নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

রাশিয়া থেকে এই মুহূর্তে ক্রুড অয়েল কেনা ঠিক হবে?★★

০১ লা জুন, ২০২২ রাত ১২:৫৩


আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া থেকে ভারত কিভাবে তেল আমদানী করছে সেটা জানার জন্য ভারতের কাছে পরামর্শ চেয়েছি। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই মুহূর্তে বাংলাদেশের রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করা সঠিক কাজ হবেনা। ভারত বিশাল রাষ্ট্র, ভারতের বাণিজ্যের আকার আমাদের তুলনায় বহুগুণ বেশি। এছাড়াও ভারত খাদ্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। আমেরিকার দেওয়া রাশিয়ার তেলের ওপরে নিষেধাজ্ঞা ভারত যতটা সহজে উপেক্ষা করতে পারবে আমাদের পক্ষে সেভাবে সম্ভব নয়। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের চেয়ে বেশি আমেরিকার উপর নির্ভরশীল। আবার ভারতের ওপর আমেরিকা বেশি চাপ সৃষ্টি করলে সেটা হিতে বিপরীত হতে পারে। তখন ভারত চীন সম্পর্কের উন্নতি কিংবা রাশিয়ার সাথে অর্থনৈতিক বাণিজ্যের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।
অন্যদিকে বাংলাদেশ নিয়ে আমেরিকার এমন দুশ্চিন্তার আশঙ্কা নেই। বাংলাদেশকে চাইলে খুব সহজেই বিপাকে ফেলে দিতে পারবে তারা।

আরো কিছু ব্যাপার আছে, যেমন
■ভারত হলো আমেরিকার ১২তম বৃহত্তম রপ্তানি বাজার। অন্যদিকে বাংলাদেশ হলো ৬০তম। ভারতে প্রতিবছর আমেরিকা প্রায় ৩৫বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করে। যেখানে বাংলাদেশে রপ্তানি হয় মাত্র ২বিলিয়ন ডলারের মত।
■ ভারত আমেরিকার ১০তম বৃহত্তম আমদানী বাজার। বাংলাদেশ যেখানে ৩৮তম! প্রতিবছর ভারত থেকে প্রায় ৬০বিলিয়ন ডলারের পণ্য ও সেবা যায় আমেরিকায়। যেখানের বাংলাদেশের যায় ৬বিলিয়ন ডলারের পণ্য।
■ আমেরিকার আমদানিকৃত কৃষিপণ্যের বাজার হিসেবে ভারত ১৪তম। যেখানে বাংলাদেশ থেকে সামান্য কিছু চা পাতা ও তামাক ছাড়া আমেরিকায় কোন কৃষি পণ্য রপ্তানি হয় না!
■ ভারতের বাজারে আমেরিকার সরাসরি বিনিয়োগ আছে প্রায় ৫০বিলিয়ন ডলারের মত এবং আমেরিকার বাজারে ভারতের সরাসরি বিনিয়োগ আছে ৬বিলিয়নের মতো। আর বাংলাদেশের বাজারে আমেরিকার বিনিয়োগ আছে ৫০০মিলিয়ন ডলার।
■ এদিকে বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় অর্ধেকই আমেরিকায় রপ্তানি হয় যার বাজার মূল্য ৫বিলিয়ন ডলারের কিছু বেশি। আবার বাকি অর্ধেক যায় ইউরোপের বাজারে, আর আমেরিকার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অধিকাংশ ইউরোপের দেশ গুলো মেনে নিচ্ছে। তাই ইউরোপের বাজার নিয়েও ঝুঁকিতে পড়বে।

আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমেরিকার বড় বড় ফার্মাসিটিক্যাল কোম্পানি গুলোর মেনুফেকচারিং বেশিরভাগই ভারতে হয়ে থাকে। জরুরী মেডিসিন ও স্বাস্থ্যসেবার জন্য ভারত খুবই গুরুত্বপূর্ণ দেশ তাদের কাছে। তাই এই মুহূর্তে সবকিছু বিবেচনা করে এবং ভারতকে উদাহরণ ধরে রাশিয়া থেকে বাংলাদেশের ক্রুড ওয়েল আমদানী করা এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আমার কাছে মনে হচ্ছে! কিন্তু টিভিতে আজ একটা টকশোতে দেখলাম বাংলাদেশের এক সাবেক রাষ্ট্রদূত বলছেন রাশিয়া থেকে এই মুহূর্তে কমদামে তেল আমদানির সুযোগ বাংলাদেশ চাইলে নিতে পারে।
এই বিষয়ে আমাদের ব্লগারদের অভিমত কি?

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২২ রাত ১:৩৬

সোনাগাজী বলেছেন:


রাশিয়া ফ্রি দিলেও নেয়া ভুল হবে।

০১ লা জুন, ২০২২ সকাল ৭:৫৮

নূর আলম হিরণ বলেছেন: টিভিতে সাবেক এই রাষ্ট্রদূত কিভাবে বললেন কেনার ব্যাপারে ভেবে দেখা উচিত!
রাশিয়া থেকে এই মুহূর্তে তেল কিনলে তেলের আগুনে ঝাঁপ দেওয়ার শামিল হবে।

২| ০১ লা জুন, ২০২২ রাত ৩:০৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি বলছি না যে রাশিয়া থেকে নেওয়া ঠিক হবে; এমনও বলছি না যে রাশিয়া থেকে নেওয়া ঠিক হবে না। শুধু হিসাব করছি যে আমাদের গবেষণায় কি আসলেই কিছু এসে যায়?

০১ লা জুন, ২০২২ সকাল ৭:৫৮

নূর আলম হিরণ বলেছেন: গবেষনা তো করতেই হবে! লাভ ক্ষতি হিসেব করেই পা বাড়ানো উচিত হবে।

৩| ০১ লা জুন, ২০২২ রাত ৩:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এই বিষয়গুলি কখন যে কোন দিকে মোর নেয় বুঝা মুশকিল, সবচেয়ে বেশী মুশকিল দূর্বলদের।

০১ লা জুন, ২০২২ সকাল ৭:৫৯

নূর আলম হিরণ বলেছেন: সেটাই, কিনলেও বিপদ না কিনেও বিপদ বাড়ছে। :(

৪| ০১ লা জুন, ২০২২ সকাল ৮:১২

সোহানী বলেছেন: আদার ব্যাপারী জাহাজের খোঁজ আর নিলাম না :P

০১ লা জুন, ২০২২ সকাল ৮:১৯

নূর আলম হিরণ বলেছেন: তেলের বেপারীদের তেলের জাহাজ সাগরে ভাসছে, খরিদ্দার নেই। আমাদের আদার ব্যাপরীরা সস্তা পেয়ে বস্তা ভরে কিনতে গিয়ে দেশকে বিপদে না ফেললেই হলো। :)

৫| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিশ্বের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষন করে তারপর পদক্ষেপ নিতে হবে।

০১ লা জুন, ২০২২ সকাল ৯:৩০

নূর আলম হিরণ বলেছেন: এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে রাশিয়া থেকে তেল কেনাটা ঝুঁকিপূর্ণ।

৬| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:১৬

বিটপি বলেছেন: এই বিষয়ে এত বুদ্ধি আমাদের ব্লগারদের মাথায় থাকলেও আমাদের পররাষ্ট্র মন্ত্রীর মাথায় নেই।

০১ লা জুন, ২০২২ সকাল ১১:১১

নূর আলম হিরণ বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী হয়তো মৌচাকে ঢিল মেরে একটু দেখতে চাচ্ছেন।

৭| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:৫৩

ঊণকৌটী বলেছেন: ক্রুড অয়েল আনলে তো হবেনা পাশাপাশি ক্রুড অয়েল শুধনাগার লাগবে সেটাও দেখতে হবে

০১ লা জুন, ২০২২ সকাল ১১:১৩

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশে বেশ কয়েকটি তেল শোধনাগার আছে।

৮| ০১ লা জুন, ২০২২ সকাল ১১:৫৮

খাঁজা বাবা বলেছেন: সবচেয়ে বড় ব্যপার আমেরিকা বাংলাদেশের উপর নাখোশ হলে বর্তমান সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
আমেরিকা ইতিমধ্যে মানবাধিকার অস্ত্র প্রয়োগ করতে শুরু করেছে বাংলাদেশের উপর।
বাংলাদেশী রাহনীতিবিদদের কালো টাকার প্রধান গন্তব্য আমেরিকা ও ক্যানাডা। নিশেধাজ্ঞায় পড়লে এদের ঘটি বাটি সব যাবে।
সূতরাং সরকার আমেরিকা নাখোশ হয় এমন কিছু করবে না।

অন্যদিকে ভারতের সরকার পরিবর্তন আমেরিকার জন্য প্রায় অসম্ভব একটা ব্যপার।
তাছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে ভারত আমেরিকার গুরুত্বপূর্ন পার্টনার।
আমেরিকা সরাসরি ভারতকে মারবে না।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০৪

নূর আলম হিরণ বলেছেন: পোস্টের সারমর্ম মূলত এটাই।

৯| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০৫

আমি ব্লগার হইছি! বলেছেন: রাশিয়ার তেল কিনুক। কোন ব্যাপার না। আলুভর্তা খেয়ে থাকবো।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৩৯

নূর আলম হিরণ বলেছেন: আপনি আলুভর্তা খাবেন গার্মেন্টস'র মেয়ে গুলো আলুভর্তাও পাবে না।

১০| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: আমাদের পরাষ্ট্রমন্ত্রী লোকটা বুদ্ধিমান নন।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৪৩

নূর আলম হিরণ বলেছেন: উনি ভালো ব্যবসায়ী।

১১| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৫৩

গেঁয়ো ভূত বলেছেন:



বাংলাদেশ সরাসরি রাশিয়া থেকে তেল না কিনে অন্য ভাবে নিতে পারে, রাশিয়া থেকে নিবে ইন্ডিয়া আর ইন্ডিয়া থেকে আনবে বাংলাদেশ। তাহলে দাম একটু বেশি পড়লেও ঝুঁকি কমে যাবে। সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৪৩

নূর আলম হিরণ বলেছেন: আমেরিকা এত বোকা না, ঐ পথে গেলেও সমস্যা হতে পারে। বেশি দিয়ে কিনলে মিডিলইস্ট থেকেই কিনতে পারবে। তবে যাই করুক বুঝে শুনেই পা বাড়াতে হবে।

১২| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:২১

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের কোন মন্ত্রী বুদ্ধিমান না !!! এরা তাকিয়ে থাকে প্রধানমন্ত্রী উপর তিনি যা বলবেন তাই, নিজের বুদ্ধিতে এরা চোখের পলকও ফেলতে জানে না!!! তেলের ব্যাপারে স্বিধান্ত প্রধানমন্ত্রী নেবেন । রাশিয়া থেকে এই মূহুর্তে তেল শুধু না এক গাছি সুতা নেওয়াও বুদ্ধিমানের কাজ হবে না কারন বাংলাদেশের পোষাক শিল্প বেচে আছে আমেরিকার দয়ায় তারা একবার নিষেধাজ্ঞা জাড়ি করলে ইউরোপিয় ইউনিয়ন এক কথায় মুখের উপর দরজা বন্ধ করে দেবে ।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৪৪

নূর আলম হিরণ বলেছেন: সঠিক মন্তব্য করেছেন।

১৩| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: ৩ বেলা তেল দিন, দিন শেষে শত টাকা ভিক্ষা নিন।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৪৭

নূর আলম হিরণ বলেছেন: তেল নিয়ে জটিলতা বাড়ছে, ইউরোপ, আমেরিকা ট্যাকেল দিতে পারলেও আমাদের মত গরিব দেশ বিপাকে পড়ে যাচ্ছে।

১৪| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:৪২

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: গবেষনা তো করতেই হবে! লাভ ক্ষতি হিসেব করেই পা বাড়ানো উচিত হবে।

আমি তো আসলে সরকারী আমলা বা মন্ত্রী নই, তাই আমার হিসাবে লাভ নাই। আপনি কি উনাদের কেউ?

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৪৬

নূর আলম হিরণ বলেছেন: দেশের নাগরিক হিসেবে আমাদের সঠিক অবজারভেশন থাকা উচিত।

১৫| ০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৪৪

আমি ব্লগার হইছি! বলেছেন: লেখক বলেছেন: আপনি আলুভর্তা খাবেন গার্মেন্টস'র মেয়ে গুলো আলুভর্তাও পাবে না
পূঁজিবাদী শোষণ থেকে বের হয়ে ওরা গ্রামে গিয়ে গরু ছাগল হাঁস মুরগি পালন করবে, কৃষিকাজ করবে। গার্মেন্টস ছাড়াও আরো অনেক শিল্প আছে ঐগুলোতে অবদান রাখবে।

০১ লা জুন, ২০২২ বিকাল ৫:০৩

নূর আলম হিরণ বলেছেন: সেটার একটা প্রসেস আছে, সঠিক সময়ের দরকার। সরকার সেটার জন্য পর্যাপ্ত অবকাঠামো তৈরি করতে পারেনি।

১৬| ০১ লা জুন, ২০২২ রাত ৮:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতি যে কোন দেশকে ধংশ করতে সময় নেয়না ।
তাই সিদ্দান্ত নিতে হবে ধীর ও বিচক্ষনতার সাথে ।

......................................................................................
সুযোগ বুঝে অল্প দামে ক্রুড অয়েল আমদানি করা বুদ্ধিমানের কাজ,
সে কারনে প্রয়োজনে ৩য় দেশের মাধ্যমে করা যায় ।

০১ লা জুন, ২০২২ রাত ৯:২৯

নূর আলম হিরণ বলেছেন: যুদ্ধ দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনা আছে। তাই একটা সময় বিকল্প সিদ্ধান্ত নিতেই হবে। তবে এই মুহূর্তে এই ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

১৭| ০২ রা জুন, ২০২২ রাত ২:২২

গরল বলেছেন: বাংলাদেশ সরাসরি রাশিয়া থেকে না কিনে যদি তা ভারতের কাছ থেকে কিনে তাহলে সমস্যা হওয়ার কথা না কারণ ভারত থেকে কিনতে তো কোন নিষেধাজ্ঞা নাই। ভারত যদি সস্তায় রাশিয়ার কাছ থেকে কিনে কিছু লাভ রেখে বাংলাদেশে রফ্তানি করে সেটা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

০২ রা জুন, ২০২২ সকাল ৮:১৬

নূর আলম হিরণ বলেছেন: সমস্যা যত বাড়বে একটা সময় এমন বা অন্য বিকল্প কূটনৈতিক সিদ্ধান্ত নিতেই হবে। তবে আপাতত ভেবে চিন্তেই রাশিয়ার সাথে সরাসরি যোগাযোগ না করাই উত্তম।

১৮| ২১ শে জুন, ২০২২ রাত ১১:৩৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুন্দর পোস্ট।

২২ শে জুন, ২০২২ সকাল ৮:০১

নূর আলম হিরণ বলেছেন: আপনার বোবা পোস্টে মন্তব্য করতে পারছি না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.