নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
আমাদের ঘরোয়া ক্রিকেট লীগ নিয়ে আক্ষেপের শেষ নেই। এই ব্লগেই অনেকে এই ধরণের আক্ষেপ জানিয়ে পোষ্ট দিয়েছে। আসলে উনাদের আক্ষেপের জায়গাটা ঠিক আছে। আমরা ১৮ বছর ধরে টেষ্ট খেলছি, তারও আগ থেকে ক্রিকেট খেলছি। আমাদের ঘরোয়া ক্রিকেটে প্রতিবছর প্রায় ৪-৫টার মত আসর হয়। কিন্তু আমাদের সকল এনালাইসিস হয় আন্তর্জাতিক ম্যাচ আর বিপিএল নিয়ে। আপনি ঘরোয়া ক্রিকেটের সম্প্রচার দেখবেন তো দূরের কথা এগুলির ডাটা, প্লেয়ারের ট্যাকনিক নিয়ে এনালাইসিস করার মত ভিডিও ফুটেজও পাবেন না।
গত এপ্রিলে (সময়টা ভুল হতে পারে) দেখলাম নেপালের ঘরোয়া একটি আসরের খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে, ইংরেজীতে কমেন্টরিও দিচ্ছে, পুরো মাঠ কাভারেজ হচ্ছে, প্রচার করছে সম্ভবত তাদের জাতীয় চ্যানেলই। জানিনা তারা আগামী বছর আবার এটা করবে কিনা, তবে চেষ্টা যে করেছে সেটা অবশ্যই ভালো উদ্যোগ। আমাদের বিসিবি কি এমন চেষ্টা করেছে কখনো?
যদি খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট কেই প্রাধান্য দেওয়া হয় তাহলে সেখানে কেন প্রচারের ব্যবস্থা থাকবে না, এনালাইসিস করার মত ভিডিও ফুটেজ থাকবে না? নাকি দিন শেষে খেলোয়াড়ের নামের পাশে কত রান আসলো সেটা দেখেই নির্বাচন করা হবে।
নামের পাশে রান দেখে কি আসলে সঠিক নির্বাচন হয়? হয়ত হয়, তবে নির্ভুল বিবেচনা হয় না। কারণ রানের পাশাপাশি আরো দেখতে হবে সে এই রান করতে কতটা সাবলীল ছিলো, লাইফ পেয়েছে কতবার, রানিং বিটুইন দ্যা উইকেটে কেমন ছিলো, ফিল্ডে ফিটনেস কেমন ছিলো, বড় শর্ট নেওয়ার ক্ষেত্রে তার বল সিলেকশন কেমন ছিলো, রিস্কি শর্ট বেশি খেলেছে নাকি ক্যালকুলেটিভ ছিলো এগুলো সহ আরো অনেক কিছু।
এক্ষেত্রে বাস্তবতা বলতে এ ব্যাপারে বিসিবির পদক্ষেপ নেই বললেই চলে। প্রচার তো দূরের কথা ভিডিও ফুটেজও ধারণ করে রাখা হয় না আমাদের ঘরোয়া লীগ গুলোর।
বিসিবি হয়তো প্রচারের ক্ষেত্রে স্পনসর পাওয়া যায় না বলে দায় এড়িয়ে যাবে। বিসিবি আজ কোটি ডলারের ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায় আরো ভালো করতে হলে তাকে এই জায়গায় কিছুটা ইনভেস্ট করতে হবেই। নাহলে ভবিষ্যতে ব্যবসায় ধ্বস নামার আশঙ্কা থেকে যাবেই।
বিসিবির এই ব্যাপারে শুভবুদ্ধির উদয় হোক।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯
নূর আলম হিরণ বলেছেন: আসলে বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই এ ব্যাপারে সহমত হবেন। আপনাকে ধন্যবাদ।
143 সংখ্যাটা কিন্তু খারাপ না ভালোবাসার শর্ট কোড।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকার গন্ধ পেলে কারোই হুঁশ থাকেনা ক্রিকেটার হোক বা কর্মকর্তাই হোক...
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫
নূর আলম হিরণ বলেছেন: বিসিবি তার ব্যবসা সচল রাখতে হলে বা আরো লাভবান হতে হলে এ ব্যাপারে গুরুত্ব দিতে হবে।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
রাজীব নুর বলেছেন: আমাদের যোগ্য লোকের অভাব।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
নূর আলম হিরণ বলেছেন: সঠিক। আসলে বিসিবির সুদূরপ্রসারী চিন্তাভাবনার অভাব।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার সাথে একমত।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫
নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিম কে যারা ভালবাসেন তারা বেশিরভাগই এটার সাথে একমত হবেন। ধন্যবাদ আপনাকে।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
এখানে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখব । কারন তারা যেভাবে আয় করে ঠিক সেভাবেই ব্যয় করে । তাদের প্রফিট হিসেব করলে সেটা আর বলার অপেক্ষা রাখে না ।
তার ফুবলেও যেভাবে ইনভেস্ট করছে আগামী দুই বিশ্বকাপের মধ্যে বিশ্বকাপ না খেললেও কাছাকাছি যাবে ।
কারন তারা জানে ইনভেস্ট করে একবার তুলে ধরতে পারলে পেছন ফিরে তাকাতে হবে না ।
কিন্তু আমাদের দেশের প্রক্ষাপট ভিন্ন । টাকার নেশায় তারা এতোটাই পাগল নিজের দিকটাই আগে দেখে । সেজন্য আমরা ফুটবল থেকেও বাইরে । বিসিবি বাফুফে সব জায়গায় এক অবস্থা ।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
নূর আলম হিরণ বলেছেন: বিসিবি চাইলে কম জনপ্রিয় চ্যানেলগুলির সাথে কথা বলে সম্প্রচারের ব্যবস্থা করতে পারে। অথবা বিসিবি চাইলে নিজেও একটা চ্যানেল খুলতে পারে। একটা চ্যানেলের লাইসেন্স পাওয়া এবং চালানো কি অনেক কঠিন কিছু? নাকে এটা চালাতে গিয়ে বিসিবি ফকির হয়ে যাবে?
৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আসলে আমাদের দেশে খেলার চেয়ে বিজ্ঞাপন দেয়া টা বেশি জরুরী । আমাদের চ্যানেল হলে তখন বিজ্ঞাপনের জ্বালায় তো খেলা দেখা যাবে না । তাছাড়া ওনাদের পকেটের ও লাভ হবে । তাহলে চ্যানেলের আর দরকার কি । চলুক যেভাবে চলছে । আমরা আম জনতা আর কি করতে পারি ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত।
আজকের ম্যাচ-
BAN 1st Innings - 143 All Out
হতাশ।