নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

দেশে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মাঝে সঠিক সমন্বয় নেই।

০৭ ই মে, ২০২২ সকাল ১১:১৬


ব্যবসায়ী ও আমলারা মিলে ভোজ্যতেলের দাম এক লাফে ৪০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় পন্যের মধ্যে ভোজ্যতেল অন্যতম। এ ধরনের একটি পণ্যের দাম এত বেশি বাড়িয়ে দেওয়া সঠিক কাজ হয়নি। ঈদের ছুটিতে মানুষ বাড়ি থেকে এখনো পুরোপুরি আসেনি। মাত্র এক কর্মদিবসে(বৃহস্পতিবার) আমলা আর ব্যবসায়ীদের একটি বৈঠকে এই সিদ্বান্ত জাতিকে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে কোন পণ্যের দাম যদি বাড়াতে হয় সেটা বাড়াবে। যদি সব হিসেব নিকেশের পরে দেখা যায় সেটা ৪০ টাকা পর্যন্ত বাড়ানো দরকার তাহলে বাড়াবে কিন্তু এত তড়িঘড়ি করে কেন বাড়ানো হচ্ছে।
সব চেয়ে বড় কথা ঐ সভায় সরকারে থাকা আওমীলীগ কোথায়? তাদের স্ট্যান্ড কই?

এমন সভায় অবশ্যই বাণিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের এই বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত আছে তার উপস্থিত থাকা জরুরী ছিল। জনগণের দুর্ভোগে রাজনৈতিক দলই তো পাশে থাকবে। ব্যবসায়ী বা আমলারা থাকার কথা না। আমি বলছি না এই দাম বাড়ানোটা একেবারেই অযৌক্তিক। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা কোথায়? আমলারা এবং ব্যবসায়ীরা মিলেমিশে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তার পক্ষে বা বিপক্ষে কোনো রাজনৈতিক দলের শক্ত কোন মতামত দেখছিনা!

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ব্রাজিল-আর্জেন্টিনায় খরার কারণে সোয়াবিন ও সূর্যমুখী তেলের উৎপাদন কমেছে। এদিকে ইন্দোনেশিয়া পামওয়েল রপ্তানি বন্ধ করে দেওয়াতে সরবরাহ কমে গেছে। তাই যৌক্তিকভাবেই ভোজ্যতেলের দাম বাড়বে। তবে এই দাম কতটা বাড়বে কিভাবে বাড়ানো হবে সবগুলির হিসেব-নিকেশ উন্মুক্ত করে আমাদেরকে জানিয়ে দেওয়াটাই সঠিক প্রসেস হতো। শুধু একটা সভা শেষে প্রেস ব্রিফিং করে আজ থেকে তেলের দাম ৪০ টাকা বেড়েছে এই বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আর এইভাবে বলে দেওয়াটাকে মনে হয় এক ধরনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত।
আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মাঝে সঠিক সমন্বয়ের মধ্য দিয়েই জাতির জন্য সঠিক সিদ্ধান্ত আসা সম্ভব এর ব্যতিক্রম হলে জনগণের দুর্ভোগই বাড়বে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২২ সকাল ১১:২৬

সোনাগাজী বলেছেন:



কতটুকুর ( ভলিউম পরিমাপ) উপর ৪০ টাকা বাড়ানো হলো?

০৭ ই মে, ২০২২ সকাল ১১:৪০

নূর আলম হিরণ বলেছেন: প্রতি লিটারে।

২| ০৭ ই মে, ২০২২ সকাল ১১:২৬

বিজন রয় বলেছেন: দেশে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মাঝে সঠিক সমন্বয় নেই।

......... এ কি বললেন!!

এতো সোনার দেশ!!!!!!

০৭ ই মে, ২০২২ সকাল ১১:৪২

নূর আলম হিরণ বলেছেন: সোনার বিশুদ্ধতা ক্যারোটে পরিমাপ করা হয়। আমাদের দেশ বিশুদ্ধতার ক্যারোটের দিকে পিছিয়ে আছে!

৩| ০৭ ই মে, ২০২২ দুপুর ১২:১৬

গেঁয়ো ভূত বলেছেন: যে দেশের বেশিরভাগ রাজনীতিবিদই তথাকথিত ব্যাবসায়ী সেখানে এরকম ঘটনা ঘটতেই থাকবে এটাই কি স্বাভাবিক নয় ?

০৭ ই মে, ২০২২ দুপুর ২:১১

নূর আলম হিরণ বলেছেন: ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ই ব্যবসায়ী সুবিধা নিতে।

৪| ০৭ ই মে, ২০২২ দুপুর ১২:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


এদেশে ব্যাবসায়ী,আমলাতন্ত্রে ও সরকারে থাকা মানে স্বর্গ থাকা।

০৭ ই মে, ২০২২ দুপুর ২:১২

নূর আলম হিরণ বলেছেন: এরা শুধু স্বর্গে থাকে না এদের চৌদ্দগুষ্টিকে স্বর্গে থাকার ব্যবস্থা করে দেয়।

৫| ০৭ ই মে, ২০২২ দুপুর ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মাঝে সঠিক সমন্বয় না থাকার খেশারত দিতে হয় আমাদের মতো সাধারণ জনগনকে।

০৭ ই মে, ২০২২ দুপুর ২:১৩

নূর আলম হিরণ বলেছেন: হুম, সেটাই বলতে চেয়েছি পোস্টে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ০৭ ই মে, ২০২২ বিকাল ৩:১১

খাঁজা বাবা বলেছেন: খুবই সমন্বয় আছে, সবাই যার যার ভাগ সময় মতই বুঝে পায়।

০৭ ই মে, ২০২২ বিকাল ৪:২৯

নূর আলম হিরণ বলেছেন: সে হিসেব করলে সমন্বয় আছে বৈকি।

৭| ০৭ ই মে, ২০২২ বিকাল ৪:৪০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আদৌ কি কখনো ছিল ?

০৭ ই মে, ২০২২ বিকাল ৪:৫৭

নূর আলম হিরণ বলেছেন: তৃতীয় বিশ্বের ক্যাপিটেলিজমে এটা বলতে গেলে অসম্ভব। যে ধরনের অর্থিনীতি চালু আছে স্বাধীনতার পর থেকে তাতে ব্যবসায়ী, রাজনিবিদ, আমলাদের মাঝে সমন্বয় দেখা সম্ভব হয়নি। ২০০০ সালের আগে পার্লামেন্টে ব্যবসায়ীদের সংখ্যা কম ছিল কিন্তু এখন দিনদিন বেড়েই চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.