নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

মানুষ নিজে যা পায়না তা অন্যকেও পেতে সাহায্য করেনা।

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল না হলে আমরা হতাশ হই, বিপথগামী হই অনৈতিক কাজ করি। দুটি উদাহরণ দেওয়া যাক।
আমরা যারা পরিবারের বড় সন্তান তারা অনেক কিছু পাওয়ার সাথে সাথে আবার অনেক না পাওয়ার বিষয়ও থাকে। পরিবারের আর্থিক সামর্থের কারণে অনেক সময় নিজের অনেক চাহিদা পূরণ হয়না। অল্প বয়সে বাড়তি আয় রোজগারের জন্য নামতে হয়। অনেক ক্ষেত্রে পড়াশোনাও বেশিদূর চালিয়ে নেওয়া সম্ভব হয় না। নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে বিয়ে-শাদীও দেরি করে করতে হয়। এখন এই পরিবারের সদস্যটি যখন দেখবে তার ছোট ভাই বোনেরা তার থেকে অধিক বেশি সুযোগ-সুবিধা পরিবার থেকে পাচ্ছে। তখন তার মনে ভাবনার উদ্বেগ হবে, সে তো এই সুযোগ সুবিধা গুলি পায়নি যেগুলি তার ছোট ভাই বোনেরা পাচ্ছে। তখন সে নিজের অজান্তেই এগুলি নিয়ে প্রশ্ন করবে, নিজের বাবা-মাকে এগুলি মনে করিয়ে দিবে।
একজন প্রকৃত মানুষ হিসেবে এ জায়গায় তার করণীয় হবে, সে যেগুলি পায়নি সেগুলি যেন তার ছোট ভাইবোনেরা পায় তার ব্যবস্থা করা। যেসব প্রতিবন্ধকতার কারণে নিজের ক্যারিয়ার গড়তে তার দেরি হয়েছে তা যেন তার ছোট ভাইবোনদের বেলায় না হয়, সেই চেষ্টাই করা। সময় সময়ে সে যে জিনিসগুলির অভাব অনুভব করেছে, সেই অনুভব যেন বাকিদের না হয় তার দিকে লক্ষ্য রাখা।

আরেকটি উদাহরণ, আমাদের দেশে বউ শাশুড়ির সমস্যা বহু দিনের এবং এটা বাস্তব। এ সমস্যাটারও অন্যতম একটি কারণ হচ্ছে নিজের না পাওয়া বিষয়গুলি যখন নিজের ছেলের বউকে পেতে দেখে, আর তখন সেটা মেনে নিতে না পারা। সে তার শাশুড়ি থেকে প্রাপ্ত অন্যায়, অবহেলা কিংবা অপ্রাপ্তি গুলোকে নিজের বউয়ের বেলায়ও দেখতে চায়। কখনো নিজের ইচ্ছাতেই আবার কখনো নিজের অবচেতন মনেই এমনটি করে থাকে। অথচ এই জায়গায় তার উচিত হবে তার সাথে যে অন্যায়, অবহেলা হয়েছে সেগুলো যেন তার নিজের ছেলের বউয়ের সাথে না হয় তার দিকে লক্ষ্য রাখা। কারণ যেহেতু সে এগুলোর ভিতর দিয়েই এসেছে সে ভালো করেই জানে কোনটা ভালো আর কোনটা মন্দ।

আমি দুটি উদাহরণ দিয়েছি এছাড়াও আপনি অনেক উদাহরণ দিতে পারবেন। আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বোপরি প্রতিটি ক্ষেত্রেই এমন উদাহরণ আছে। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে অন্যকে নিজের থেকে নিচ পজিশনে দেখা। নিজের পাওয়া না পাওয়ার অপূর্ণতাকে অন্যের পূর্ন হতে দেখতে না চাওয়া।
অথচ সত্যিকারের মানুষ হতে গেলে এখানেই আমাদের নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজে যা পায়নি তা যেন নিজের অনুজেরা পায় তার জন্য তাদের পথ নিষ্কণ্টক করা।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মানব চরিত্রের মানচিত্রে কতো আকাবাকা অলিগলি পথ রয়ে গেছে! মনের কোনে কি কি লুকিয়ে আছে সে নিজেই তার সবটা বুঝে উঠে না।

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

নূর আলম হিরণ বলেছেন: অনেক মানুষ তার নিজের অবচেতন মনে অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিংবা অন্যের ভালো দেখতে চায়না। আবার অনেকে বুঝে শুনেই এমনটি করে।

২| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার দুই উদাহরণের সমাধান বেশিরভাগ সময় চাপা থাকে, এক্সট্রিম হয়ে গেলে মিডিয়ায় পাওয়া যায় ফলাফল।এভাবেই চলছে।

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

নূর আলম হিরণ বলেছেন: জ্বী। হ্যাঁ এগুলির বেশিরভাগই লোক চক্ষুর অন্তরালেই হয়। হৃদয়ের রক্তক্ষরণও নিরবে হয়।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



আমাডের ব্যুরোক্রেটরা ভালো চাকুরী পায়; কিন্তু চেষ্টা করে,অন্যেরা যেন তাদের কাছাকাছি কিছু না'পায়।

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ সঠিক বলেছেন চাঁদগাজী আপনি। পারিবারিক থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক সব জায়গায় এমন মানুষের আধিক্যতা।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ নিজে যা পায় না তা, অন্যকেও পেতে সাহায্য করে না। শতভাগ ‍সত্যি কথা।

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

নূর আলম হিরণ বলেছেন: এটা মানুষের সহজাত প্রবৃত্তি, এর থেকে বের হওয়া খুবই কঠিন।

৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: নূর আলম হিরণ,




মানুষের মন যে কতো সহস্র জটিলতায় ভরা!!!!!!!!!!!!!!

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৮

নূর আলম হিরণ বলেছেন: এই জন্যই মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩২

হাসান জামাল গোলাপ বলেছেন: আমার এক বন্ধু তার বোনদের বিয়ে দিয়ে তারপর নিজে বিয়ে করে, বিয়ের সময় তাঁর বয়স ৪৫ ছিল।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১২

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, এমন মানুষ অনেক আছে। কিন্তু একটা সময় পরিবার থেকে এই মানুষ গুলো উপক্ষিত হয়। আমি নিজে ৩০ বছর বয়সে বিয়ে করছি। কিন্তু আমি আমার ছোট ভাইকে এত দেরি করে বিয়ে করতে দিব না। তার বয়স এখন ২২ ওকে বলছি আগামী ২ বছর পর ওকে বিয়ে করতে হবে।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর একটি পোষ্ট দিয়েছেন।

আমাদের বাসায় বউ শ্বাশুড়ি কোনো দ্বন্দ নেই। আল্লাহ বাচাইছে।
আমরা চার ভাই। চার ভাইয়ের চার বউ। কিন্তু কোনো ঝামেলা নেই। আমরা সবাই বেশ মিলেমিশে আছি।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৪

নূর আলম হিরণ বলেছেন: ভালো। আপনাদের পরিবারের জন্য সব সময় শুভকামনা রইল। কিন্তু মানুষের এই সহজাত প্রবৃত্তি শুধু পারিবারিক ক্ষেত্রে না পরিবারকে চাপিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব জায়গায় পরিলক্ষিত হয়।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১

কামাল১৮ বলেছেন: সবাইকে নিয়ে ভালো থাকাতেই সুখ।বাংলাদেশে কেউ ভালো নেই।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৭

নূর আলম হিরণ বলেছেন: তৃতীয় বিশ্বের মানুষের আর্থিক মানসিক ভাবে ভালো থাকার সংখ্যা খুবই কম। তবে পোস্টে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সে রকম মানুষের সংখ্যা সারা বিশ্বেই অধিক। এটা মানুষের সহজাত প্রবৃত্তি ।

৯| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব কম মানুষই এই সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারে।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৮

নূর আলম হিরণ বলেছেন: ঠিক বলেছেন, বাস্তবিক অর্থে তাই।

১০| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালো। আপনাদের পরিবারের জন্য সব সময় শুভকামনা রইল। কিন্তু মানুষের এই সহজাত প্রবৃত্তি শুধু পারিবারিক ক্ষেত্রে না পরিবারকে চাপিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব জায়গায় পরিলক্ষিত হয়।

আমাদের মহল্লার বয়স্ক মহিলারা আমাদের বাসায় আসে আর আফসোস করে। কারন তাদের ঘরে শান্তি নেই।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭

নূর আলম হিরণ বলেছেন: মানুষের শান্তি না খুজেঁ, শান্ত থাকার চেষ্টা করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.