নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
**ব্লগে মুনাফিক ও আল্লাহর শত্রুদের চিহ্নিত করা হচ্ছে, তাই আপাতত ফুল, ফল,পাখি নিয়ে থাকতে চাই। তবে আল্লাহর শত্রু হওয়ার মত যোগ্যতা এই পৃথিবীতে কারো আছে বলে আমার তা মনে হয় না ।
ম্যাগনোলিয়া: দেখতে একবারে পাখির মত কিন্তু পাখি নয়। আমেরিকার ফ্লোরিডায় এই ফুল বেশি দেখা যায়। আমাদের দেশেও এই ফুলের একটিমাত্র প্রজাতি দেখতে পাওয়া যায় এবং একে দুলিচাঁপা বলে ডাকা হয়।
বার্ডস অফ প্যারাডাইস: পাখির মত দেখতে এই অনিন্দ্য সুন্দর ফুলকে বলা হয় স্বর্গের ফুল। ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের স্ত্রী Charlotte - এর সম্মানে ফুলটির বৈজ্ঞানিক নামকরণ করা হয় Strelitzia reginae.
পাখি ফুল: উপরের দুটি ফুলকে এই নামে ডাকা না হওয়ার কারণ কি! এই ফুলকে পাখিফুল বলে ডাকার কারনটি সূক্ষ্ম। এর নিচের দিকের পাপড়িগুলো পাখির লেজের মত ঝুলে থাকার কারণে একে এই নামে ডাকা হয়। অনেকে একে পারিজাত ফুল বলে ভুল করে থাকেন। পারিজাত স্বর্গীয় ফুল, এই ফুলটি স্বর্গীয় ফুল নয়।
দইগোটা: একে অনেকে জাফরানের ফুল বলেও ভুল করে, আসলে জাফরান অনেক দামী সুগন্ধি মশলা আমাদের দেশে এর চাষ হয়না। দইগোটা রঞ্জক হিসেবেই চাষ হয়। একে লটকন ফুলও বলা হয় কিন্তু দেশি ফল লটকা বা লটকনের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। ধারণা করা হয়, বীজের রং দিয়ে দই রাঙানোর কাজে বেশি ব্যবহূত হতো বলেই এমন নামকরণ।
পাদাউক ফুল:এটি একদিনের ফুল। বছরে একবারই ফুটে একদিনের জন্য। সবার ভাগ্য ঝুটেনা এই ফুল দেখার।
তাই তো অধ্যাপক দ্বিজেন শর্মা লিখেছেন, “একদিনের ব্যবধানে নিঃশেষে মুছে যাবে সব রঙ, শুধু নিচে ছড়িয়ে থাকবে অজস্র ঝরা ফুলের হলুদ।”
খেসারি ডালের ফুল: জমিতে ধান চাষ শেষ হলে কৃষক এই খেসারি ডালের বীজ ফেলেন যখন ফুল ফুটে পুরো দেখতে অত্যাধিক সুন্দর লাগে। একই গাছে একাদিক রঙের ফুল ফুটলেও ডাল কিন্তু খেসারিই হয়। একই গাছে বিভিন্ন রঙের ফুল হওয়ার কারণ কি?
ছবি:ইন্টারনেট থেকে নেওয়া
৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৯
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৩
নতুন নকিব বলেছেন:
সুন্দর। +
৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১১
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর। ভালো লাগা রইলো।
৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৬
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: ফুলের ছবি গুলো দেখে ভালো লাগলো।
৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৭
নূর আলম হিরণ বলেছেন: ফুল দেখলে মনে একটা নিষ্পাপ ভাব জেগে উঠে, তাই ফুল দেখলে ভালোলাগা কাজ করে। ধন্যবাদ রাজীব নূর আপনাকে।
৫| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার কোথাও একটা ভুল হয়েছে।
দুলিচাঁপা / উদয়পদ্ম / হিমচাঁপা / ম্যাগনোলিয়া
বাংলাদেশে আছে। আমি এর ছবি তুলেছি, তাই চিনি। আপনি যার ছবি দিয়েছেন সেটি ভুল কোনো ফুলের ছবি।
দুলিচাঁপা / উদয়পদ্ম / হিমচাঁপা / ম্যাগনোলিয়া
স্যার কোথাও একটা ভুল হয়েছে।
দুলিচাঁপা / উদয়পদ্ম / হিমচাঁপা / ম্যাগনোলিয়া
বাংলাদেশে আছে। আমি এর ছবি তুলেছি, তাই চিনি। আপনি যার ছবি দিয়েছেন সেটি ভুল কোনো ফুলের ছবি।
দুলিচাঁপা / উদয়পদ্ম / হিমচাঁপা / ম্যাগনোলিয়া
৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৫
নূর আলম হিরণ বলেছেন: ম্যাগনোলিয়া এই লিঙ্ক থেকে পড়েছি। আমার অভিজ্ঞতা কম এসব বিষয়ে। ভুল করলে ওরা করতে পারে।
৬| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
১ম ছবিটা অদ্ভুত সুন্দর
৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
নূর আলম হিরণ বলেছেন: হুম।
৭| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার ওরাতো ভুল লেখে নাই!!! লিখেছে -
"আমাদের দেশের একমাত্র ম্যাগনোলিয়ার নাম দুলিচাঁপা। জন্মে সিলেটের পাহাড়ে।"
অবশ্য দুলিচাঁপা আমাদের একমাত্র নিজস্ব ম্যাগনোলিয়া কিনা তা আমার জানা নাই।
সম্ভবতো Magnolia এর genus এ ২১০টি গাছ/ফুল রয়েছে।
আপনি যার ছবি দিয়েছেন সেটি দুলিচাঁপা নয়। আমি যেটি দিয়েছি সেটি দুলিচাঁপা।
পাখি ফুলের সঠিক নাম হচ্ছে সুপ্তি ফুল। মুখে মুখে পাখি ফুল হয়ে গেছে।
শেষের আগের গাছটি পাদাউক নামে চিনি, উচ্চারণে হয়তো এদিক-উদিক হয়েছে।
৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৩
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে ব্লগে কয়েকদিন থেকে সব ক্যাচাল লাগানো পোস্ট তাই একটু ফুল মূল নিয়ে ঘাটলাম। আপনি কি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র?
৮| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৬
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
খেসাড়ি ফুল যে বিভিন্ন রঙের হয় জানতাম না।
শুভকামনা।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৭
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ কবি।
৯| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে ব্লগে কয়েকদিন থেকে সব ক্যাচাল লাগানো পোস্ট তাই একটু ফুল মূল নিয়ে ঘাটলাম। আপনি কি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র?
সরি স্যার, আমিও ক্যাচাল লাগায়ে দিলাম মনে হয়।
না স্যার, আমি হিবাস বিজ্ঞানে অনার্স মাস্টার্স আর ফাইনান্সে এমবিএ করছিলাম।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৭
নূর আলম হিরণ বলেছেন: না, আপনি সঠিক তথ্য দিয়েছেন। উদ্ভিদ সম্পর্কে আপনার ধারণা বেশ ভালো।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই সুন্দর ।
প্রথমটি বেশী ভালো লেগেছে।
হাঁস আর হাঁস।