নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

তলা বিহীন ঝুড়ি নয়, তলা লাগানো ঝুড়ি! (দেখুন ছবিসহ)

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

পদ্মাসেঁতুর নিচে একদিন।
মোটরবাইক চাষ হচ্ছে :)
সাবমেরিন, মডেলঃ CTG_RKSW-2K17
মেয়রের কাছে আকুল আবেদন নৌকাগুলোর রুট ও ভাড়া ঠিক করে দিন। ওরা অতিরিক্ত ভাড়া দাবি করে!
মারো ঠেলা, হেঁইও :)
তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো!
না মানে, মার্কেটিং এর উপর কি নোবেল টোবেল দেওয়া হয় নাকি :)
জলকেলি:)
ভালোবাসা তার জন্য।
আমার আপনার সচেতনতাও জরুরী।
ছবিঃ ফেইসবুক, বিডিনিউজ।

মন্তব্য ১০৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (১০৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২

জুন বলেছেন: আমায় ডুবাইলিরেএএ----
আমায় ভাসাইলিরেএএ -----
+

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

নূর আলম হিরণ বলেছেন: মেয়রের নিকট গানটি পৌঁছানো দরকার :)

২| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

ঠ্যঠা মফিজ বলেছেন: বড়ই দুঃখ জনক ।কষ্ট ক্লাটি কাতর মানুষগুলোর দুরদশা অতি শিগ্রই কেঁটে যাক সেই প্রত্তাশা থাকল।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১১

নূর আলম হিরণ বলেছেন: সেই প্রত্যাশা আমাদের সকলেরই। ধন্যবাদ আপনাকে।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কিছু নৌকা আর ট্রলার কিনে ভাড়া দেন। ভালো ইনকাম হবে।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৬

নূর আলম হিরণ বলেছেন: মেয়র তো রুট ঠিক করে দিচ্ছেনা :) আপাতত ভাসাও সার্ভিস চালু করা যেতে পারে :)

৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১২

হাশেমের মেয়ে বলেছেন: নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়াচ্ছে এসব

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৭

নূর আলম হিরণ বলেছেন: বড় দূর্ভো!

৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতের কথা ভাবলে মাথা ঘোরে

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৮

নূর আলম হিরণ বলেছেন: ঢাকা, চট্টগ্রাম বসবাসের অযোগ্য শহর হয়ে যাচ্ছে। বর্ষায় আরো খারাপ অবস্থা।

৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

মোস্তফা সোহেল বলেছেন: বুঝছি সব ষড়যস্ত্র!ছবি গুলি এডিটিং করা তাই না ;)

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

নূর আলম হিরণ বলেছেন: এডিটিং এ এবার নোবেল পাবোই :)

৭| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৭

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ বাংলাদেশ। =p~

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

নূর আলম হিরণ বলেছেন: তলা লাগানো বাংলাদেশ।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

ব্লু হোয়েল বলেছেন:
এক্কেবারে 5G

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

নূর আলম হিরণ বলেছেন: ৫G= গলি গুলি গভীর গর্তে গিয়েছে :)

৯| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৫

ক্স বলেছেন: মুরাদপুর ফ্লাইওভারের যে ছবিটা দিয়েছেন, তাতে সিচুয়েশন কিন্তু খুব একটা বোঝা যাচ্ছেনা।
তবে মোটরবাইক চাষের যে ছবিটা দিলেন, তাতে উদ্ভাবনী বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
সাবমেরিনের পেরিস্কোপটা কি আসলে রিকশাওয়ালার মাথা? তাহলে তো সেই ব্যাটা লাইফ রিস্কে আছে।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৮

নূর আলম হিরণ বলেছেন: রিক্সাওয়ালার সাথে পুরো নগরবাসীই রিস্কে আছে :(

১০| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: হায়রে আমার দেশ কি সুন্দর B:-)

মোটর বাইক এর পিক টা দেখে আমি ভেবে পাচ্ছিলাম যে ওগুলো কি । ভাবছিলাম যে এতগুলো কাক কেন একসাথে । পরে ক্যাপশন পড়ে দেখি মোটর বাইক । :P

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪১

নূর আলম হিরণ বলেছেন: ছবিটি আমি দেখে ভাবছিলাম প্রথমে কবুতর জোড়ায় জোড়ায় একে অপরকে আদর করছে :)

১১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বলার কিছুই নেই।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪২

নূর আলম হিরণ বলেছেন: পানি উঠুক বা উঠতে পারে কিন্তু সে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই খারাপ।

১২| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬

আহমেদ জী এস বলেছেন: নূর আলম হিরণ ,





যে সার্ভিসই চালু করেন না কেন , মার্কেটিংয়ে ফেল করবেন নির্ঘাৎ !
এসব হলো নৌকার উপর পুরোপুরি নির্ভরশীল জাতি হিসেবে আপনাকে গড়ে তোলার মার্কেটিং ... :P

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

নূর আলম হিরণ বলেছেন: আমাদেরকে রোম শহরের আমেজ দিতে চাচ্ছে :)

১৩| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: বড়ই সৌন্দর্য !

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩

নূর আলম হিরণ বলেছেন: এই সৌন্দর্য্য উপভোগ্য নয়, দির্ঘ্যশ্বাসের!

১৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

সুমন কর বলেছেন: আহ.....সুন্দর সব ছবি !!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

নূর আলম হিরণ বলেছেন: ছবি যখন কথা বলে।

১৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫২

নতুন নকিব বলেছেন:



ঝুড়িতে তলা থাকলেও তা খুঁজে পাওয়া সত্যি কঠিন বৈকি! হায়, প্রিয় স্বদেশ! হায়রে অভাগা মানুষ! দুর্দশার এ দীর্ঘ প্রহর আমাদের কাটবে কবে?

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

নূর আলম হিরণ বলেছেন: কত প্রহর চলে গেলো, কত প্রহর আসবে!

১৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তারপরেও আমরা হাঁদারাম জনগন ধোঁকাবাজ মেয়র প্রার্থীদের মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়ে ভোট দেই। নিভৃতেনৈঃশব্দে বলেছেন: বড়ই সৌন্দর্য ! এই সৌন্দর্য দূর হবার কোন সম্ভাবনা নেই।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

নূর আলম হিরণ বলেছেন: আমাদের প্রধান যে দুটি শহর এগুলির জলাবদ্ধতা মেয়রের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তারপরেও তারা প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে!

১৭| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

ব্লু হোয়েল বলেছেন: এক দশকে এই কাজটিই করা সম্ভব হয় নি ।
বাকি সব ইতিহাস ।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮

নূর আলম হিরণ বলেছেন: কোন এক মন্ত্রী বলেছিলেন, এই বছর এই সমস্যা আর থাকবে না!

১৮| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০০

ভ্রমরের ডানা বলেছেন:





যত্রতত্র ময়লা ফেলবে বাংগালি আর তা ড্রেনে জমে জলাবদ্ধতা হলে সরকারের দোষ নাকি? লাস্টের ছবিটাই সকল ছবির উত্তর। যে বোঝার সে বোঝে নিবে!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১২

নূর আলম হিরণ বলেছেন: যত্রতত্র ময়লা ফেলার কারন জলাবদ্ধতার বড় একটা ফ্যাক্ট, তবে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানও কিন্তু সীমিত ও অস্বাস্থ্যকর।

১৯| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২২

ভ্রমরের ডানা বলেছেন:



আমরা নোংরা আর দ্বায়িত্বহীন! এটা মেনে নিতে হবে। এই দায় কারো একার নয়। বরং সবার! এই বোধটুকু না জন্মালে এই জাতির মুক্তি আসবে না। আমরা সকলেই অন্যের উপর দোষ দিতে পটু! এটা কোন সমাধান নয়!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১

নূর আলম হিরণ বলেছেন: সমাধান আমাদের বের করতেই হবে। সরকারকে এই ব্যপারে আমাদের সকলেরই সহযোগিতা করতে হবে। সরকারেরও আরো আন্তরিক হয়ে ভাবতে হবে সমাধান নিয়ে।

২০| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩

আবু তালেব শেখ বলেছেন: আমরা তাও গর্বিত,,, ৫জির উদ্ভাবন করছি শীগ্রই

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

নূর আলম হিরণ বলেছেন: পরিকল্পিত নগরায়ন নিয়ে আমরা গর্বিত হতে চাই।

২১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: আমি শুধু ছবি দেখি না প্রতিদিন হাড়ে হাড়ে উপলব্ধি করি। এ থেকে আমাদের মুক্তি নেই।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

নূর আলম হিরণ বলেছেন: প্রধান দুই শহরের বেশিরভাগ মানুষই এই সমস্যার ভুক্তভোগী।

২২| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



পোষ্টটিতে ব্যঙ্গ করা হয়েছে সরকারকে। কোন সমাধানের পথ খোজা হয়নি! এটা দুঃখজনক!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

নূর আলম হিরণ বলেছেন: সরকারকে ব্যঙ্গ করা অপরাধ না। সরকাররেই পথ বাহির করতে হবে! আমরা সরকারকে সহযোগিতা করতে পারি শুধু। সরকারকে ব্যঙ্গ করার মত অনেক কাজই সরকার করে রেখেছে!

২৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

ব্লু হোয়েল বলেছেন: এই বিষয়ে সিনিয়রদের দৃষ্টিভঙ্গি জানার ইচ্ছা পোষণ করছি !!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

নূর আলম হিরণ বলেছেন: অনেক সিনিয়র মন্তব্য করেছেন। তবে এই জলাবদ্ধতার আরেকটি কারন আমার কাছে মনে হয় আমাদের ড্রেনেজ সিস্টেম। অনেক জায়গায় ঢালু দিকে না ড্রেন করে খাড়া দিকে ড্রেন করেছে। পানি স্বভাবতই ঢালু দিকে গড়ায় এই ড্রেন গুলি করার সময় কি এক সিস্টেমে মনে হয় ইঞ্জিনিয়াররা সেটা নির্নয় করে ড্রেন করার ম্যাপ দেয়। আমাদের ড্রেনেজ সিস্টেম এমনভাবে করা হয়নি।

২৪| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



জ্বিনা। এই সমস্যায় সরকার নয়, জনগনকেই মুখ্য ভূমিকা রাখতে হবে। রাস্তায় বের হইয়া সরকারী রাস্তায় ইচ্ছেমত পলিথিন, ময়লা, নোংরা আবর্জনা কে ফেলে? সরকার নাকি? রাস্তা পরিস্কার রাখার দ্বায়িত্ব কি সরকারের একার? এই ময়লাগুলোই তো ড্রেন বন্ধ করে জলাবদ্ধতা করছে। তো এর জন্য আসল কালপ্রিট কে?



আমরা শুধুই দোষারোপ করতে শিখেছি! সমাধান নয়!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

নূর আলম হিরণ বলেছেন: আপনি আমাদের দেশের শিক্ষার হার হিসেবে নিতে হবে,তারমধ্যে সুশিক্ষিত কত পার্সেন্ট সেটাও ভাবতে হবে। আপনিও সাধারণ মানুষের উপর দোষ ছাপিয়ে দিচ্ছেন, সরকারকে সেইফ জোনে রেখে। জলাবদ্ধতা নিরসনে সরকারের কয়েকটি কার্যকরী পদক্ষেপের কথা বলেন তো?

২৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

আদ্রিজা বলেছেন: আমি মিরপুর থাকি৷।
মন্তব্য নিষ্প্রয়োজন!!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৮

নূর আলম হিরণ বলেছেন: পুরান ঢাকাবাসীর কথা কিছু বলতে পারবেন?

২৬| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১২

ভ্রমরের ডানা বলেছেন:



যারা শিক্ষিত তারাই চিপসের প্যাকেট ঢাকার রাস্তায় ফেলে। আমি কোন রিক্সাওয়ালাকে রাস্তা ময়লা করতে দেখিনি! তারা রাস্তাঘাটে নিয়ম মানে। আর বহু শিক্ষিত রাস্তার উপ্রে হররোজ নিয়ম ভাঙে। সরকারের উদ্যোগ নইইয়ে আপনি কথা বলেন। রিসার্চ করেন। পোষ্ট আপনি দিছেন জলাবদ্ধতা নিয়ে । আমি না। আমি জানি দেখেই বলছি। একপেশে পোষ্ট দিয়ে জনগন বিভ্রান্ত করবেন না। আপনি *গলে সরকার আপনার পা* গিয়ে মুছবে না!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

নূর আলম হিরণ বলেছেন: আপনি কোন রিক্সাওয়ালাকে ময়লা করতে দেখেননি! আপনি আফ্রিকার জঙল ছেড়ে বের হয়ে আসুন দেখবেন!

২৭| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২২

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার সংগৃহিত ছবিগুলো একপেশে এবং উদ্দেশ্যপ্রণোদিত! আপনার জলাবদ্ধতা নিয়ে কোন জ্ঞান নেই। আপনার সাথে কথা বলে লাভ নেই। লজিকের কিছুই শেখেননি দেখছি! চিপস কারা বেশি খায়, বোতলের মিনারেল ওয়াটার কারা খায়? রিক্সাওয়ালা নাকি পয়সাওয়ালা?



সিম্পিল লজিক ধরতে পারলেন না। ঢাকা শহরে পলিথিনে ছেয়ে গেছে। পলিথিন কে ব্যবহার করে? আপনি করেন না? আপনি কালপ্রিট। আমিও! সিম্পল!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৫

নূর আলম হিরণ বলেছেন: জলাবদ্ধতা নিয়ে আপনার জ্ঞান চিপসের প্যাকেটের ভিতর আটকে গেছে!

২৮| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


জলাবদ্ধতা নিয়ে সরকারকে দায়ী করবেন আর জলাবদ্ধতারর আসল কালপ্রিট বের করতে লজিক তথ্য কিছুই দিবেন না আর মন যা চায় তাই লেখবেন দেখাবেন তাই না? এটা প্রথুম আলু না...

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: এই আপনিই ইউরোপে, ডুবাই এয়ারপোর্টে গেলে চিপসের প্যাকেট ফেলার জন্য হন্য হয়ে বিন খুঁজবেন। কারন কি?

২৯| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি মেবি নকল করে পাশ করেছেন..

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৫

নূর আলম হিরণ বলেছেন: আপনার প্রথম মন্তব্য ও শেষ মন্তব্য এবং আমার উত্তর গুলি পড়লে পাঠক বুঝতে পারবে। আপনি ২৩ নং মন্তব্যের প্রতিউত্তর পড়ে দেখেন, এই ব্যপারটা আগে জানতেন?

৩০| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


২৩ নং পড়েছি! ড্রেন ঢালু আর বালু বিষয় না। ড্রেন দিয়ে তো পানিই যায় না। ঢালু করে কি যাবে। সব তো প্ল্যাস্টিকে আটকা! আর ঢাকার জিওলোজিক্যাল অবস্থান বুঝেছেন? চারদিকে কি হিমালয়? পানি আসবে নাতো পাথর আসবে নাকি?

আর খালগুলো দখল করে কারা বাসা বানাইছে? সরকার নাকি? সব খাল তো দখন করছে রিক্সাওয়ালা তাই না?


৩১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:





পাটের গুণাগুণ বাংলার কেউ বুঝল না। ইন্ড্রাস্ট্রিয়াল প্যাকেজিং একশতভাগ পাট দিয়ে করা উচিত!

৩২| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০২

সিনথিয়া আফরিন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাষা যেখানে নিস্তব্ধ , ছবিই তখন ভাষা । এ ভাষা অসহায় এর , এ ভাষা শোষিতের .....

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২০

নূর আলম হিরণ বলেছেন: এমন পরিস্থিতির দায়ভার কর্তৃপক্ষ এড়াতে পারে না!

৩৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:



আপনাদের মত কর্মীদের জন্যে রাজনৈতিক দলের নেতাগুলো জেলে পচে মরে। তথ্য লজিকের কোন কেয়ার করেন না আপ্নারা! খালি হাউকাউ।

৩৪| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

আখেনাটেন বলেছেন: হা হা হা। মজার পোস্ট।

তবে একটা জিনিস বহুদিন পর সমাধান হয়েছে শান্তিনগরের প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসা জলবদ্ধতা। আর এটা হয়েছে কারণ গত কুরবাণী ঈদের সেই ঐতিহাসিক রক্তগঙ্গার ছবি আর সামনের নির্বাচন। তবুও ভালো। সরকার উদ্যোগী হলে ও আইনের শাসন চালু থাকলে জনগণ এমনিতেই সোজা হয়ে যাবে।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

নূর আলম হিরণ বলেছেন: আইনের শাসন অতীব গুরুত্বপূর্ন। উন্নত শহর গুলিতে আপনি রাস্তায় ময়লা ফেলতেই পারবেন না। কর্তৃপক্ষ এই ব্যপারে খুবই কঠোর।

৩৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬

টারজান০০০০৭ বলেছেন: নির্বাচনী বছরে ধানের শীষ ডোবাইয়া, লাঙ্গল অকার্যকর করিয়া নৌকার শোডাউনের লাইগ্যাই এই জলাবদ্ধতা ! ইহা সরকারের একখানা গভীর ষড়যন্তর !

বর্ষাকাল আসিলেই ৪ মাসের মধ্যে সব ঠিক হইয়া যাইবে ইহা মেয়ররা ঠিকই বলে ! কারণ ৪ মাস পরে পৌষ মাসে জলাবদ্ধতাতো সত্যই ঠিক হইয়া যায় ! ইহা মেয়রদের কেরামতি ! তাহাদের দোষ নাই !

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

নূর আলম হিরণ বলেছেন: প্রধানমন্ত্রী বলেছেন "সামনে শ্রাবন মাস নৌকায় আপনাদের উঠতেই হবে।" (রসিকতা করে)

৩৬| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

এটম২০০০ বলেছেন: This is the picture, how the dictator's cheat a country and her people in the name of big words. In the contemporary age dictators cannot be removed by election (because they interfere the system). After WWII, the armies have taken the job of ousting them occasionally. The courageous army of BD did the same when even the father of the nation turned to a dictator.

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

নূর আলম হিরণ বলেছেন: এগুলি স্বীকার করতে নারাজ অনেকেই।

৩৭| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: এগুলো মনে হয় গত দশ বছর আগের ছবি।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

নূর আলম হিরণ বলেছেন: দশ বছর পরেও ছবি গুলি যথার্থ মনে হবে যদিনা আমরা সমস্যাগুলো সমাধান না করতে পারি।

৩৮| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

সিগন্যাস বলেছেন: ভাইয়া মারহাবা বলুন

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

নূর আলম হিরণ বলেছেন: :)

৩৯| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

কাওসার চৌধুরী বলেছেন:


ছবির সাথে ক্যপশনগুলো বেশ মজার; ভাল লাগলো। শিরোনামটা যথার্থ হয়েছে।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ কাউসার ভাই।

৪০| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

করুণাধারা বলেছেন: যেমন ছবি তেমন জুতসই caption। সবচাইতে ভালো লাগলো মোটরবাইক চাষ হচ্ছে, আর সাবমেরিন মডেল- এই দুই ক‍্যাপসন।

আইনের শাসন না থাকলে এমনই হয়। পলিথিন নিষিদ্ধ আইন আছে, কিন্তু সেই আইনের প্রয়োগ নেই। আগে মানুষ কাঁচা বাজারে যেত ব্যাগ হাতে, আজকাল আর ব্যাগ নেওয়া লাগে না। প্রতিটি আইটেম ছোট ছোট পলিথিনের প্যাকেটে ভরে দেয়, তারপর সব ছোট প্যাকেট একটা বড় পলিথিনে ভরে নিয়ে আসা হয়। প্রতিদিন লক্ষ লক্ষ পলিথিন ব্যাগ ফেলা হয়। সেগুলো সব জমা হয় গিয়ে ড্রেনে। সেই ড্রেন পরিষ্কার রাখার দায়িত্ব সিটি করপোরেশনের লোকেদের- তারা তা করে না কারণ তারা পরিষ্কার করলেই নাকি কিছুদিন পর আবার ড্রেন বন্ধ হয়ে যায় পলিথিনে, তাই!!!


মুক্তি নাই।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

নূর আলম হিরণ বলেছেন: কিছু মানুষ দেখলাম শুধু সাধারণ পাবলিকই দোষারোপ করে যাচ্ছে! যত্রতত্র ময়লা পেলা অবশ্যই বড় ফ্যাক্ট কিন্তু একমাত্র কারন নয়। মগজ থাকলে শত কোটি টাকার ময়লার ছোট ছোট ডাস্টবিন বানিয়ে দিয়ে এরপর এগুলির রক্ষনাবেক্ষনে নজরদারি না করে থাকতে পারতো না। আমাদের মানুষজন এখনো এত সচেতন হয়নি। মন্তব্যের জন্য ধন্যবা।

৪১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


ছবিগুলো কোন সময়ে তোলা?

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

নূর আলম হিরণ বলেছেন: ছবিগুলি খুব বেশি আগের না, কিছু এখনকার কিছু গত বছরের। জলাবদ্ধতার অবস্থা খুবই খারাপ।

৪২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

ব্লু হোয়েল বলেছেন:

এক হুজুর ওয়াজ করতে স্টেজে উঠে বললেন কোন নোয়াখাইল্লা থাকলে তিনি ওয়াজ করবেন না । পিনপতন নিরবতা দেখে সবাই ভাবলেন অডিয়েন্সদের মধ্যে কোন নোয়াখাইল্লা নেই ।

এবার হুজুর তার ওয়াজ আরম্ভ করলেন , এক নদীর পাড়ে একটি বটগাছ । বটের একটি পাতা জলে পড়লে কুমির হয় আর আর ডাঙ্গায় পড়লে বাঘ হয় । সবাই হুজুরের বয়ানে অডিয়েন্সরা সুবহানাল্লাহ পড়া শুরু করলেন । কিন্তু এক লোক দাঁড়িয়ে প্রশ্ন করলেন , হুজুর যদি অর্ধেক জলে আর অর্ধেক ডাঙ্গায় পড়ে তাহলে কি হয় ? এবার হুজুর বললেন, আমি আগেই বলেছিলাম কোন নোয়াখাইল্লা থাকলে আমি ওয়াজ করব না । ফ্যাক্টঃ দিন ক্ষণ সময় !!

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

নূর আলম হিরণ বলেছেন: দিন ক্ষন নিয়ে অনেকেই চিন্তিত মনে হচ্ছে ছবি গুলি বাংলাদেশের কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ হয়ে যেতে পারে। আফটারঅল আমরা উন্নয়নশীল দেশে পা দিয়েছি কিছুদিন আগে।

৪৩| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



সত্য কথা খুবই তিতা। বিদেশে বসে রাজনীতি হয় না। দেশে আসে করেন। আর তথ্য লজিক মিলায়ে কিছু বইলেন। পাব্লিক চান্দে হুজুর দেইক্ষা সিল মারবো না! ভুইল্লা যান!

৪৪| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক বাস্তবতার চিত্র!

এমন উন্নয়নই কি চেয়েছি!!!!

@ভ্রমরের ডানা ভাই! আপনার পলিথিন তত্ত্ব মাইনে নিনু। কিন্তু দয়া করে কিছু তথ্য মাথায় রাখুন
২০০৮ থেকে ২০১২ পর্যন্ত কি পরিমান ব্যায় হয়ছে দেখুন -
২০০৮ সালে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, স্যুয়ারেজ লাইন স্থাপন, খাল দখলমুক্তসহ জলাবদ্ধতা নিরসনে দাতা সংস্থার সহায়তায় ৮শ মিলিয়ন ডলারের প্রকল্প নেয়া হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র দেবে ২৬০ মিলিয়ন ডলার, ডেনমার্কের ড্যানিডা কোম্পানী ওয়াটার ট্রিটমেন্টের জন্য ৯০ মিলিয়ন, এডিবি ১০০ মিলিয়ন ডলার, জাপানের জাইম ও জেবিকা কোম্পানী পর্যায়ক্রমে ৬০০ মিলিয়ন ইয়েন, যুক্তরাজ্যেও ডিএফআইডি ২১ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়। ওয়াসা জানায়, জলাবদ্ধতা মোকাবেলায় বিশ্ব ব্যাংকের সহায়তায় ১১৬০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে, যা ২০১২ সাল নাগাদ শেষ হবে। ১২ শেষ হয়ে ১৮তেও যেই কে সেই! এর মাঝে আবার দেখূন কত টাকা শ্রাদ্ধ!

স্যানিটেশন ও ড্রেনেজ” প্রকল্প (২৮২ কোটি টাকা-জিওবি);
রাজধানীর জলাবদ্ধতা ঠেকাতে ৫৫০ কোটি টাকার প্রকল্প

মিরপুরের প্রিতিট অলিগলি খাল বানিয়ে বছরের পর বছর উন্নয়নের কাজ হলেই আর সমস্যা থাকবেনা মূলা ঝুলিয়ে মোটা মোটা পাইপ বসিয়ে শত শত কোটি টাকা ব্যায় হচ্ছে! -
কিন্তু অবস্থা যা ছিল তাই!
তাহলে এই অর্থহীন অর্থের অপচয় কেন?

অন্ধ হলেই প্রলয় বন্ধ হয়না। উন্নয়নের ডামি মডেল দেখতে বড়উ সৌন্দর্য কাঁচের ভেতরে। বাস্তবতার নগরে
নাকানি চুবানি খাচ্ছে আম জনতা। বাসে রাস্তার ভাঙা চোরা ঝাকুনিতে চান্দি ছাদে ঠেকে!

কয়টা ছবিতেই এত প্রতিক্রিয়া হলে ভুক্তভুগির প্রতিক্রিয়া কতটা কঠোর হতে পারে ভবাতে পারেন? কবি!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১

নূর আলম হিরণ বলেছেন: উনার পলিথিন তত্ত্ব নিয়ে উনি গো ধরে আছেন। উনি কর্তৃপক্ষের দোষ দিতে নারাজ। এছাড়াও ঢাকা শহরে ময়লা গাড়ি গুলি আধুনিক করার লক্ষ্য জাপানের প্রধানমন্ত্রী ২০০টি গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আমলাতান্ত্রিক জটিলতায় সেগুলি এখনো আনা সম্ভব হয়নি। অথচ অনেকগুলি গাড়ি চীন থেকে খরিদ করে এনেছে ২০১৩ সালে!

৪৫| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

রাকু হাসান বলেছেন: ভাল লাগা ও খারাপ রালা দুটিই লাগলো

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

নূর আলম হিরণ বলেছেন: ভালো লাগাটা এখানে খারাপ লাগারই একটি কারন।

৪৬| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: আল্লাহ মেঘ দে পানি দে

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

নূর আলম হিরণ বলেছেন: আর কত ভাই :(

৪৭| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১

সনেট কবি বলেছেন: আর কত এভাবে চলবে?

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪০

নূর আলম হিরণ বলেছেন: দিনদিন আরো অবনতি হচ্ছে। এটকে নগরের প্রধান সমস্যা হিসেবে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।

৪৮| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: হিরন ভাই, আল্লাহ তো মেঘ পানি দেবেন কিন্তু রাস্তা আর ড্রেন দেবেন এমন কথা তো তিনি বলেন নাই !!!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২

নূর আলম হিরণ বলেছেন: হাহাহা এপিক ভাই।

৪৯| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'চলছে গাড়ি, যাত্রাবাড়ী' টাইপ নীতিতে দেশ চলছে। দায়িত্বভার নিয়ে মন্ত্রী, আমলা,কামলারা খাচ্ছেন, ধাচ্ছেন আর ঘুমাচ্ছেন।

প্লান পরিকল্পনাহীন সরকারগুলো এভাবেই দেশটারে হাবুডুবু খাওয়াইতে খাওয়াইতে একদম শেষ কইরা দিবে!

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

নূর আলম হিরণ বলেছেন: আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে হবে। কিন্তু সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না।

৫০| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


@ভিগু ভাই,

সবই বুঝলাম। মানেও নিলাম। এখানে আমলাতান্ত্রিক জটিলতা কাজ করেছে। কিন্তু সরকার কেন স্বয়ং সৃষ্টিকর্তাও এই মানুষদের প্রতি বীতশ্রদ্ধ হবেন। রাস্তায় বাদাম, চিপস, ময়লা আমরা ঠিক স্থানে ফেলার জায়গা করতে পারি নাই। সিটিকোর্পরেশনের ডাস্টবিন ভাইঙ্গা ফেলছি। ময়লা তো দূর নিজের জুতোগুলোও কেউ পরিপাটি করে রাখেনা পাব্লিক প্লেসে। যে দেশে মসজিদ থেকে জুতাচুরির ভয়ে মানুষ নামাজ পড়ার সময় জুতা সামনে রেখে নামাজ আদায় করে, যত্রতত্র ময়লা ফেলে ইচ্ছেমত, সেদেশে সরকার বড় অসহায়। আমাদের মধ্যে না আছে ঐক্য না আছে প্রগতিশীল চিন্তা ভাবনা।


এই মশাই কয়েকটা ছবি এনে টাংগিয়ে দিয়েছেন। কয়েকটা আবার গত বছরের। ইনার উদ্দেশ্য কি সেটা পরিষ্কার। আরে ভাই বিএম্পি সরকার আওয়ামী সরকার সেটা কথা না। কথা হইল জনগণ এতে সচেতন না হইলে এই জলাবদ্ধতা দূর হবে না। মিলিয়ন তো কিছুই না বিলিয়ন ডলারেও এই সমস্যা যাবে না । ময়লা যদি জনগন যায়গামত না ফেলে তবে কি সরকার ঘর থেকে এসে, রাস্তায় ডাস্টবিন হাতে তার ময়লা কেড়ে নেবে। আপনি দিতে পারবেন এমন গ্যারান্টি!



কবি সাব, আমাগো এখনো সভ্য হওয়া বাকি। সভ্যতার নগর গড়ে ড্রেন ম্রেন দিয়ে কাজ হবে না। জাইকা মাইকার প্রজেক্ট দিয়ে, জাপানের হুন্দাই, ব্যাং চ্যাং চীনা কোম্পানির গাড়ি দিয়ে এসবের সমাধান কিছুতেই হবে না। এর জন্যে চাই সচেতনতা আর দ্বায়িত্বশীলতা। হ্যা, এসবের সাথে সরকারী উদ্যোগ অবশ্যই লাগবে। তবে সবার আগে আমি আপনি ঠিক হই। সরকারকে দায়ী করে জলাবদ্ধতার সংকট সমাধান! উহু! রাজনৈতিক এজেন্ডাও হাসিল হবে না! কেননা ইহা রাজনৈতিক নয় বরং সামাজিক ও অবকাঠামোগত সমস্যা।

৫১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১০

সূচরিতা সেন বলেছেন: নগর নিয়ে বড় দূর চিন্তায় হচ্ছে । কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব হয়ত খাটের বিছানা আমায় নিয়ে এপাশ ওপাশ
করে পুরো নগর ঘুরে বেড়াচ্ছে।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫২

নূর আলম হিরণ বলেছেন: অতিবৃষ্টি না এখন অল্প বৃষ্টিতেই পানি জমে যায় অলিগলিতে।

৫২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩১

ইব্‌রাহীম আই কে বলেছেন: ৩ নম্বর পিকটা দেখে সবচেয়ে বেশি দুঃখ লাগতেছে, আহা! খেতে খাওয়া মানুষ। আর ৭ নম্বর পিকটা দেখে ওদের মার্কেটিং করার আইডিয়া গুলো দেখে সত্যি অবাক না হয়ে পারিনা। একবার মাথায় টুল নিয়ে এক ফটোগ্রাফার এর পিক আপ দিয়ে বলল ভরসা রাখুন আরএফএল এ আর এখন।

হায় রে বাঙালি!

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৪

নূর আলম হিরণ বলেছেন: এরা সব জায়গায় ব্যবসায়িক আইডিয়া খুঁজে বেড়ায় মনে হচ্ছে।

৫৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

হাঙ্গামা বলেছেন: ক্যাপশন গুলা =p~

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫৪| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দ্বিতীয় ছবিটি বাংলাদেশের নয়। সম্ভবত ভিয়েতনামের।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

নূর আলম হিরণ বলেছেন: ছবিটি আমি যাচাই করিনি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.