®প্রথম বল মোকাবেলা করেছেন ♦এড জয়সি।
®প্রথম আউট হওয়া ব্যাটসম্যান ♦এড জয়সি(Lbw)
®প্রথম বাউন্ডারি যিনি মেরেছেন ♦পল স্টার্লিং।
®প্রথম ডাক মেরেছেন ♦এন্ড্রু বালবার্নি।
®প্রথম অর্ধশতক করেছেন যিনি ♦স্টুয়ার্ট থম্পসন (৫৩ রান করেছেন ১১৬ বলে)
®প্রথম শতক করেছেন যিনি ♦কেভিন ও'ব্রাইয়েন। (১১৮ রান ২১৭ বলে)
® যার রানের সুবাধে প্রথম লিড পায় ♦কেভিন ও'ব্রাইয়েন (বাউন্ডারি মেরে লিড নেয় দ্বিতীয় ইনিংসের ৭৫.৪ তম ওভারে।
®প্রথম অর্ধশতকের জুটি ♦♦ইডি.জইসি এবং উইলিয়াম পোটারফিল্ড (৬৯ রানের উদ্বোধনী জুটি দ্বিতীয় ইনিংসে)
®প্রথম শত রানের জুটি ♦♦কেভিন ও'ব্রাইয়েন ও স্টুয়ার্ট থমসন(১১৪ রানের জুটি, দ্বিতীয় ইনিংসের ৭ উইকেট জুটিতে)
®প্রথম টেষ্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ♦কেভিন ও'ব্রাইয়েন (১৫৮ রান)
®প্রথম টেষ্টের ম্যান অব দ্যা ম্যাচ ♦কেভিন ও'ব্রাইয়েন।
®আম্পায়ারদ্বয় ♦নাইজেল লং (ইংল্যান্ড) ♦ রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড)
থার্ড আম্পায়ার ♦মার্ক হটার্ন(আয়ারল্যান্ড)
ম্যাচ রেফারী ♦ক্রিস ব্রড(ইংল্যান্ড)

ঐতিহাসিক এই টেষ্টি আয়ারল্যান্ড পরাজিত হয় পাঁচ উইকেটে। সামনের দিনগুলিতে আশাকরি আইসিসি তাদের পর্যাপ্ত টেষ্ট খেলার সুযোগ করে দিবে, তাদের জন্য রইল শুভকামনা।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"এই প্রথম কোন দলের অভিষেক টেষ্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে।"
:(:(:(

আইরিশদের জন্য শুভকামনা।।:)

১৬ ই মে, ২০১৮ রাত ১২:৫২

নূর আলম হিরণ বলেছেন: আইরিশদের জন্য শুভকামনা সব সময় থাকবে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে যেদিন খেলবে সেদিন ছাড়া :)

২| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৩৮

মুচি বলেছেন: কিছু মনে করবেন না; নামগুলো এমন হবে-
এড জয়েস। পল স্টার্লিং। স্টুয়ার্ট থম্পসন। কেভিন ও'ব্রাইয়েন।

খুব সম্ভবত অ্যান্ড্রু বালবার্নি বা অ্যান্ড্রু বলবার্নি হবে। মার্ক হথর্ন।

ধন্যবাদ, সুন্দর একটি পোস্টের জন্য।

১৬ ই মে, ২০১৮ রাত ১২:৫৪

নূর আলম হিরণ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এডিট করে দিয়েছি। আসলে এইনাম গুলি ইংরেজি থেকে বাংলায় লিখতে গেলে সমস্যা বাধে।

৩| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৪৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আয়ারল্যান্ড আর অাফগানিস্তান অল্প দিনেই ক্রিকেটে অনেক এগিয়ে গিয়েছে। আমার মনে এরা অনেক ভালো কিছু করতে বেশি সময় নিবে না।

১৬ ই মে, ২০১৮ রাত ১২:৫৪

নূর আলম হিরণ বলেছেন: আইসিসি টিএফটি তে তাদের জন্য টেষ্ট ম্যাচের বরাদ্দ কেমন রাখে সেটাই দেখার বিষয়। তবে তাদের পাইপলাইনে ক্রিকেটারের সংখ্যা কম, দলের বেশিরভাগ পারফর্ম করা প্লেয়ার ৩৫+। এরা অবসর নিলে।সে ধাক্কা সামল কিভাবে দিবে সেটাও দেখার বিষয়।

৪| ১৬ ই মে, ২০১৮ রাত ১:০৯

কেএসরথি বলেছেন: আয়্যারল্যান্ড যে বোলিং করছে! সুইং আর সুইং!
আরেকটু হলেই পাকিস্তানের ১৩টা বাজত!

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৩৬

নূর আলম হিরণ বলেছেন: ওদের বিশ্বমানের কোন স্পিনার নেই, থাকলে ম্যাচের ফলাফল তাদের দিকে আসতে পারতো।

৫| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: জানলাম।

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৩৬

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:২২

ক্স বলেছেন: চারদিনেই হেরে গেল! আয়ারল্যান্ডের এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আমি মনে করি আয়ারল্যান্ড এখনও টেস্ট খেলার যোগ্যতা অর্জন করেনি।

আরও মনে করি, দক্ষিণ এশিয়া অর্থাৎ সার্কভুক্ত দেশ ছাড়া কারও ক্রিকেট খেলা উচিত নয়। নতুন দেশ খুঁজতে হলে নেপাল, ভূটান ও মালদ্বীপের দিকে নজর দেয়া উচিত। ইউরোপ আমেরিকা ও আফ্রিকান স্পোর্টস নেশনগুলো ক্রিকেটে একেবারেই আগ্রহী নয়।

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৩৭

নূর আলম হিরণ বলেছেন: এমন মনে করার হেতু কি?

৭| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

ক্স বলেছেন: ক্রিকেট একটা খেলা যা কেবলমাত্র বাণিজ্যিক স্বার্থেই ব্যবহার হয়। ভারতের লাভ না থাকলে ক্রিকেটের নিয়ম কানুন চেঞ্জ করে ফেলা হয়। ২০০৭ বিশ্বকাপে ১৬ টি দেশ অংশ নিয়েছিল, তাতে ভারত খেলেছিল মাত্র ৩ টি ম্যাচ। সেই আসরে আইসিসি ভয়ানক লোকসানের মুখ দেখে। ১৫ সালেও ভারত বিপর্যয়ের মুখে পড়লে আবার লোকসানের সম্ভাবনা জেগে ওঠে। তাই আইসিসি সিদ্ধান্ত নিয়েছে সামনে থেকে সব বিশ্বকাপ ১০ দল নিয়ে হবে। ভারত যেন অন্তত ৯ টি ম্যাচ খেলতে পারে।

আর ভারতের ক্রিকেট কেন্দ্রিক ব্যবসা আরও চাঙ্গা হবে প্রতিবেশী দেশগুলো স্ট্যাটাস পেলে। এজন্যেই তারা আফগানিস্তানকে উঠিয়ে আনতে জান প্রাণ ঢেলে দিয়েছে। অথচ এক সময় আফগানিস্তানের চেয়ে শক্তিশালী দল ছিল কেনিয়া, নেদারল্যান্ড ও স্কটল্যান্ড। কিন্তু তারা পর্যাপ্ত খেলারই সুযোগ পায়নি কেবল ভারতকেন্দ্রিক ব্যবসার জন্য। এখন ভারত চাইছে নেপালকে সামনে আনতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.